রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ

জিহ্বা এবং স্বাদ (Tongue and Taste)

আরোগ্য হোমিও হল / ৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৭:৪১ অপরাহ্ন
জ্বর লক্ষণ (Febrile Symptoms)
বায়োকেমিক রেপার্টরী সূচী পত্র

জিহ্বা এবং স্বাদ (Tongue and Taste)

বায়োকেমিক রেপার্টরী।

ডাঃ আবু হোসেন সরকার।

 

জিহ্বা এবং স্বাদ (Tongue and Taste)

জিহ্বা অপরিষ্কার—নেট্রাম সালফ, কেলি সালফ ।

জিহ্বার অগ্রদেশে ফোস্কা—নেট্রাম ফস, নেট্রাম মিউর, নেট্রাম সালফ ।

জিহ্বার আগায় চুল আটকইয়া আছে মনে হয়—নেট্রাম ফস।

জিহ্বার আস্বাদ টক—নেট্রাম ফস ।

জিহ্বার আস্বাদ কটু—ক্যালকেরিয়া সালফ ।

জিহ্বার আস্বাদ তিক্ত—নেট্রাম সালফ, কেলি মিউর ।

লোহিত বর্ণের জিহ্বা—ম্যাগনেসিয়া ফস ।

মাটির বর্ণের জিহ্বা—ক্যালকেরিয়া সালফ ।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

জিহ্বা পরিষ্কার এবং রসাল—নেট্রাম মিউর ।

জিহ্বা সরের ন্যায় প্রলেপযুক্ত— নেট্রাম ফস ।

জিহ্বা ফাটা ফাটা—ক্যালকেরিয়া ফ্লোর।

জিহ্বা সবুজ বর্ণের—নেট্রাম সালফ ।

জিহ্বা ভিজা বা রসাল—নেট্রাম ফস, নেট্রাম মিউর ।

জিহ্বা সাদা প্রলেপ দ্বারা আবৃত—কেলি মিউর, ক্যালকেরিয়া ফস।

মুখের তামাটে স্বাদ—নেট্রাম ফস ।

জিহ্বার দুইধার সাদা—কেলি সালফ ।

আরও পড়ুন – জিহ্বা-পীড়ার নানা রকম উপসর্গ ও ওষুধ

জিহ্বার দুইধার হলুদ — কেলি সালফ, নেট্রাম ফস ।

জিহ্বা উষ্ণ লালবর্ণের প্রদাহ—ফেরাম ফস ।

জিহ্বা শুষ্ক—কেলিমিউর, কেলিফস, নেট্রামমিউর জিহ্বা মোটা—ক্যালকেরিয়া সালফ ।

জিহ্বা ফেনা ফেনা লালাদ্বারা পূর্ণ—নেট্রামমিউর ।

জিহ্বায় চুল আটকাইযা আছে এমন অনুভব—সাইলিসিয়া,

জিহ্বার স্বাদ লোপ—নেট্রাম মিউর ।

চিত্রিত জিহ্বা—নেট্রামমিউর, কেলিমিউর ।

নেট্রামমিউর ।

জিহ্বা যেন তালুতে আটকাইয়া আছে এমন অনুভব—কেলিফস ।

কথা শিখিতে বিলম্ব হয়—নেট্রাম মিউর ।

আরও পড়ুন – জিহ্বার ক্যানসার

জিহ্বা শক্ত বোধ—ক্যালকেরিয়া ফস, নেট্রাম মিউর।

কথা বলিতে কষ্ট হয়—নেট্রাম ফস ।

জিহ্বায় সাবানের মত স্বাদ—ক্যালকেরিয়া সালফ ।

জিহ্বায় এসিডের স্বাদ—ক্যালকেরিয়া সালফ ।

জিহ্বা রক্তিম-—ফেরামফস, নেট্রাম সালফ ।

জিহ্বা স্ফীতি—কেলিমিউর।

জিহ্বায় পূঁজ সৃষ্টি—ক্যালকেরিয়া সালফ ।

আরও পড়ুন – জিভের পীড়া ও মানসিক লক্ষণ

জিহ্বা শুষ্ক এবং প্রদাহ—কেলিফস ।

জিহ্বার উপর প্রচুর থুথুযুক্ত লালা—নেট্রাম মিউর । থলথলে জিহ্বা—ক্যালকেরিয়া সালফ ।

জিহ্বার ধার দুইটি ক্ষতযুক্ত—কেলিফস ।

জিহ্বার ধার দুইটি ফেনার দ্বারা আবৃত—নেট্রাম মিউর । জিহ্বা ফেনাপূর্ণ—নেট্রাম মিউর

জিহ্বা আঁঠাল নেট্রাম মিউর, কেলিমিউর, কেলিফস ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev