শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

নিমক সোলায়মানী-NIMAK  SOLAIMANI হজমকারক, বায়ুনাশক ও রুচিবর্ধক

আরোগ্য হোমিও হল / ৫২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
নিমক সোলায়মানী-NIMAK  SOLAIMANI
নিমক সোলায়মানী-NIMAK  SOLAIMANI

নিমক সোলায়মানী-NIMAK  SOLAIMANI হজমকারক, বায়ুনাশক ও রুচিবর্ধক

ক্যাটাগরি : হজমকারক, বায়ুনাশক ও রুচিবর্ধক (হামর্দদ ঔষধ)।

নিমক সোলায়মানী (NIMAK  SOLAIMAN)

ব্যবহার :  হজমকারক, বায়ুনাশক ও রুচিবর্ধক ঔষধ।

ঔষধের কার্যকারিতা :  বদহজম, পেটফাঁপা, আহারে অরুচি নিরাময় করে। বিভিন্ন প্রকার লবণ ও গোলমি সহযোগে তৈরী নিমক সোলায়মানী পাকস্থলী ও অন্ত্রকে শক্তিশালী করে এবং এর পেশীসমূহ সুনিয়ন্ত্রিত করে। পরিপাক গ্রন্থিসমূহকে শক্তিশালী করে পাচক রসের পরিমাণ বৃদ্ধি করে, ফলে ভূক্ত দ্রব্য সহজে হজম হয়।

বায়ো কম্বিনেশন ২৫

উপাদান : প্রতি ৫ গ্রামে আছে-

(1) Ammonium chloride (নিশাদল) ০.৮৭ গ্রাম।

(2) Foeniculum vulgare (affe) 0.88 গ্রাম।

(3) Zingiber officinale (ত আদা) 0.88 গ্রাম।

(4) Trackyspermum ammi (C) ০.৪৪ গ্রাম।

(5) Piper nigrum (গোলমরিচ) 0.88 গ্রাম।

আরও পড়ুন – র‌্যাক্স নং- ৭৫ (অরুচি এবং বমি)

(6) Piper longum (পিপুল) 0.88 গ্রাম।

(7) Mentha arvensis (পুদিনা) 0.88 গ্রাম।

(8) Cinnamomum zeylanicum (দারুচিনি) 0.88 গ্রাম।

(9) Sodium chloride (লবণ) 0.88 গ্রাম।

(10) Rock salt (সম্ভব লবণ) 0.88 গ্রাম।

আরও পড়ুন – বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

সেবন বিধি : ২, চা-ডামচ আহারের পর দিনে ২-৩ বার, ৭-২১ দিন অথবা চিকিৎসকের পরামর্শমত সেবা।

সর্তকতা : শিশুদের থেকে দুরে রাখুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দুরে ও সুস্ক স্থানে রাখুন।

পার্শ্বপ্রতিক্রিয়া : মিয়ম মাত্রায় ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

পরিবেশনা : প্লাস্টিক কন্টেইনারে ৫০ গ্রাম।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev