রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

নিদ্রা এবং স্বপ্ন (Sleep and dreams)

আরোগ্য হোমিও হল / ৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
জ্বর লক্ষণ (Febrile Symptoms)
বায়োকেমিক রেপার্টরী সূচী পত্র

নিদ্রা এবং স্বপ্ন (Sleep and dreams)

বায়োকেমিক রেপার্টরী

ডাঃ আবু হোসেন সরকার।

 

নিদ্রা এবং স্বপ্ন (Sleep and dreams)

ঘুমের ঘোরে শিহরিয়া উঠা—কেলিফস ।

পেটে বায়ু জমিয়া বেদনা এবং সেই বেদনায় ঘুম থেকে জাগিয়া উঠা—নেট্রাম সালফ ।

ঘুমের ঘোরে শিশুরা কেঁদে উঠে–ক্যালকেরিয়া ফস ।

অনবরত হাই তোলা—ক্যালকেরিয়া ফস, কেলিফস ।

সর্বদাই ঘুমাইতে চায়— নেট্রাম মিউর ।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

প্রাতঃকালে ঘুম ঘুম ভাব—কেলিফস ।

উদ্বেগপূর্ণ স্বপ্ন—নেট্রাম মিউর, ফেরামফস, নেট্রাম সালফ ।

কাম বিষয়ক স্বপ্ন দেখা—কেলিফস ।

স্বপ্ন দেখিয়া ভয়ে কাঁপিয়া উঠা—ক্যালকেরিয়া সালফ ।

পড়ে যাওয়ার স্বপ্ন দেখে—কেলিফস ।

আরও পড়ুন –  নিদ্রা ও অনিদ্রা-সহ মানসিক লক্ষণ এবং রোগীর প্রকৃতি-লক্ষণ

আগুনের স্বপ্ন দেখে—কেলিফস ।

ভূতের স্বপ্ন দেখে—কেলিফস ।

নূতন দৃশ্য, নূতন স্থানের স্বপ্ন দেখা—ক্যালকেরিয়া ফ্লোর।

চোর ডাকাতের স্বপ্ন দেখা—নেট্রাম মিউর, কেলিফস।

সংগমের স্বপ্ন দেখা—নেট্রাম ফস ।

বিপদাশংকার স্বপ্ন দেখা—ক্যালকেরিয়া ফ্লোর, ম্যাগনেসিয়া ফস ।

পরিষ্কার স্বপ্ন দেখা—কেলি সালফ ।

ঢুলুঢুলু ভাব—নেট্রাম সালফ, নেট্রাম ফস, ম্যাগনেসিয়া ফস ।

ঢুলুঢুলু ভাব বিকালে—ফেরাম ফস।

আরও পড়ুন – বায়ো কম্বিনেশন ১২ (মাথাব্যথা ও নিদ্রাহীনতা)

ঢুলুঢুলু ভাব বৃদ্ধলোকের—ক্যালকেরিয়া ফস ।

ঘুমের ঘোরে হাত পা ঝাঁকিয়া উঠা—সাইলিসিয়া, ম্যাগনেসিয়া ফস ।

প্রচণ্ড ঘুমের ভাব—নেট্রাম মিউর ।

বসিয়া বসিয়া ঘুমান—নেট্রাম ফস ।

সকালে ঘুম হইতে উঠিতে চায় না—ক্যালকেরিয়া ফস।

নিদ্রাহীনতা—নেট্রাম মিউর ।

সামান্য শব্দ শুনিয়া চমকিয়া উঠে—কেলিমিউর ।

রাত্রে জাগিয়া থাকা—ক্যালকেরিয়া সালফ ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev