সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন

নাক (Nose)

আরোগ্য হোমিও হল / ২৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১১:২২ অপরাহ্ন
জ্বর লক্ষণ (Febrile Symptoms)
বায়োকেমিক রেপার্টরী সূচী পত্র

নাক (Nose)

বায়োকেমিক রেপার্টরী।

ডাঃ আবু হোসেন সরকার।

 

নাক (Nose)

নাক হইতে পচা দুর্গন্ধযুক্ত স্রাব নিঃসরণ—সাইলিসিয়া ।

নাক হইতে উজ্বল লাল রক্ত স্রাব–ফেরাম ফস।

নাক হইতে ঋতুকালে রক্ত স্রাব—নেট্রাম সালফ ।

নাক হইতে কাশির সংগে রক্তস্রাব—নেট্রাম মিউর ।

ঘাড় নোয়াইলে নাক হইতে রক্তস্রাব—নেট্রাম মিউর ।

শিশুদের নাক হইতে রক্তস্রাব—ফেরাম ফস।

নাক হইতে রক্তপাতের প্রবণতা— কেলি ফস ।

নাকের মধ্যে হাজা ঘা—সাইলিসিয়া ।

বায়ো কম্বিনেশন ২৫

সর্দির সময় নাক হইতে রক্তস্রাব—ফেরাম ফস।

নাক হইতে সবুজবর্ণের স্রাব—ক্যালকেরিয়া ফ্লোর, কেলি সালফ ।

নাকের মধ্যে টিউমার—ক্যালকেরিয়া ফ্লোর।

নাকের প্রান্ত ভাগ চুলকায়—সাইলিসিয়া, নেট্রাম ফস।

নাকের পাখনা দুইটি চুলকায়—নেট্রাম সালফ ।

নাকে ঘ্রাণ পায় না—ম্যাগ ফস, নেট্রাম মিউর, সাইলিসিয়া ।

নাকের শ্লৈষ্মিক ঝিল্লী শুষ্ক—সাইলিসিয়া।

নাকের শ্লৈষ্মিক ঝিল্লী স্ফীত—সাইলিসিয়া ।

নাকের সর্দিস্রাব লবণ স্বাদ—নেট্রাম মিউর ।

নাকের হাড়ের রোগ—ক্যালকেরিয়া ফ্লুরিকা।

আরও পড়ুন – নাকের ক্যানসার

নাকের ক্যারিজ রোগ—সাইলিসিয়া ।

কাশির সংগে লবণ স্বাদযুক্ত শ্লেষ্মা উঠা- নেট্রাম সালফ।

নাকের হাড়ে পলিপী রোগ—ক্যালকেরিয়া ফস।

নাকের কোন বিশেষস্থানে শীতলতার ভাব—ক্যালকেরিয়া ফস ।

নাকের শুষ্কতা ও জ্বালা—নেট্রাম সালফ ।

নাকের স্থানে স্থানে চুলকায়—সাইলিসিয়া, নেট্রাম ফস ।

নাক বন্ধ—কেলি সালফ, নেট্রাম সালফ ।

নাক খোঁটা—নেট্রাম ফস ।

নাক হইতে দুর্গন্ধ বাহির হওয়া—ক্যালকেরিয়া ফ্লোর, কেলি ফস, নেট্রাম ফস ।

নাকের মধ্যে পুতিনস্য (ozaena) – ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস, কেলি ফস, সাইলিসিয়া।

নাকের মধ্যে উপদংশ জনিত ক্ষত—নেট্রাম সালফ ।

নাকের ঘ্রাণের বিকৃতি—ম্যাগ ফস ।

নাক হইতে কষ্টু কষের মত স্রাব—সাইলেসিয়া ।

নাক হইতে অণ্ডলালাবৎ স্রাব—ক্যালকেরিয়া ফস।

আরও পড়ুন – নাসোলেক্স ড্রপস (নাকের সর্দি পলিপাস, সাইনোসাইটিস, রক্তধিক্যে কার্যকর)

দুর্বল রক্তহীন রোগীদের সর্দিরোগ—ক্যালকেরিয়া ফস ।

নাসিকার হাড়ের ক্ষত—সাইলিসিয়া ।

নাকে জ্বালাপোড়ার ভাব—নেট্রাম সালফ ।

নাকের প্রাচীন সর্দি–নেট্রাম মিউর, সাইলিসিয়া।

নাকের নূতন সর্দি–ফেরাম ফস, কেলি মিউর।

নাকের শুষ্ক সর্দি–কেলি সালফ ।

পশ্চাৎ নাসিকায় শুষ্ক সর্দি—নেট্রাম ফস।

নাকের চারিদিক সাদা—নেট্রাম ফস ।

সামান্য ঠাণ্ডা লাগিলেই হাঁচি—কেলি ফস ।

নাকের স্থানে স্থানে লাল—সাইলিসিয়া ।

নাক রক্তিম বর্ণ—নেট্রাম মিউর ।

নাকের উপর ব্রণ বা উদ্ভেদ—নেট্রাম মিউর ।

অনবরত হাঁচি দিবার নিষ্ফল ইচ্ছা—ক্যালকেরিয়া ফ্লোর।

নাকের ইনফ্লুয়েঞ্জা—নেট্রাম মিউর, নেট্রাম সালফ ।

নাকের অগ্রভাগ চুলকানো—সাইলিসিয়া, নেট্রাম ফস ।

নাকের দুই দিকের ডগায় চুলকানি—নেট্রাম সালফ ।

নাকের ঘ্রাণ শক্তি লোপ—ম্যাগনেসিয়া ফস, নেট্রাম মিউর।

আরও পড়ুন – স্যাঙ্গু নাইট ৩x (নাকের পলিপাসে কার্যকরী)

নাকের মিউকাস ঝিল্লীতে রক্ত সঞ্চয়—ফেরাম ফস ।

নাকের মিউকাস ঝিল্লী শুষ্ক—সাইলিসিয়া ।

উপদংশ জাতীয় ওজিনা—নেট্রাম সালফ।

নাকের অস্থিবেষ্ট আক্রান্ত—সাইলিসিয়া ।

নাকে উদ্ভেদ—নেট্রাম মিউর ।

নাক হইতে রক্তপাত—ক্যালকেরিয়া সালফ, ফেরাম ফস, কেলি সালফ ।

নাকের চারিদিকে সাদা হইয়া যাওয়া—নেট্রাম ফস ।

নাকের অগ্রভাগ লাল কণ্ডুয়নশীল—সাইলিসিয়া ।

গণ্ডমালা ধাতুগ্রস্থ শিশুদের নাক স্ফীত—ক্যালকেরিয়া ফস ।

সামান্য কারণেই হাঁচি দেওয়া—ফেরাম ফস, ক্যালকেরিয়া ফস ।

নাকের ধারগুলিতে ক্ষতযুক্ত—ক্যালকেরিয়া সালফ ।

নাকের অভ্যন্তরে ক্ষত–নেট্রাম মিউর ।

নাকের স্রাব রক্তাক্ত—ক্যালকেরিয়া সালফ ।

নাক হইতে চাপ চাপ রক্ত পড়া—ক্যালকেরিয়া ফ্লোর।

নাকের স্রাব এ্যালবুমেন যুক্ত—ক্যালকেরিয়া ফস ।

সর্দি ঝরিতে ঝরিতে নাকের গোড়া হেলিয়া যাওয়া—সাইলেসিয়া ।

নাক হইতে লবণাক্ত স্রাব নিঃসরণ—নেট্রাম মিউর ।

নাক হইতে পূঁজের ন্যায় স্রাব নিঃসরণ—ক্যালকেরিয়া সালফ, সাইলিসিয়া।

আরও পড়ুন – এন – ৯৬ (নাকে সকল রকম সমস্যায় স্প্রে ব্যবহার যোগ্য)

নাকের স্রাব শ্বেতবর্ণ—কেলি মিউর।

এক দিকের নাকে স্রাব—ক্যালকেরিয়া সালফ ।

নাকের স্রাব হাজাকর—সাইলিসিয়া ।

নাকের স্রাব খুব পরিষ্কার—নেট্রাম মিউর ।

মামড়ি অত্যন্ত দুর্গন্ধযুক্ত ও হরিদ্রাবর্ণের—কেলি ফস ।

পর্যায়ক্রমে শুষ্ক ও তরল সর্দি–ম্যাগনেসিয়া ফস, নেট্রাম মিউর ।

পীতবর্ণের পিচ্ছিল সর্দি–কেলি সালফ ।

সর্দিযুক্ত জ্বর—ফেরাম ফস, নেট্রাম সালফ ।

প্রাতঃকালীন সর্দি—নেট্রাম মিউর ।

নাক হইতে জলের মত স্রাব—নেট্রাম মিউর ।

নাকের মধ্যে সর্দি জমিয়া থাকে—ক্যালকেরিয়া ফ্লোর, কেলি মিউর ।

মস্তিষ্কের সর্দি–ফেরাম ফস, কেলি সালফ, নেট্রাম মিউর।

নাকের চারিদিকে ফোস্কার ন্যায় উদ্ভেদ—নেট্রাম মিউর।

সর্দির জন্য নাকের ঘ্রাণ শক্তি লোপ–নেট্রাম মিউর ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev