নিউমেন্স
Newmens
(পালসেটিলা)
মুখে সেব্য তরল হোমিওপ্যাথিক ঔষধ।
পরিচিতি : এটি উইন্ড ফ্লাওয়ার নামে পরিচিত।
কার্যকারিতা : শ্বেতপ্রদর, মাসিক কম বা বেশী হওয়া, যে কোন প্রকারের প্রদর স্রাব, তলপেট ব্যথা, ঋতু স্রাব-অনিয়মিত, অল্প পরিমাণে হয় এবং ব্যথাযুক্ত, মাথাঘোরা, অনিদ্রা, মহিলাদের গর্ভকালীন এবং ঋতু সম্বন্ধীয় বিভিন্ন রোগে মুখাবয়ব ও দেহ সৌন্দর্য্য হারানোতে ফেরাতে ইহা কার্যকর। প্রকৃতিকগত লক্ষণ এবং মনোগত লক্ষণ দৃষ্টে পালসেটিলা মহিলাদের কার্যকর ঔষধ সিসাবে পরিচিত।
কার্যকরী উপদান : Lactones, Saponins, Anemone, Camphor, Tannin, Volatile oil.
পার্শ্বপ্রতিক্রিয়া : এ পর্য্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
ভেষজ বিরুদ্ধতা : এ পর্য্যন্ত ভেষজ বিরুদ্ধার কোন তথ্য পাওয়া যায়নি।
সেবন বিধি : প্রাপ্ত বয়স্ক মহিলাদের জন্য ২ চা-চামুচ করে দিনে ৩ বা ৪ বার অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।
সতর্কতা : আলো থেকে দুরে, শিশুদের নাগালের বাহিরে, শীতল ও শুস্ক স্তানে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।