রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

পাকস্থলী সম্বন্ধীয় লক্ষণ (Gastric Symptoms)

আরোগ্য হোমিও হল / ৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১:২৯ অপরাহ্ন
জ্বর লক্ষণ (Febrile Symptoms)
বায়োকেমিক রেপার্টরী সূচী পত্র

পাকস্থলী সম্বন্ধীয় লক্ষণ (Gastric Symptoms)

বায়োকেমিক রেপার্টরী

ডাঃ আবু হোসেন সরকার।

 

পাকস্থলী সম্বন্ধীয় লক্ষণ (Gastric Symptoms)

পেটে অত্যধিক বায়ু সঞ্চয়—ক্যালকেরিয়া ফস ।

পেটে অত্যধিক বায়ু সঞ্চয় তৎসহ হৃদযন্ত্রের পীড়া—কেলি ফস ।

পেটে অত্যধিক বায়ু সঞ্চয় তৎসহ কোষ্ঠকাঠিন্য —ম্যাগনেসিয়া ফস ।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

পেটে বায়ু নিঃসরণে উপশম না হওয়া—ম্যাগনেসিয়া ফস ।

পাকস্থলীর প্রদাহ—ফেরাম ফস, কেলি মিউর ।

পাকস্থলীর পুরাতন প্রদাহ—কেলি সালফ ।

অত্যধিক উষ্ণ পানীয় সেবনের পর পাকস্থলীর প্রদাহ—কেলি মিউর।

পাকাশয়ের শূল সম্মুখের দিকে ঝুকিলে ও গরমে উপশম— ম্যাগনেসিয়া ফস।

পাকাশয়ের শূল হেতু হিক্কা—ম্যাগনেসিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর, নেট্রাম মিউর ।

পাকস্থলী হইতে রক্তপাত—ফেরাম ফস, কেলি মিউর ।

শিশু দুগ্ধ পান করিলেই বমন করে—সাইলিসিয়া ।

শিশু অনবরত দুগ্ধ পান করিতে চায়—ক্যালকেরিয়া ফস ।

পাকস্থলীর প্রদাহ সহ ন্যাবা রোগ—কেলি সালফ ।

ন্যাবার সহিত মুখে তিক্ত স্বাদ—কেলি মিউর ।

ন্যাবা রোগে ঘুম ঘুম ভাব—নেট্রাম মিউর ।

মুখে টক জল আসা—নেট্রাম মিউর, নেট্রাম ফস, কেলি ফস ।

অম্লরোগ—নেট্রাম ফস ।

আরও পড়ুন – পাকস্থলী ক্যানসার

খাবার পর ভূক্তদ্রব্য তুলিয়া ফেলা—ম্যাগনেসিয়া ফস ।

ক্ষুধার বৃদ্ধি—ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া সালফ, কেলি ফস ।

ক্ষুধা হীনতা–ফেরাম ফস, কেলিমিউর, নেট্রাম সালফ, নেট্রাম মিউর ।

অম্ল খাইতে চায় না—ফেরাম ফস ।

মদপানে অনিচ্ছা—নেট্রাম মিউর ।

রুটি খাইতে অনিচ্ছা—নেট্রাম মিউর ।

গরম পানে ভয়—কেলি সালফ ।

অজীর্ণ রোগীর অম্ল—নেট্রাম ফস ।

পুরাতণ অজীর্ণ—সাইলিসিয়া ।

পেটফাঁপা সহ অজীর্ণ—ম্যাগনেসিয়া ফস ।

স্নায়বিক দুর্বলতা সহ অজীর্ণ—কেলি ফস ।

অজীর্ণ রোগ এবং কিছু খাইলে পর পেটে ব্যথা—ফেরাম ফস, নেট্রাম সালফ ।

ডিপেপসিয়া টক জনিত—নেট্রাম ফস, সাইলিসিয়া ।

ডিসপেপসিয়া পুরাতণ –সাইলিসিয়া ।

ডিসপেপসিয়া পেট ফাঁপ যুক্ত—ম্যাগনেসিয়া ফস ।

আরও পড়ুন – গ্যাসফ্রো সিরাপ (বদহজম, পেটফাঁপা ও পাকস্থলীর ব্যথায় কার্যকর)

ডিসপেপসিয়া গলা জ্বালা ও শীত শীত ভাব—সাইলিসিয়া।

ডিসপেপসিয়া স্নায়বিক হেতু—কেলি ফস ।

ডিসপেপসিয়া খাওয়ার পর পেট ব্যথা–ফেরাম ফস, নেট্রাম সালফ ।

ডিসপেপসিয়া আক্ষেপিক—ম্যাগ ফস ।

ডিসপেপসিয়া তৎসহ চোখ মুখ গরম—ফেরাম ফস।

ডিসপেপসিয়া পেটে যেন পাথর চাপান আছে—কেলি সালফ ।

ডিসপেপসিয়া তৎসহ সাদা সাদা ময়লাযুক্ত জিহ্বা—কেলি মিউর ।

ডিসপেপসিয়া তৎসহ খুব পেট ফাঁপা—ক্যালকেরিয়া ফস ।

ডিসপেপসিয়া পেটে ব্যথা ও মুখে জল উঠে—নেট্রাম মিউর ।

ডিসপেপসিয়া চর্বিযুক্ত দ্রব্য আহারের জন্য—কেলি মিউর ।

পেট ফাপা ও খাদ্যের আস্বাদ উদ্‌গার—ফেরাম ফস ।

কফি পানে অনিচ্ছা—ফেরাম ফস, ম্যাগনেসিয়া ফস ।

চর্বিযুক্ত খাদ্যে অনিচ্ছা—নেট্রামফস, কেলি মিউর

গরম পানীয়ে অনিচ্ছা—কেলি সালফ ।

মাংসে অনিচ্ছা—ফেরাম ফস, সাইলেসিয়া ।

দুগ্ধপানে অনিচ্ছা—ফেরাম ফস।

মিষ্টিদ্রব্যে অনিচ্ছা—কেলি ফস ।

লবনে আকাংক্ষা—নেট্রাম মিউর ।

আরও পড়ুন – এন – ০৫ (গ্যাসট্রিক ও পাকস্থলীর ড্রপস)

মিষ্টিদ্রব্যে আকাংক্ষা—সাইলিসিয়া।

মদে আকাংক্ষা—ফেরাম ফস।

ফলমূলে অনিচ্ছা—ক্যালকেরিয়া সালফ ।

কাঁচা ফল ও টক শাক খাইতে আকাঙ্ক্ষা—ক্যালকেরিয়া সালফ ।

লবনাক্ত খাদ্যে আকাঙ্ক্ষা—ক্যালকেরিয়া ফস, নেট্রাম মিউর ।

চিনি খাবার খাইতে আকাঙ্ক্ষা—ম্যাগনেসিয়া ফস ।

তিক্তদ্রব্য খাইতে আকাঙ্ক্ষা—নেট্রাম মিউর ।

ডিম খাইতে আকাঙ্ক্ষা—ক্যালকেরিয়া ফস ।

দেহের চারিদিকে যেন একটা ফিতা জড়ান আছে এমন অনুভব—ম্যাগনেসিয়া ফ‍স।

পিত্তাধিক্যে—নেট্রাম সালফ ।

পিত্তাধিক্য তৎসহ জিহ্বায় রক্তহীনতা— কেলি মিউর ।

পিত্তশূল—নেট্রাম সালফ ।

অজীর্ণ রোগীর পেটে চাপ বোধ—ক্যালকেরিয়া ফস ।

অজীর্ণ রোগীর মুখে জল উঠা—নেট্রাম মিউর ।

অজীর্ণ রোগীর পেটের ভিতর শূন্য অনুভব—নেট্রাম ফস, কেলি ফস ।

আরও পড়ুন – র‌্যাক্স নং- ৭৭ (পাকস্থলীর আলসার)

অজীর্ণ রোগীর কিছু খাইলে উপশম—কেলি ফস।

অজীর্ণ রোগীর সর্বদাই পেটে ব্যথা—কেলি ফস ।

ঢেকুর তিক্ত—কেলি ফস ।

ঢেকুর টক টক—’নেট্রাম ফস, নেট্রাম সালফ, কেলিফস, সাইলিসিয়া ।

ঢেকুর স্বাদহীন অথচ জ্বালাযুক্ত—ম্যাগনেসিয়া ফস ।

নিশ্বাসে দুর্গন্ধ—কেলি ফস, নেট্রাম মিউর।

অত্যধিক ক্ষুধা—কেলি ফস, ক্যালকেরিয়া ফস, নেট্রাম মিউর, সাইলিসিয়া ।

পাকস্থলীর রোগ গরমে বৃদ্ধি—নেট্রাম ফস ।

পাকস্থলীর রোগ ঠাণ্ডায় বৃদ্ধি—নেট্রাম ফস ।

পাকস্থলীর রোগ ভয় অথবা উত্তেজনায় বৃদ্ধি—কেলি ফস ।

পিপাসা অত্যধিক—কেলি সালফ, নেট্রাম মিউর, ক্যালকেরিয়া সালফ

পিপাসা বৈকালে অত্যধিক—নেট্রাম সালফ ।

ভুক্তদ্রব্য বমন করে—ফেরাম ফস।

নির্দিষ্ট সময় বমন করে—ক্যালকেরিয়া ফস ।

চাপ চাপ রক্ত বমন—কেলি মিউর ।

কফি চূর্ণের ন্যায় বমন— কেলি ফস ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev