দীঘস্থায়ী লিস্ফোসাইটিক লিউকিমিয়া
হোমিওপ্যাথি চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ডা: অরবিন্দ সরকার
লক্ষণ ও চিহ্ন : সাধারণতঃ মধ্য ও পরিণত বয়সে হয়। বয়সের গড় ৬০ বৎসর বৎসর। পুরুষ-মহিলা ২ ঃ
১/ কুঁচকি, বগল ও গলায় স্ফীতি দেখা দিতে পারে, জ্বর হয় প্রতিদিনই। গা চুলকায়, রক্ত পাত হতে পারে। সাধারণত ভাবে দেহের লসিকা গ্রন্থি গুলি বড় হয়, কোন ব্যথা থাকে না, প্লীহা ও যকৃত বড় হয়। রক্তাল্পতা দেখা দেয়। ক্যানসার কোষ ছড়িয়ে পড়লে এবং অন্যকোন যন্ত্রে চাপ দিলে তজ্জনিত লক্ষণ দেখা যায়। যেমন – শ্বাস কষ্ট, পেটে জল জমা, জন্ডিস প্রভৃতি।
রক্তে শ্বেত কণিকা – ৫০,০০০-২০০,০০০ কিউরিক মিলিমিটার। লিস্ফোসাইট ৯০-৯৯% পরে হিমোগ্লোবিন কমে। মর্জ্জয় লিম্ফয়েড কোষ ভর্তি থাকে। আরোগ্য প্রথম দিকে রোগ ধরা পড়লে শুভ। কিন্ত দীর্ঘদিন হলে সম্ভাবনা হীন।
চিকিৎসা :
রক্ত বিষাক্ত হইয়া পীড়া : এচিনেসিয়া, হিপোজিনিয়াম, পাইরোজিনিয়াম, ব্যাপটিসিয়া, এসিড-কার্বলিক, এনথ্রসিনাম, কোটেলাস-হরি, ল্যাকেসিস, ল্যাট্রোডেকটাস, ল্যাপিস-এলবা, এসিড মিউর, অ্যানডিয়াম।
আরও পড়ুন – ক্যানসার রোগীর স্নান
দুষিত রক্ত পরিশেভিধ করার পর শরীরে যাতে বিশুদ্ধ রক্ত তৈরি হয় : এসিড এসিটিক, গ্রাফাইটিস, সাইক্লোমেন, অষ্টিয়া ব্যাজিনিয়া, নাটপ্রাম মিউর, লেসিথিন, পালসেটিলা, ফেরাম মেটালিকাম, ক্যালি কার্ব, চায়না, ক্যালকেরিয়া ফস, ফেরাম ফস, কেলি ফস, নাট্রাম ফস, ন্যাট্রাম সালফ, সাইলিসিয়া, ফস, নাট্রিক এসিড, আর্স নাই, ব্যারাইট আইড, পিকরিক এসিড, থুজা।
ন্যাট্রাম মিউর (Natrum Mure) : ইহা হয় অঙ্গিকার পূর্ন আরো নিরাময়কারী ঔষধ ঐ প্রকার রোগে – Addison’s or leukemia and cachexia যাহা কখন Exophthalmic Gaiter এর এক সঙ্গে হয়। (ডা লিলিয়েন্থাল)।
ন্যাট্রাম সালফ (Natrum Sulf) : আমার অভিজ্ঞতায় ন্যাট্রাম সালফ শক্তিশালী আরোগ্যকারী-লিউকেমিয়ার জন্য। (ডাঃ বেলোকোশী)।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।