মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন

নওনেহাল ( NAUNEHAL) শিশুদের বৃদ্ধি ও বিকাশ টনিক

আরোগ্য হোমিও হল / ২৮৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন
নওনেহাল ( NAUNEHAL)
নওনেহাল ( NAUNEHAL)

নওনেহাল ( NAUNEHAL)

প্রস্তুত কারক : হাদর্দ ল্যাবরেটরিস (ওয়াক্ফ)।

নওনেহাল  শিশুদের পরিমিত বৃদ্ধি ও বিকাশে টনিক হিসাবে কাজ করে। হামদর্দ নৌনেহাল বিশেষভাবে শিশু ও শিশুদের জন্য তৈরি। এটি সম্পূর্ণরূপে অ্যালকোহল এবং রাসায়নিক মুক্ত যা তাদের সূক্ষ্ম সিস্টেমের জন্য।

ভুমিকা : নওনেহাল ( NAUNEHAL) দীর্ঘদিনের বৈজ্ঞানিক গবেষণালব্ধ প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান সমৃদ্ধ।

প্রস্তুত :  নওনেহাল ( NAUNEHAL) আনিসুন, শুলফা বীজ, বড় এলাচ, পুদিনা, যবসহ অন্যান্য উপাদানের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে। এতে কোন কৃত্রিম বা রাসায়নিক উপাদান নেই।

বায়ো কম্বিনেশন ২৫

নওনেহাল ( NAUNEHAL) রয়েছে ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রণ, ম্যাঙ্গানিজ, কপার, ক্লোরিন, জিংক সমৃদ্ধ ওষুধি উদ্ভিদ যা শিশুর পরিমিত বৃদ্ধি ও বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নওনেহাল সাধারণত দুর্বল শিশুদের সুস্থ ও সবল করে তুলে। শিশুদের নরম ও কোমল পরিপাকতন্ত্রকে শক্তিশালী ও সক্রিয় করে এবং ভিটামিনের অভাব পূরণ করে।

আরও পড়ুন –  শিশুর খাবারে রুচি নেই

নওনেহাল ( NAUNEHAL) এ বিদ্যমান পুদিনার সক্রিয় উপাদান ম্যানথল, যা বদহজম, পেট ফাঁপা ও ডায়রিয়া প্রতিরোধে সহায়তা করে। আনীসুন তেল শিশুর পেট ফাঁপা, পেট ব্যথা, খিঁচুনীসহ বমি ও বমিভাব দূর করে। কাজেই নওনেহাল পেটের যাবতীয় সমস্যা সমাধান করে শিশুদের দৈহিক বৃদ্ধিসহ বুদ্ধিবৃত্তিক বিকাশ গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে।

নওনেহাল ( NAUNEHAL) উপাদান: প্রতি ৫ মিলি সিরাপে আছে (জলীয় নির্যাস আকারে):

(1) Pimpinella anisum (আনিসূন) ২.৫০ মিগ্রা।

(2) Anethum sowa (শুলফা বীজ) ২.৫০ মিগ্রা।

(৩) Amomum subulatum (বড় এলাচ) ২.৫০ মিগ্রা।

(৪) Mentha arvensis (পুদিনা) ২.৫০ মিগ্রা।

(৫) Pimpinella anisum Oil (আনিসূন তেল) ৩.৫০ মালি।

(৬) Hordeum vulgare (যব/সত্তে জও) ৪০ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত।

আরও পড়ুন – শিশুর উদরাময় বা ডায়রিয়া

কার্যকাতিা : পেট কামড়ানো, ডায়রিয়া, বমি ও বমিভাব, অপুষ্টি, পেট ফাঁপা ও বদহজম, অজীর্ণ, নবজাতক  দাঁত উঠাকালিন শিশুদের যাবতীয় গোলযোগে কার্যকর।

নওনেহাল ( NAUNEHAL)  ঔষধ সেবন বিধি :

৬ মাস বয়স পর্যন্ত : ১/২ চা চামচ (২.৫ মিলি) দৈনিক ৩ থেকে ৪ বার।

৬ মাস থেকে ১ বৎসর বয়স পর্যন্ত : ১ চা চামচ (৫ মিলি) দৈনিক ৩ থেকে ৪ বার।

১ বৎসর ও তদুর্ধ্ব বয়স পর্যন্ত : ১-২ চা চামচ (৫-১০ মিলি) দৈনিক ৩ থেকে ৪ বার। অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুণ।

আরও পড়ুন – কলিক ফর ড্রপস (শিশুদের যেকোন পেটের পীড়ায় কার্যকর)

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত দেখা যায়নি।

বিশেষ সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন।

সংরক্ষণ: আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : এম্বার বোতলে ১০০ মিলি সিরাপ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

 

Warning
Warning
Warning
Warning

Warning.


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev