সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন

দাঁত এবং মাড়ি (Teeth and Gums)

আরোগ্য হোমিও হল / ২৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৬:২৩ অপরাহ্ন
জ্বর লক্ষণ (Febrile Symptoms)
বায়োকেমিক রেপার্টরী সূচী পত্র

দাঁত এবং মাড়ি (Teeth and Gums)

বায়োকেমিক রেপার্টরী।

ডাঃ আবু হোসেন সরকার।

 

 

দাঁত এবং মাড়ি (Teeth and Gums)

গরম দ্রব্য খাবার পর দাঁতের যন্ত্রণা হয়—ফেরাম ফস ।

গর্ভাবস্থায় দাঁতের যন্ত্রণা বাড়ে—ক্যালকেরিয়া ফস ।

ধোঁয়া লাগিলে দাঁতের যন্ত্রণার উপশম—নেট্রাম সালফ ।

দাঁতের যন্ত্রণা গরমে বৃদ্ধি—কেলি সালফ ।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

দাঁতের যন্ত্রণা শুইলে বৃদ্ধি—ম্যাগনেসিয়া ফস ।

দাঁতের যন্ত্রণা বিকালে বৃদ্ধি—কেলি সালফ।

দাঁতের যন্ত্রণা খাওয়ার পর বৃদ্ধি—ক্যালকেরিয়া ফ্লোর।

দাঁতের যন্ত্রণা ঠাণ্ডাদ্রব্যে বৃদ্ধি—ম্যাগনেসিয়া ফস ।

দাঁতের যন্ত্রণা রাত্রে বৃদ্ধি—ক্যালকেরিয়া ফস, সাইলিসিয়া ।

স্নায়বিক কারণে দাঁতে যন্ত্রণা—কেলি ফস।

দাঁতের মাড়ি হইতে রক্তস্রাব—কেলি ফস, নেট্রাম মিউর।

দাতের উপর বাদামী ছাপ পাড়—কেলি ফস ।

আরও পড়ুন –  বায়ো কম্বিনেশন ২১ (দাঁত উঠতে বিলম্বিত ও ডায়রিয়া)

দন্তশূলের সহিত লালাস্রাব—নেট্রাম মিউর ।

বাতরোগের জন্য দন্তশূল—ক্যালকেরিয়া সালফ ।

দাঁতের মাড়িতে পূঁজ—সাইলিসিয়া, ক্যালকেরিয়া সালফ ।

দাঁতের মাড়িতে স্ফীতিভাব—ক্যালকেরিয়া ফ্লোর।

দাঁতের মাড়িতে স্ফোটক—কেলি মিউর, নেট্রাম মিউর ।

দাঁতের মাড়িতে ক্ষয়ভাব—নেট্রাম মিউর ।

দাঁতের মাড়িতে স্পঞ্জের ন্যায়—কেলি ফস।

দাঁতের মাড়িতে স্পর্শ অসহিষ্ণু—নেট্রাম মিউর, সাইলিসিয়া।

দাঁতের মাড়িতে রক্তস্রাব—কেলি ফস ।

দাঁতের মাড়িতে যন্ত্রণাদায়ক—ক্যালকেরিয়া ফস, কেলি সালফ ।

দাঁতের মাড়ির প্রদাহ —ক্যালকেরিয়া ফস, কেলি সালফ।

দাঁতের মাড়ি ফোস্কা—নেট্রাম সালফ ।

আরও পড়ুন –  বায়ো কম্বিনেশন ১৮ (পেয়োরিয়া রোগ)

দাঁতের মাড়িতে হইতে সামান্য কারণে রক্তপাত—নেট্রাম মিউর, কেলি ফস ।

দাঁতের এনামেলের অভাব—ক্যালকেরিয়া ফস ।

দাঁতের নালী ঘা বা ফিশ্চুলা —সাইলিসিয়া ।

দাঁত উঠিতে কষ্ট—সাইলিসিয়া ।

দাঁত উঠিতে বিলম্ব—সাইলিসিয়া, ক্যালকেরিয়া ফস ।

দাঁত উঠার সময় প্রচুর লালাস্রাব—নেট্রাম মিউর।

দাঁত উঠার সময় জ্বর—ফেরাম ফস। 

পর্যায়ক্রমে দাঁতের যন্ত্রণা ও মাথার যন্ত্রণা—কেলি ফস ।

দাঁতের যন্ত্রণা ঠাণ্ডায় উপশম—ফেরাম ফস ।

আরও পড়ুন –  আর ৩৫ (দাঁত ব্যথা)

দাঁতের যন্ত্রণা জল পানে উপশম—কেলি সালফ, নেট্রাম সালফ।

দাঁতের যন্ত্রনা গরম তরল পদার্থ পানে উপশম—ম্যাগনেসিয়া ফস ।

দাঁত উঠার সময় উদরাময়—ক্যালকেরিয়া ফস ।

দাঁত উঠার সময় তড়কা—ম্যাগনেসিয়া ফস ।

দাঁত উঠার সময় আক্ষেপ—ম্যাগনেসিয়া ফস ।

দাঁতের স্বাভাবিক পুষ্টি না হওয়া–ক্যালকেরিয়া ফ্লোর।

দাঁত নীরক্ত এবং বিবর্ণ—ক্যালকেরিয়া ফস, কেলি সালফ।

দাঁত নড়া—ক্যালকেরিয়া ফ্লোর, নেট্রাম মিউর, সাইলিসিয়া।

দাত খুব লম্বা মনে করা—ফেরাম ফস ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev