বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

নাকের ক্যানসার

আরোগ্য হোমিও হল / ৩৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ক্যানসার বইয়ের সূচি পত্র

নাকের ক্যানসার (Nose Cancer)

হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য

ডাঃ অরবিন্দ সরকার

এটি আঁচিল আকারের, চটা ঘা আকারের, ছোট ফুস্কুরী আকারের অথবা উম্মুক্ত ক্ষত আকারের হতে পারে যা আরোগ্য মূখীনয়। পিম্পল সমূহ বিকৃত বর্ণের, একটু উঁচু ভাব সহ লাল রক্ত বাহী নালীসমূহ লালাভ এবং দিকে বিস্তৃত হয়। এগুলি থেকে ক্ষত কর পুঁজ নির্গত হওয়া এবং শুকিয়ে গিয়ে চটা পড়তে পারে। এই ক্ষত চলতে থাকে এবং পরে দূর্গন্ধ পূজ স্রাব হতে থাকে । এগুলি নির্ণয় করা কষ্টসাধ্য নয়। তথাপি আমি বিস্মিত হয়েছি অনেক সময় বুদ্ধিমান শিক্ষিত চিকিৎসকগন, যাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে তারা এই ক্ষত আরোগ্যের চেষ্টা করেছেন দেখে। যারা ক্যানসার সম্মন্ধে অভিজ্ঞ তাঁরা জানেন এদের আরোগ্য করা অসম্ভব, যেমন অসম্ভব আগ্নেয়গিরির অগ্নদগীরন বন্ধ করা।

লিউপাস এক্সিডেন্স (Lupus Excedens) :- এই জাতীয় রোগ নাকের পাতায় টিউবার কুলার হিসাবে উপস্থিত হয়, এগুলি খুবই শক্ত কালচে লাল, খুবই টাটানিযুক্ত, গোটা নাকেই ছড়িয়ে পড়ে, ক্ষত সৃষ্টি করে এবং চটাপরে। ঐ ক্ষত থেকে দূৰ্গন্ধ স্রাব নিঃসৃত হয়। টিসু ধংস কারী কাজ চলতেই থাকে, যতক্ষন পর্যন্ত না মুখমন্ডল নেকড়ের মুখের মত বিকৃত ও কদাকার দেখতে হয় ।

লিউপাস নন এক্সিডেন্স ( Lupus Non-Excedens) :- এই শ্রেণীতে ক্ষত অপেক্ষা বাইরের চর্মের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে এই রোগের চিকিৎসায় হাইড্রোকোটাইল-এসিয়াটিক কে প্রথম চিন্তা করতে হবে। এতে ৫৭টি ক্যানসার ভাল হয়েছে।

আরও পড়ুন – আর ৯৬ (নাকের স্প্রে) 

নাকের ক্যানসারের চিকিৎসা :-
ডাঃ লিলিয়েন্থাল এর মতে – আর্স, অরাম, অরাম- আর্স, ক্যালক, কার্ব-এনি, কেলি-সালফ, সাইলি, সালফ, থুজা, সিপিয়া ।

ক্রিয়োজোট (Kresote) :- নাকের এপিথেলিয়াল ক্যানসার, অসহ্য জ্বালা যেন লাল টকটকে কয়লার আগুন, রয়েছে সেখানে প্রয়োজন। ৬x বিচূর্ন ৩ গ্রাম মাত্রায় প্রতিবার খাবার পর এবং রাত্রে শোবার কালে দিতে বলেছেন। শক্তি ৬, ১২, ৩০, ২০০।

এনানথেরাম (Anantherum) :- নাকের অগ্রভাগ এ টিউমার। (বরিক)।

অরাম-মেটালিকাম (Arum Metalicum) :- নাকের ক্যানসার স্কিরাস এর মত শক্ত জাতীয় । (লায়ার)।

ইহা একটি সর্ব উৎকৃষ্ট বিষয় ঔষধ পারদের বিষের ক্ষেত্রে এবং অতিরিক্ত পারদ ব্যবহারে বিশেষত সিফিলিটিক থেকে হলে। নাকের ক্যানসার লাল ফোলা, অগ্রভাগ হাতলের মত । (ক্লার্ক)।

আরও পড়ুন – নাসোলেক্স ড্রপস (নাকের সর্দি পলিপাস, সাইনোসাইটিস, রক্তধিক্যে কার্যকর)

নাকের হারের ক্যানসার অথবা নাক দিয়ে সবুজ পূজ নির্গত সহ আত্ম হত্যার প্রবনতাসহ অবনতি । (৬ x দিনে ৪ বার) (ডঃ চুর্গা)।

ইউফ্রিসিয়া (Euphrasia) :- নাকের ক্যানসার। প্রচুর সর্দি বহিতেছে চোখে ক্ষত কারক জল সহ । (ক্লার্ক)।

হেকলা- লাভা (Hecla-lave) :- শক্ত টিউমার একটি মটর দানার মত বড় এলা নাসাই এর নিচে । (ক্লার্ক)।

Example :- This example taken from the book cancer by Eli- G-JONES MD. In March 1886, I had a patient come to me from peunsylvania with a cancer on his nos, it was about the size of a Silver quater of a dollar and had begain to ulcerate. His age was 57 and he told me the cancer had been comig for ten years. About eighteen months previous to his coming to me he had burnt it out with caustic himself. Nearly a year ago he went to a cancer Specialist in New York stste to be treated but the cancer was not cured.

আরও পড়ুন – স্যাঙ্গু নাইট ৩x (নাকের পলিপাসে কার্যকরী)

I gave Sulf. Strychnine One thirtieth (1/30) gr. before each men and at bed time, “also Compound Syr-phytolacca” tea spoonful after each meal. Applied paste No-1 to the growth and removed it. The yellow Healino Salve’ healed it. Three years ago I had a letter from him and he informed me that there had never been any symptoms of a return of thee disease.

In that book so many examples were there for Nose cancer which were cured.

আরও পড়ুন – র‌্যাক্স নং- ৩৪ (নাকের প্রদাহ)

N.B. compound Syrup phytolacca.
Fl. Ext. phytolacca (green root) zi Fl. Ext. Gention
Fl. Ext. dandelion a a zi
Simple syrup q.s add oi
Mix – Sig teaspoonful after each meal.

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev