সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

দুষ্ট স্ফীতি মানবদেহে কি কি ক্ষতি করতে পারে

আরোগ্য হোমিও হল / ৩৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৪ অপরাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ক্যানসার বইয়ের সূচি পত্র

দুষ্ট স্ফীতি মানবদেহে কি কি ক্ষতি করতে পারে

“হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য”

ডাঃ অরবিন্দ সরকার

১) যান্ত্রিক ভাবে (Mechanically) :- চাপ দেয় ও বাধা সৃষ্টি করে। অন্ত্রের ক্যানসারে অন্ত্র অবরুদ্ধ হয়ে যায়। শ্বাসনালীর ক্যানসারে ফুস ফুসের একটি অঙ্গ বন্ধ হয়ে যেতে পারে।

২) কলা (Tissue) :- ধংস করে। যেখানে ছড়ায় সেই অংশের ধ্বংস যজ্ঞ শুরু করে দেয়। জরায়ু মুখের ক্যানসার মুত্র থলিতে গিয়ে বাসা বাঁধতে পারে, নল বন্ধ করে দিতে পারে, ইউরিমিয়া হয়। প্রস্টেট গ্লান্ডের ক্যানসার ছড়ায় হাড়ে, মজ্জা ধ্বংস করে, রক্তাল্পতা হয়।

৩) রক্ত পাত (Hemorrhage) :- উপরের আচ্ছাদক কোষ ভেদ করে ভিতরে বিস্তৃত হয়, রক্ত পড়তে শুরু করে। বড় বড় ধমনী ও ক্ষয়ে যেতে পারে। তার ফলে রক্তপাত সহজে বন্ধ হতে চায়না । রক্তপাতের ফলেই রোগী মারা যায় ।

৪) বীজানু (Virus) :- প্রভৃতি গৌন সংক্রামক ঘটতে পারে, কারণ শরীর দুর্বল হয়, প্রতিরোধ ক্ষমতা কমে যায়। প্রস্টেটের ক্যানসারে মূত্রাশয়ের প্রদাহ, ফুসফুসের ক্যানসারে ব্রঙ্কোনিউমোনিয়া প্রভৃতি হওয়া স্বাভাবিক ।

৫) অনাহার (Aspecxia) :- মুখ, অন্ননালী বা পাকস্থলীর ক্যানসার হলে খাবার অসুবিধা হয় বা খেতে পারে না। বৃহদন্ত্র (Calon) এর ক্যানসার হলে বার বার পাতলা পায়খানা হয়, অন্ত্রের ভগন্দর (Fistula) হয়, খাবার দাবার ঠিকমত বিশোধনের ত্রুটি দেখা যায় ।

৬) যন্ত্রণা (Pain) :-_যখন ক্যানসার বেশ এগিয়ে যায়, সাংঘাতিক যন্ত্রনা হতে পারে। ফলে দুশ্চিন্তা বাড়ে, রাতে ঘুম নষ্ট হয় । প্রথম অবস্থায় সাধারণত বেদনা বোধ থাকে না ।

৭) রক্তে পরিবর্তন (Changes of Blood) :- রক্তাল্পতা । রক্তপাত বিশোধণের ত্রুটির দরুন বা মজ্জা ধ্বংস হয় বলে রক্তাল্পতা হতে পারে। লোহিত কণিকাও বেশী ধ্বংস হয় । রক্তের ঈয়োসিনোফিল (Eosinophil) ও নিউট্রোফিলিক লিউকোসাইট (Neutrophilic Leucocyte) কণিকা তুলনা মূলকভাবে বাড়তে পারে ।

আরও পড়ুন – অন্ত্রের ক্যানসার

৮) কৃষ (Cachexia) :- শুকিয়ে যায়। হাড় জির জির অবস্থা। কেউ কেউ শেষ অবধি মোটাই থাকেন। সংক্রামক, অনাহার, বিশোধনের ত্রুটি, যকৃতে ছড়িয়ে পড়া, দুশ্চিন্তা, যন্ত্রনা,নিদ্রাহীনতা এ সবই শরীর শুকিয়ে যাওয়ার জন্য দায়ী

৯) প্রতিরোধ ক্ষমতা (Ragistance) :- কোন কোন কর্মীর মতে সাধারণতঃ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয় না। কিন্তু এর উল্টো চিন্তাধারাও আছে। কেউ কেউ বলেন, শরীরের প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। প্রমাণ স্বরুপ বলা যায়, লিক্সোমাতে (যেমন- হজকিন্স রোগ ও ক্রনিক লিম্ফ্যাটিক লিউকিমিয়াতে) প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়।

১০) কিডনীর (Kidney’s) :- ক্ষতি হয়। এছাড়া ক্যানসার আরো নানাভাবে শরীরের উপর চাপ সৃষ্টি করে ।

ক) স্নায়ু :- ফুসফুস, পাকস্থলী, স্তন, ডিম্বাশয় প্রভৃতির ক্যানসার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোন জাল (Neurons) ধ্বংস হয় । ক্যানসার স্নায়ুতে পরিব্যাপ্ত না হলেও এটা দেখা গেছে। কেন হয় জানা নেই ।

খ) মাংস পেশী :- স্তনের, ফুসফুসের, বৃহন্দন্ত্রের ক্যানসার প্রভৃতিতে মাংসপেশীর ক্ষতি হয়, শক্তি কমে যায়, মায়োপ্যাথি (Myopathy) হয়। প্রতিরোধ ক্ষমতা কমে যায় বলেই এই অবস্থা দেখা যায় ।

গ) থ্রম্বোসিস :- হার্টে, ফুসফুসে, কিডনীতে থ্রস্বাস বা জমাট বাঁধা কণা বাহিত হয়।

আরও পড়ুন – সিপিয়া Q হোমিওপ্যাথি মাদার টিংচার 

ঘ) রক্ত জমাট বাঁধতে দেরী হয় :- রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া সেটা ব্যাহত হয় বলেই এমনটা ঘটে।

চ) হরমোন :- হরমোনের অস্বাভাবিক হ্রাস ও বৃদ্ধির ফলে নানা ধরনের অসুবিধা সৃষ্টি করতে পারে যেমন রক্তে শর্করার ভাগ কমে যেতে পারে (যকৃতের ক্যানসারে) রক্তে ক্যালসিয়ামের ভাগ বেড়ে যেতে পারে (ফুসফুসের ক্যানসারে) প্রভৃতি ।

ছ) অস্থি : ফুসফুসের ক্যানসারে হাতের আঙ্গুলের গিটগুলো ফুলে উঠে, হাত ও পায়ের গাঁটে যন্ত্রনা হয় ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev