বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

নেট্রাম সালফিউরিকাম

আরোগ্য হোমিও হল / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ৬:২৫ অপরাহ্ন

নেট্রাম সালফিউরিকাম (Natrum Sulphuricum)
সাধরণ নাম – সালফেট অব সোডা, গ্লু বার্স সল্ট।
রাসায়ণিক বিশ্লেষণ – ফরমুলা – Na2 SO4, IOH2O.

নেট্রাম সালফিউরিকাম ঔষধ প্রস্তুত প্রণালী : সাধারণত: সুমুদ্র জলে, লাবণিক প্রসরণ ও রুশীয় দেশীয় লাবণিক হ্রদ হইতে ইহা পাওয়া যায়। ইহা ছাড়া সাধরণত লবণের সহিত সালফিউরিক এসিড মিশ্রিত করিয়া পুনরায় বিশুদ্ধ ও দানা সকল প্রস্তুত করা হয়। ইহার দানা সমুহ বর্নহীন, স্বচ্ছ বড়। সমচতুস্কোণ কিম্বা দ্বিকোণ বিশিষ্ট। ইহাতে শীতল, তিক্ত ও লবণস্বাদ বর্তমান থাকে। ৩০ সেঃ উত্তপ্ত বায়ুতে ফুটিয়া পুস্পকৃতি হয়। ৩৩ সেঃ উত্তাপে দানা সমুহ সুন্দর ভাবে গলিয়া যায় এবং ৩০ সেঃ উচ্চ বা নিন্ম উত্তাপে দ্রবণীয়তার হ্রাস হয়। বিশুদ্ধ দানা সমুহ হইতে দুগ্ধ শর্করা সহযোগে ইহার বিচুর্ণ প্রস্তুত হইয়া থাকে।

নেট্রাম সালফিউরিকামের ক্রিয়াস্থান : মানসুসিক, মস্তক, মেরুদণ্ড, চক্ষু, কর্ণ, নাসিকা, মুখাভ্যন্ত, জিহ্বা, দন্ত, গলাভ্যন্ত পাক্ষস্থলী, পায়খান, অর্শ, মুত্রযন্দ্রাদি, পুংজননেন্দ্রিয়, স্ত্রীজনেন্দ্রিয়, গর্ভলক্ষণ, শ্বাসযন্ত্র বা হাঁপানি, রক্তসঞ্চালন যন্ত্র, পৃষ্ঠ ও ঘাড়, হস্তপদাদি, স্নায়ুশূল, ত্বক-টিসু, নিদ্রা, জ্বর, যকৃত, পিত্তথলি, চর্ম প্রভতি কার্যকর।

নেট্রাম সালফিউরিকাম ঔষধটির বিশেষত্ব : পিত্তাধিক্যবশত (Excesive bile Secretion) যে কোন রোগ এবং সে সাথে মুখে পিত্তস্বাধ, পিত্তবমন ও পিত্তজ আবরণীযুক্ত জিহ্বা, জন্ডিস, মাথায় আঘাত লাগার করেণে মানসিক রোগ, পিত্ত পাথরী (Gall Stone), ক্রিমিজনিত উপসর্গ, বহুমুত্র, প্রাতঃকাললীন উদরাময়, পেটে প্রচুর বায়ু জমে তলপেটে ব্যথা, দাদ, একশিরা, শোথ, হাঁপানি, বÍ জ্বর, চোখের ছানি, আদ্র ঋতুতে স্যাঁত-স্যাতে স্থানে বাস ও বর্ষাকলে যে কোন পীড়া লক্ষণের বৃদ্ধি বা উৎপত্তি লক্ষণে নি:সন্দেহে ব্যবহার কারা যায়।

নেট্রাম সালফের পরিচায় লক্ষণ :
১/ পিত্তাধিকজনিত লক্ষণ সহ যে কোন রোগে উৎকৃষ্ট। মুখে তিক্তাস্বাদ, পিত্তবমন, পিত্তভেদ, জিহব্বায় পিত্তজ কোটিং ইত্যাদি সমস্তই বিত্তাধিক্যের লক্ষণ।
২/ জিহ্বায় সবুজভ ধূসর (Ggeenish Grey) বা সবুজভ বাদামী বা পাংশুটে বর্ণের (Ggeenish Brown) লেপ ইহার প্রকৃতিসিদ্ধ লক্ষণ।
৩/ অধিক পিত্তবৃদ্ধিবশত : মানসিক উত্তেজনা ও আত্নহত্যা করিতে ইচ্ছ। জীবন-ধারণে বিতৃষ্ণা। অতিশয় খিটখিটে এবং বিষণ্ণ। প্রাতঃকালে লক্ষণ বৃদ্ধি।
৪/ মস্তকে আঘাত বা পতনের ফলে মানসিক পীড়া।
৫/হাইড্রোজেনয়েড কনষ্টিটিউশান ধাতুর রোগীর অর্থাৎ যে সমস্ত রোগীর আর্দ্রতা একেবারেই সহ্য হয় না, বর্ষকালে ও শুস্ক বায়ু হইতে আর্দ্র বাতাসের পরিবর্তনে যাহাদের পীড়ার উৎপত্তি হয়, তাহাদের যাবতীয় রোগের ইহা মহৌষধ। শুধু তাহাই নহে, জলজ উদ্ভিদ, ফল বা মৎস্য খাইলেও অসুখ হয়। সাইকোটিক ধাতুর রোগীদের ইহা উপযুক্ত ঔষধ। প্রাত:কালে রোগের বৃদ্ধি ইহার আর একটি উৎকৃষ্ট লক্ষণ। জলে ভিজিয়া নানা প্রকার পীড়া।
৬/ নাসিকা হইতে গাঢ় হরিদ্রাবর্ণের শ্লেম্মানিঃসরণ এবং কিছুক্ষণ থাকিবার পর উহা সবুজবর্ণ ধারণ করে। আর্দ্র বাতাস সহ্য হয় না এবং সর্দি হয়।
৭/ পিত্তবৃদ্ধিবশতঃ মুখ ন্যাবা বা কমলার ন্যায় হরিদ্রাবর্ণ, ফ্যাকাশে বা রক্তহীণ।
৮/ পিত্তাধিকজনিত লক্ষণ সহ যে কোন রোগে উৎকৃষ্ট। মুখে তিক্তাস্বাদ, পিত্তবমন, পিত্তভেদ, জিহব্বায় পিত্তজ কোটিং ইত্যাদি সমস্তই বিত্তাধিক্যের লক্ষণ।
জিহ্বায় সবুজভ ধূসর (Ggeenish Grey) বা সবুজভ বাদামী বা পাংশুটে বর্ণের (Ggeenish Brown) লেপ ইহার প্রকৃতিসিদ্ধ লক্ষণ।

নেট্রাম সালফিউরিকামের অধিক পিত্তবৃদ্ধিবশত ঃ মানসিক উত্তেজনা ও আত্নহত্যা করিতে ইচ্ছ। জীবন-ধারণে বিতৃষ্ণা। অতিশয় খিটখিটে এবং বিষণ্ণ। প্রাতঃকালে লক্ষণ বৃদ্ধি। কোনও অজীর্ণ পীড়া পেটে বায়ু জমিয়া শূলবেদনা। সীসক ব্যবহার হেতু শূলবেদনা। পেটের ভিতর অহরহ গড়গড় শব্দ করে। প্রাতঃকালে নিদ্রাভঙ্গের পর দুই এক পদ হাঁটিতে আরম্ভ করিলেই অত্যান্ত বাহ্যের বেগ হয় এবং তজ্জন্য অতিশয় তাড়াতাড়ি পায়খানায় দৌড়াইতে হয়। তরল মলত্যাগের পর আনন্দের উদয় হয়।

৯/ যকৃতের বেদনা বামদিকে শয়নে, হস্ত স্পর্শনে ও আর্দ্র বায়ুতে বৃদ্ধি। যকৃতের রক্তাধিক্য ফেরাম ফস) । বিরক্তিবশতঃ কমললা। পিত্তাধিকজনিত লক্ষণ সহ যে কোন রোগে উৎকৃষ্ট। মুখে তিক্তাস্বাদ, পিত্তবমন, পিত্তভেদ, জিহব্বায় পিত্তজ কোটিং ইত্যাদি সমস্তই বিত্তাধিক্যের লক্ষণ।
জিহ্বায় সবুজভ ধূসর (Ggeenish Grey) বা সবুজভ বাদামী বা পাংশুটে বর্ণের (Ggeenish Brown) লেপ ইহার প্রকৃতিসিদ্ধ লক্ষণ।

১০/ পিত্তাধিকজনিত লক্ষণ সহ যে কোন রোগে উৎকৃষ্ট। মুখে তিক্তাস্বাদ, পিত্তবমন, পিত্তভেদ, জিহব্বায় পিত্তজ কোটিং ইত্যাদি সমস্তই বিত্তাধিক্যের লক্ষণ।
জিহ্বায় সবুজভ ধূসর (Ggeenish Grey) বা সবুজভ বাদামী বা পাংশুটে বর্ণের (Ggeenish Brown লেপ ইহার প্রকৃতিসিদ্ধ লক্ষণ থাকিলে ্ওলাউঠায় ব্যবহৃত হয়। ইহা ওলাউঠার প্রতিষেধক।

১১/ বহুমুত্রপীড়ায় মুত্রের শর্করা কমাইতে এই ঔষধের প্রভৃত ক্ষমতা আছে। লিথিক অ্যাসিডডের তলানি প্র¯্রাবে থাকে। সুরকি গুঁড়ার ন্যায় এবং বারূর ন্যায় তলানি প্রস্রাবে থাকে। প্রস্রাবের সহিত অতিশয় পত্তি নিঃসৃত হয়।

১২/ জ্বালা যন্ত্রণাবিহীণ পুরাতন গনোরিয়া রোগে ঘন হরিদ্রাভ বা সবুজভ স্রাব নিঃসৃত হয়। লুপ্ত প্রমেহ পীড়া।

১৩/ ঋতুস্রাবের পূবে অথবা সময়ে নাসিকা হইতে রক্তস্রাব। অধিক পরিমাণে রক্তস্রাব নির্গত হয় এবং নিঃসৃত হইবার সময়ে যে যে স্থানে লাগে সেই স্থান সমুহ চুলাকায় জ্বালা করে এবং সেই সেই স্থানে ফুস্কুড়ির মত হয়। ঐরুপ লক্ষণযুক্ত শ্বেতপ্রদর।
১৪ কাশি বেরিবিরি ও শোথ পীড়ার প্রধান ঔষধ। বর্ষাকালে এবং স্যাঁতসেতে স্থানে বাস জন্য পীড়া।
১৬/ জ্বরের সহিত পিত্তলক্ষণ থাকিলে।

নেট্রাম সালফিউরিকামের মানসিক অবস্থা : অধিক পরিমাণে পিত্ত নিঃসরণ জন্য মানসিক অমান্তি ও উত্তেজনা এবং তৎসহ আত্নহত্যার ইচ্ছা। রোগী আশাশূন্য ও হতাশ হইয়া পড়ে। মনে করে তাহার জীবনের সকল সাধ আহাদ পূর্ণ হইয়া গিয়াছে। রোগী বিষণ্ণ ও খিটখিটে স্বভাবের হয় এবং কাহারও কথা শুনিতে চায় না। মানসিক অবসন্নতা, কাঁদ কাঁদ ভাব, সুন্দর গীতবাধ্য শ্রবণে মনে দুঃখ উপস্থিত হয় প্রাতঃকালে বৃদ্ধি। প্রাতঃকালেই অধিক উত্তেজিত হয়। ঝগড়া করার প্রবৃতি, মন অন্ধকারাচ্ছন্ন। পাতলা মল নিঃসরণে মনে আনান্দ হয়। মনের দুঃখে রোগী কাঁদিয়া ফেলে। পড়িয়া যাওয়া হেতু বা অন্যভাবে মাতয় বাহ্যিক আঘাত লাগা হেতু যে কোন প্রকার মানসিক পীড়া। আর্দ্র ঋতু এবং প্রাতঃকাল সকল রোগ লক্ষণের বৃদ্ধি ইহার একটি প্রধান লক্ষণ।

নেট্রাম সালফ যে সাকর পীড়ায় ব্যবহৃত হয় :
উদরাময়, কোষ্ঠবদ্ধতা, কলেরা, যকৃত ও প্লীহা, একজিমা, চক্ষু উঠা, ক্ষয়কাশি, সায়েটিকা, রক্তে জলীয়াংশ বৃদ্ধি, ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া, সবিরাম ও স্বল্পবিরাম জ্বর, শ্বাসকাশ, পিত্তধিক্য, মস্তিস্কে আঘাত, আঁচিল, বহুমুত্র পীড়া, মদ্যপায়ীর অজীর্ণ পীড়া, মুত্র ধারণ ক্ষমতা হ্রাস, শীসশূল, বিসর্প, প্রমেহ, শিরঃপীড়া লিউকোরিয়া প্রভৃতি পীড়ায় ব্যবাহৃত হয়।

নেট্রাম সালফের প্রতিশেধক ক্ষমতা : কালেরার প্রাদুর্ভাব কালে প্রতিদিন সকাল বেলা 3X শক্তি একমাত্র করিয়া সেবন করিলে পীড়ার হাত হইতে অব্যাহতি পাওয়া যায়। পীড়ার প্রথমবাস্থায় ২/১ মাত্রা করিয়া দিলেও পীড়া আরোগ্য সহায়ক হয়।

নেট্রাম সালফিউরিকাম শক্তি : 3X, 6X, 30X, 200X, সকল শক্তিই অবস্থানুসারে ব্যবহৃত হইয়া থাকে। তরুণ ও কঠিন সবিরাম জ্বরে এবং সেই সাথে পিত্ত লক্ষণ থাকিলে 2X, 3X, 6X চুর্ণ ব্যবহার করা হয়। পুরাতন জ্বর ও শোথে 30X, 60X, 200X, শক্তি। তরণ ম্যালেরিয়া জ্বরে নিন্মক্রমে ফল না হইলে 200X ব্যবহৃার্য। তরুণ একজিমা 6X, 12X পুরতান পীড়ায় 200x। শ্বাসকাশে 12X কাশতে 12X, পুরাতন উদরাময়ে 12X।

নেট্রাম সালফিউরিকামের বৃদ্ধি -উপশ্রম :
বৃদ্ধি : বর্ষাকালে, আর্দ্র বায়ুতে, সমুত্র বা নদীল তীরবর্তী স্যাঁতস্যাঁতে স্থানে বাস হেতু, জলে উৎপন্ন বা জলের ধারে উৎপন্ন শাক সজ্বী আহারে ঠাণ্ডা জল পানে, প্রাতে, বাম পার্শ্বে শয়নে, মৎস আহারে, স্পর্শ করিলে বিশ্রমে, স্থির হইয়া বসিয়া থাকিলে।

নেট্রাম সালফিউরিকামের সম্ভন্ধ: চর্ম পীড়ায় নেট্রাম মিউরের সাথে ইহার সম্ভন্ধ আছে। নেট্রাম মিউরের পর হইা ব্যবহার করিলে ভাল ফল পাওয়া যায়। হাঁপানিতে সাইলিসিয়ার সহিত তুলীণয়।

নেট্রাম সালফিউরিকাম ঔষধ সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ৫টি করে ট্যাবলেট দিনে ৩ অথবা ৪ বার। অপ্রাপ্ত বয়স্করা ৩টি করে ট্যাবলেট দিনে ৩ অথবা ৪ বার কুসুম কুসম গরম পানির সহিত সেবন করতে হবে অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেনব করুন।

সমাপ্ত

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev