বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন

টার্মিনালিয়া অর্জুনা (Terminalia Arjuna Q) হৃদরোগে কার্যকর

আরোগ্য হোমিও হল / ২০৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩, ৫:৩১ পূর্বাহ্ন
টার্মিনালিয়া অর্জুনা Q

টার্মিনালিয়া অর্জুনা Q
Terminalia Arjuna Q

(হৃদরোগ সংক্রান্ত)

ক্যাটাগরি – বাংলাদেশ।

প্রস্তুত প্রণালী : হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

ক্রিয়া স্থল : হৃদতন্ত্র।

উপাদান : অর্জুনা ও অন্যান্য সহযোগী উপাদনে বাংলাদেশ ফার্মোকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

কার্যকারিতা : হৃদপিন্ডের পীড়া, হৃদস্পন্দন (Heart palpitation) হৃদপিন্ডের দূর্বলতা, বুকের ভিতর ব্যথা করে, অল্প পরিশ্রমে বুকের ভিতর ধড়ফড় করা, শ্বাসকষ্ট, রক্তচাপ, কোন কাজে মন বসে না, পরিশ্রমে অনীহা ইত্যাদি লক্ষণে অত্যান্ত কার্যকর।

আরও পড়ুন – হৃদপিন্ডের ক্যানসার

সেবন বিধি : প্রাপ্ত বয়স্করা ২০ থেকে ৩০ ফোটা অপ্রাপ্ত বয়স্করা ৫ থেকে ১০ ফোটা দিনে তিন বার অথাব রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

পার্শ্বপ্রতিক্রিয়া : টার্মিনালিয়া অর্জুনা Q ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev