রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন

থাইরয়েড ক্যানসার

আরোগ্য হোমিও হল / ৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫৬ অপরাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
যত্ন (THE CARE)

থাইরয়েড ক্যানসার (Thyroid Cancer)

হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য

ডাঃ অরবিন্দ সরকার

দেহের অন্যান্য গ্লান্ডের মত থাইরয়েড গ্লান্ডেরও ক্যানসার হতে পারে। গ্লান্ড ফুলে উঠে, শক্ত হয়ে যায়, গলার অন্যান্য গ্লান্ড ও ফুলতে পারে। বাড়াবাড়ি পর্যায়ে শ্বাস কষ্ট হয়। গিলতে কষ্ট হয়, গলার স্বর পরিবর্তন হয়। তবে থাইরয়েডে গ্লান্ড বড় হওয়া মানেই কিন্ত ক্যানসার নয়। এ্ ক্যানসার বেশী হয় মহিরাদের, পুরুষের দ্বিগুন। একলক্ষ জনসংখ্যা মাত্রা ২-৩ জন থাইরয়েড ক্যানসার এ আক্রান্ত হয়। প্যাপিলারী (২০ থেকে ৪০ বছর বয়সীদের), ফলিকুলার এবং অ্যানাপ্লাষ্টিক প্রধানত এই তিন ধরনের ক্যানসার থাইরয়েড হয়। রোগ সহজে ধরা পরে, সোনোগ্রাম,স্ক্যান এবং সূচ ফুটানো রস সংগ্রহ করে FNAC পরীক্ষা করে ক্যানসারের ধরন বিস্তৃতি ভাল বোঝা যায়।

আও পড়ুন – কেন্ট ৫৯ (গলগন্ড বা থাইরয়েডে কার্যকর)

থাইরয়েড ক্যানসারের চিকিৎসা :-
গ্লান্ড ক্যানসারের বিস্তারিত চিকিৎসাই থাইরয়েড ক্যানসার ভাব।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev