বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

জিহ্বার ক্যানসার

আরোগ্য হোমিও হল / ৪৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৩ অপরাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ক্যানসার বইয়ের সূচি পত্র

জিহ্বার ক্যানসার (Cancer of the Tangue)

“হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য”

ডাঃ অরবিন্দ সরকার

জিহ্বার ক্যানসার (Cancer of the Tangue) : জিহ্বার পাশের দিকে, মধ্যস্থানে বা পশ্চাৎ দিকে প্রথমে একটি আঁচিলের মত কিছু একটা গজিয়ে উঠে। এটি সামান্য ক্ষত হয়, যা আরোগ্য হতে চায়না। ক্রমে সেখানে ছুচ বেধা বা কেটে ফেলার মত যন্ত্রনা আরম্ভ হয়, কখন সিফিলিস জনিত বা দাঁতের ভাঙ্গা অংশের দ্বারা জিহ্বার ক্ষত উৎপন্ন হয়ে শ্রীঘ্র আরোগ্য হতে চায়না। এজন্য বিবেচনার সহিত বিভিন্নতা নির্ণয় করতে হবে।

বায়ো কম্বিনেশন ২৫

জিহ্বার ক্যানসারের লক্ষণ :-
(১) জিভে যা যা সহজে সারেনা।
(২) জিতে আঁচিলের মত কিছু গজিয়ে উঠবে।
(৩) জিভে কোন একটা স্থান শক্ত মত ডেলা মত হয় । ৪) যন্ত্রনা হয়, কানেও ছড়িয়ে পড়ে, লালা পরে । ৫) জিভে পচন ধরে, তখন রক্ত পড়া শুরু করে। ৬) খেতে, গিলতে কষ্ট, উচ্চারন করতে পারেনা । ৭) মুখে দূর্গন্ধ, গলার লসিকা গ্রন্থি দুটি বড় হয় ফুলে ।
(৮) জিভের পিছন দিকে হলে গলার স্বর পরিবর্তন হয় ।

জিহ্বার ক্যানসারের চিকিৎসা : –
ডাঃ কেন্টের মতেঃ – এপিস, আর্স, অরাম মিউর, কার্বো-এ্যানি, এসিড-বেঞ্জ, ক্যালক, কন্টি, কোনি, কোটেল-হরি, কন্ডুরাঙ্গো, হাইড্রাস, কেলি-ফ্লোর, কেলি-আয়োড, ল্যাকে, মিউ-এসি, নাই- এসি, ফাইটো, সিপি, সাইলি, থুজা, সালফ, এলুমেন এবং ফস, কার্বো-এসি।

নারের মতে – এলুমি, এপিস, আর্স, অরাম মিউ, এসিড-বেঞ্জ, ক্যাল্‌ক, কার্বো-এ্যানি, কষ্টি, কোনি, হাইড্রাস, ল্যাকে, মিউ-এসি, নাই-এসি, ফাইটো, সিপিয়া সাইলি, সালফ, কুন্ডুব্যাঙ্গো, খুজা।

ডাঃ লিলিয়েন্থাল এর মতে – এনুমোন, আর্স, কার্বো-এনি, কার্বো- ভেজ, কাষ্টি, কোনি, গ্যালিয়াম-এপার, হাইড্রাস, কেলি-সায়ে, ল্যাকে, মিউ-এসি, নাই-এসি, ফাইটো, সেমগিরি, সিপি, সাইলি, সালফ ।

আরও পড়ুন – হারপিস সিমপ্লেক্স ভাইরাস (ঠান্ডা ঘা)

অরাম মেট :- নাকের ও ঠোঁটের ক্যানসার, জিহ্বা ফোলাসহ স্কিরাস শ্রেণীমত শক্ত, জিহ্বার ক্ষতসহ বিশ্বাস দূর্গন্ধ। মনে সব সময় আত্ম হত্যার ইচ্ছা। পূজ সবুজাভ, শতকর দূর্গন্ধযুক্ত। (অরাম আর্স)।

গ্যালিয়াম-এপারিন :- এটি জিহ্বা ক্যানসারে ব্যবহার হয় যেখানে জিহ্বার উপরে একটা লাম্প জন্মায় অথবা জিহ্বায় গুটিমত বোধ হয়। লাম্প (Lump) বা ডেলামত বস্তুটি খুবই টাটানি যুক্ত, স্পর্শে খুবই বেদনা বোধ এবং রাত্রে অত্যন্ত যন্ত্রনা বৃদ্ধি পায়। ডাঃ- জোন্স মাদার টিংচার ২০ ফোটা মাত্রায় প্রত্যহ তিন ঘন্টা অন্তর দিতে বলেছেন। আমাদের দেশে আরো কম করে দেওয়া উচিত ।

কেলি-সায়ানেটাম (kali-Cyanatum) :- জিহ্বার ক্যানসারে পাশ গুলি শক্ত ফোলা উঁচুমত ও গুটি গুটি মত, কথা অস্পষ্ট, যন্ত্রনার জন্য চিবাতে পারে না । শক্তি ৬,১২,৩০।

মিউরেটিক-এসিড (Muratic Acid) :- জিহ্বার ক্যানসারে গভীর ক্ষত, চারিদিকে কালচে রং এবং ধারগুলি উল্টান মত, শক্ত
ডেমী জিহ্বার পার্শ্বে, খুব গভীরে উৎপন্ন হয়। আঁচিলযুক্ত ক্ষত হেতু কথা বলা কষ্টকর। শক্তি-৬, ১২, ৩০, ২০০।

এলুমিন (Allumen):- জিহ্বায় ফিরাস জাতীয় শক্ত ফোলা, সুই ফুটানো যন্ত্রনা বৃদ্ধি জিহ্বার মাথায়, মুখে ক্ষত বিস্তার। (ক্লার্ক)।

জিহ্বার টি শক্ত, দৃঢ় মূলে ক্ষত, জিহ্বার স্কিরাস শক্ত ফোলা । (টি, এস, লায়ার)।

এপিস মেল (Apis-Mel):- জিহ্বার ক্যানসার । শক্ত, বাহিরে ঠেলে দেওয়া জিহ্বা ঝুলে থাকে । (ক্লার্ক)।

জিহ্বার কার্সিনোমা । ক্যানসারে ব্যাথা। তীব্র যন্ত্রনা যেন কোন পোড়া লাল সুই বিদ্ধ করা হয়। অবসতাসহ উজ্জ্বল লাল রং এর পরিবর্তন। বিশেষতঃ জিহ্বার কার্সিনোমায় বেদনা লাঘবের জন্য ব্যবহৃত হয়। (এফ, জে, মাস্টার)।

জিহ্বার ক্যানসারে মুখগহ্বরে শ্লৈষ্মিক ঝিল্লির উজ্জ্বলতা, লাল চক ঢকে এবং ইউভূলা ফোলা । (বরিক)।

আরও পড়ুন – হেক্লা লাভা ৩x (দাঁত ও মুখ গহ্বরে কর্যরী)

আর্সেনিক (Arsenic) :- জিহ্বার ক্যানসার। জিহ্বাতে প্রচন্ড জ্বালা। জিহ্বার গোরা ফোলা বাহিরে ও ভিতরে দিকে। জিহ্বা শুষ্ক, রুগ্ন, লাল, জিহ্বার মাথায় গোটা গোটা, সীসার ‘রং । জিহ্বার কিনারা লাল, দন্তের দাগ, জিহ্বার পঁচন, জিহ্বার উপর আগুনে পোড়া দাগ । (টি, এস,লায়ার)।

জিহ্বার ক্যানসার। আর্সেনিক ব্যবহার করা যায়, তখনই যখন গাড়ী দিয়ে সহজে রক্ত পড়ে। জিহ্বা নিলচে, সাদা প্রলেপ। জিহ্বা পাল অথবা তামাটে, কালো, ফাটা এবং কম্পন। বোধহীন জিহ্বা, যন্ত্রনা দায়ক, স্বাদহীন তীব্র দুর্গন্ধ। ভীষন সুন্ধ জিহ্বা ও মুখমন্ডল, প্রচন্ড তৃষ্ণা। পুনঃ পুনঃ পানি পান করে কিন্তু পরিমানে অল্প। (টি,এস,লায়ার)।

অরাম মেটালিকাম (Arum- Metalicum) :- নিচের ঠোঁট নাক এবং জিহ্বার ক্যানসার। জিহ্বা স্কিরাস জাতীয় শক্ত ফোলা। জিহ্বা ক্ষতসহ নিস্বাসে দূর্গন্ধ। সাব ম্যাক্সীলারী গ্লান্ড যন্ত্রনা সহ ফোলা ।

অরাম-মিউরেটিকাম ( Arum Muriaticum) :- যন্ত্রনা, হলদে, অম্ল স্বেত প্রদর, হৃদপিন্ডের লক্ষণ, গ্লান্ড আক্রান্ত জিহ্বায় এবং প্রজনন যন্ত্রে আঁচিল। স্কেলেরোটিক এবং এক্সডেটিভ ডিজেনারেশন অব দা নার্ভাস সিস্টেম। মালটিপল স্কেলেরোসিস এন্ড মরভস(Morvon’s) ডিজেজ । শক্তি- ২x।

অরাম-মি : সাইকোটিক আরোগ্যদায়ক। যা পুরাতন কোন স্রাব পুনঃ আনয়ন করে। জরায়ুর মুখ থেকে আবহাওয়া জনিত রক্ত বন্ধে ক্লান্তি সহ মূল্যবান যে কোন কাজে অনিহা। ফ্রোন্টাল সাইনাস এবং কপালের বাম পার্শ্বে তীব্র সুই ফোরা যন্ত্রনা । ক্যানসারে জিহ্বা চামড়ার মত শক্ত । গ্লোলোসাইটিস শক্ত ।

কার্বো-এ্যানিমা (Carbo-Anima) :- জিহ্বার ক্যানসার। জিহ্বার গ্রন্থি শক্ত যন্ত্রনা দায়ক ফোস্কা জিহ্বার মাথায় এবং পার্শ্বে। জিহ্বার মাথায় যন্ত্রনা এবং মুখগহবর কাচাঁ। স্বাদ তিতা বিশেষ করে সকালে । (টি, এস, লায়ার)।

কার্বো-ভেজিটাবিলিস (Carbo – Vagetabilis) :- জিহ্বার ক্যানসার এবং গ্লোসাইটিস। জিহ্বা শক্ত, ভারী, কথা বলতে কষ্ট, জিহ্বার আগা কাঁচা এবং শুস্ক । জিহ্বা কাল হয় । খাবার পূর্বে এবং পরে স্বাদ তিতা; লবনাক্ত । (টি, এস, লায়ার)।

জিহ্বার ক্যানসারে যখন লালা ভীষন ঝরে, প্যারেটিড গ্রান্ড ফোলা জিহ্বা নাড়াতে পারে না, কথা বলতে কষ্ট। জিহ্বা অত্যাধিক স্পর্শাসহিষ্ণু এবং কাঁচা । (টি, এস, হনি) ।

আরও পড়ুন – র‌্যাক্স নং- ৮৮ (মুখের আলসার)

কস্টিকাম (Causticum) :- জিহ্বার ক্যানসার। কথা বলা যন্ত্রের পক্ষাঘাতের জন্য কথা বলতে অক্ষম। জিহ্বার মাথায় যন্ত্রনা দায়ক ফোস্কা। তোতলামি, কষ্টকর এবং অস্পষ্ট কথা। জিহ্বার দুই পার্শ্বে সাদা প্রলেপ, মাঝখানে লাল। (টি, এস. লায়ার)।

সাইট্রাস-ভালগারিস (Citrus Vulgaris):- দুর্বলতা, পুরাতন রিউমেটিজম এবং রক্ত স্রাবে ব্যবহার্য। যে কোন প্রকার শোথ এ সাইট্রিক এসিড এবং লেমনজুস উপকারী। ১ টেবিল চামচ ৩-৪ ঘন্টা অন্তর। জিহ্বার ক্যানসারের যন্ত্রনায় স্থানীয়ভাবে ব্যবহার করতে হবে। ১ ড্রাম ঔষধ ৮ আউন্স জলে মিশিয়ে মুখ ধৌত করতে হবে, যন্ত্রনা কমে যাবে।

ক্রোটেলাস-হরি (Crotalus-Hori) :- জিহ্বার ক্যানসারে প্রধানত রক্ত স্রাবের প্রবনতা। মুখে গলিত ক্ষত, যন্ত্রনা ও রক্তাক্ত লালস্রাব । (লিলিয়েন্থাল) কন্ডুরাঙ্গো (condurango):- জিহ্বার ক্যানসার। ছোট ফোস্কা জিহ্বার ডান পার্শ্বে। কিনারার দিকে উপরের আভরন যন্ত্রনা যুক্ত।(ক্লার্ক)।

জিহবার ক্যানসারে যখন জিহ্বা পড়ে যায় এবং চোয়াল যখন আটকাইয়া যায় এবং ভীষন যন্ত্রনা থাকে তখন তার মুখ ধোয়ানের জন্য ২০-৩০ ফোটা ক্যালেন্ডুলা – Q, ৮ আউন্স জলে মিশিয়ে দিতে হবে। ঐ জলে বার বার মুখ ধোয়ালে দুর্গন্ধ এবং যন্ত্রনা লাঘব হবে।

হাইড্রাসটিস (Hydrastis) :- জিহ্বার ক্যানসার, টিউমার এবং শক্ত তালু যা স্পর্শে বেদনা। কিছুটা স্থিতি-স্থাপক যা রক্ত স্রাবের জন্য প্রভাবিত এবং দূর্গন্ধ বস্তু স্রাব। (ক্লার্ক)ভ

ল্যাকেসিস (Lacesis) :- জিহ্বার কম্পন যখন বাহিরে আসে অথবা দাঁতের পিছনে যায়। জিহ্বা ফোলা, সাদা প্রলেপ যুক্ত উঁচু উঁচু গোটা, সুস্ক, লাল ফাটা মানচিত্রের মত। শুকনা কালো এবং কর্কশ। অধিকতর জিহ্বার মাথায় ফোস্কা । (টি, এস, লায়ার) জিহ্বার ক্যানসারে এটি বিশেষ সুপারিশ করা হয়। (টি, এস, হনি)।

নাইটিক-এসিড (Nitric acid) :- জিহ্বার ক্যানসার। জিহ্বা স্পর্শ কাতর। সামান্য খাদ্যেও তীব্র যন্ত্রনা দায়ক। সাদা শুষ্ক বিশেষতঃ সকালে। জিহ্বায় সবুজ প্রলেপ টাইলাইজাম (Ptyalism) সহ। গভীর, শুকনা ফাটা, এবরো থেবরো প্রকৃতির । জিহ্বার কিনারায় শক্ত, চট্ চটে শ্লেষ্মা যুক্ত ক্ষত । (টি, এস, লায়ার)।

আরও পড়ুন – এইচ আর – ৬০ (মুখে ঘা, আলসার ঘা চিকিৎসায় কার্যকর)

ফাইটোলেক্কা (Phytolecca) :- জিহ্বার ক্যানসার। আগুনের মত লাল জিহ্বা। হলুদ প্রলেপ সামনে এবং শুকনা মোটা প্রলেপ জিহ্বার পিছনে দিকে । জিহ্বা গরম, অমসৃন, কোমল এবং আগায় তীব্র যন্ত্রনাদায়ক। পারদ ঘটিত ঘায়ের মত ক্ষুদ্র ক্ষুদ্র ঘা। মোটা জিহ্বা বাহিরে ঝুলে থাকা, জিহ্বার পিছনে যন্ত্রনা অনুভব। (টি, এস, লায়ার)।

সেমপারভাইভাম-টি (Sempervivum-T) :- ক্যানসারাস টিউমার। স্কিরাস জাতীয় শক্ত, দৃঢ় জিহ্বা। জিহ্বায় কার্সিনোমা । সহজে রক্ত স্রাব, বিশেষতঃ রাতে। জিহ্বা ক্ষতে ভর্তি। চুড়ি বিদ্ধের মত যন্ত্রনা । মুখমন্ডল কোমল । (বরিক)।

এটি জিহ্বার স্কিরাস ক্যানসারে বিশেষ আরোগ্য দায়ক। জিহ্বার পার্শ্বে যখন নালী ঘা, অত্যন্ত ক্ষত এবং যন্ত্রনা দায়ক। (ডাঃ চুগা)।

এটি জিহ্বার স্কিরাস ক্যানসারে প্রয়োজন হয় যেখানে জিহ্বার পার্শ্ব ক্ষতযুক্ত হয়, অত্যন্ত টাটায় ও যন্ত্রনা যুক্ত হয় । সমগ্র মুখমন্ডল খুবই ব্যাথাযুক্ত ও স্পর্শকাতর। এই প্রকার ক্ষেত্রে সেমপার ভাইরাম ২x, ৫ ফোটা ৩ ঘন্টা অন্তর প্রয়োগ উপকারী ! বাহ্য প্রয়োগের জন্য ১ ড্রাম টিঞ্চার সহ ২ ড্রাম গ্লিসারিন মিশিয়ে প্রয়োগ । (কেন্ট)।

সিপিয়া (Sepia) :- জিহ্বার ক্যানসার। যদি ক্ষত বা আঁশযুক্ত ফোসকা থাকে তখন খুবই যন্ত্রনাযুক্ত । জিহ্বায় সাদা প্রলেপ । স্বাদ তিতা, লবনাক্ত, পচা এবং অপ্রীতিকর। খাদ্যের স্বাদ লবনাক্ত।

সাইলিসিয়া (Silicea) :- জিহ্বার ক্যানসার। সকালে রক্তের স্বাদ, সাবান, সাবান জলের ফেনা, তিতা, গলায় মোটা শ্লৈষ্মিক ঝিল্লীসহ। পচা ডিমের স্বাদ, জিহ্বায় চুলের অনুভূতি। জিহ্বার এক পাশ ফোলা । জিহ্বার ডান কিনারায় ঘা ঐ পাশ দিয়ে খেলে প্রচুর পুজ স্রাব হয় । জিহ্বার কার্সিনোমা । (টি, এস, লায়ার)।

জিহ্বার কার্সিনোমা। ছাল ছাড়ানো, একপাশ ফোলা জিহ্বা। জিহ্বায় ঘা ডান কিনারায় এর দ্বারা খায়, প্রচুর পূজ সাব হয়। তীব্র দূর্গন্ধ নিশ্বাস বিশেষ করে সকালে। জিহ্বায় চুলের অনুভূতি । (ক্লার্ক)।

জিহ্বা ও ঠোঁটের ক্যানসার। এটি পরিক্ষীত ঔষধ, যা এই রোগে সম্পূর্ন আরোগ্য দিতে পারে । (টি, এস, হনি)।

ভাইবারনাম-প্রুনিফোলিয়াম (Viburnum-Pruni folium) : ফাওলার, এই ঔষধে দুটি ক্যানসার রোগ আরোগ্য করেছে। (ডাঃ চূগা)।

আরও পড়ুন – শিশুর মুখ দিয়া জল উঠে

ক্যালেন্ডুলা (Calendula) :- জিহ্বার ক্যানসার। যখন জিহ্বা পড়ে যায় এবং চোয়াল শক্তভাবে আটকাইয়া যায়। যন্ত্রনাসহ মুখজ্বলে যায়। তিনি মুখ ধূইতে বলেছেন ২০-৩০ ফোটা ক্যালেন্ডুলা মাদার ৮ আউন্স পরিস্কার জলে মিশিয়ে দ্রাবন তৈরী করে বার বার, কারণ তীব্র দূর্গন্ধ এবং বিরক্তিকর গন্ধ তাহার মুখ হইতে দূরীভূত করার জন্য ।

কেলি-সায়ানেটাম (Kali-cyanatum) :- জিহ্বার ক্যানসার এবং অধিকতর স্নায়ুবিক যন্ত্রনাদায়ক এই ঔষধ দিয়ে ফলদায়ক হবে। জিহ্বার ঘা, শক্ত কিনারসহ, কথা বলতে কষ্ট। কথা বলার শক্তি হারায় কিন্তু বুদ্ধিমত্তা অক্ষত । (বরিক)।

ক্যানসার নালী ঘা জিহ্বার ডান পাশে, ঠোঁটে এবং মুখগহ্বরের ঝিল্লীর। মুখে হালকা ফেনা। একটি অদ্ভুত ক্ষারকীয় স্বাদ মুখে ফিটকারীর মত অথবা সবুজ তুতের মত । জিহ্বা অদ্ভুত অন্ধকারাচ্ছন্ন ভূমি দেখতে অত্যাধিক সাদা প্রলেপের মধ্যে। কথা বলার শক্তি হারায়, কিন্তু বুদ্ধিমত্তা অক্ষত । (ক্লার্ক)।

গ্যালিয়াম-এ্যাপারিন (Galium – Aparine) :- এটির রয়েছে সুনির্দিষ্ট কাজ আলসারেটেড ক্যানসার এর উপর এবং জিহ্বার গোটা জাতীয় টিউমার এর উপর । (এফ, যে, মাষ্টার)।

ক্যানসার যুক্ত ক্ষত এবং জিহ্বার উপরে গাঁটযুক্ত অর্বুদে ইহার সিদ্ধিপ্রদ ব্যবহার সম্বন্ধে চিকিৎসা ক্ষেত্রে প্রমান পাওয়া যায় । ইহার তরল ক্কাথ : অর্ধ ড্রাম করিয়া মাত্রা সমূহ এক পেয়ালা জল বা দুধের সহিত দৈনিক ৩ বার সেব্য । (বরিক)।

ইহা প্রখ্যাত নিরাময়কারী ক্যানসার এর জন্য যাহা দেওয়া যায় বাহিরে এবং ভিতরে। ইহা আরোগ্য করে নডুলেটেড টিউমার জিহ্বার যদি ক্যানসার রোগ নির্ণয় করা হয়। (ক্লার্ক)।

জিহ্বার নডুলেটেড ক্যানসার, কোমল স্পর্শে এবং রাত্রে খুবই যন্ত্রনা দায়ক। (ডাঃ চুগা)।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev