শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন

জওয়ারিশ যরঊনী–Zawarish Jarouni মূত্রতন্ত্রের যাবতীয় গোলযোগ নিরাময়ে কার্যকর

আরোগ্য হোমিও হল / ১৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন
জওয়ারিশ যরঊনী–Zawarish Jarouni
জওয়ারিশ যরঊনী–Zawarish Jarouni

জওয়ারিশ যরঊনী–Zawarish Jarouni মূত্রতন্ত্রের যাবতীয় গোলযোগ নিরাময়ে কার্যকর

ক্যাটাগরি : মূত্রতন্ত্র ও কিডনি রোগে কার্যকরী (ইউনানী ঔষধ)।

ঔষধের বিবরণ দেখুন

জওয়ারিশ যরঊনী (Zawarish Jarouni)।

ব্যবহার :  কিডনীর ব্যথা, কিডনীর পাথর, মূত্রকৃচ্ছ্রতা, কোমর ব্যথা, মূত্রাশয়ের পাথর ইত্যাদিতে ব্যবহার করা হয়।

কর্যকরিতা : মূত্রতন্ত্রের যাবতীয় গোলযোগ নিরাময়ে কার্যকরী।

বায়ো কম্বিনেশন ২৫

ঔষধের বর্ণনা : জওয়ারিশ যরঊনী (Zawarish Jarouni) ঔষধটি মূত্রতন্ত্রের যাবতীয় গোলযোগ নিরাময়ে কার্যকরী ইউনানী ওষুধ। জওয়ারিশ যরঊনী (Zawarish Jarouni) ঔষধটি মূত্রতন্ত্রের শক্তি ও কার্যক্ষমতা বৃদ্ধি করে, মূত্রতন্ত্রের অসার পদার্থ ও মূত্রাশয়ের পাথর অপসারণ করে মূত্র নিঃসরণ স্বাভাবিক করে। জওয়ারিশ যরঊনী (Zawarish Jarouni) কিডনীর ব্যথা ও কোমর ব্যথায় অত্যন্ত কার্যকরী।

আরও পড়ুন – এন – ২৭ (কিডনীর পাথরের ড্রপস)

উপাদান: প্রতি ৫ গ্রামে আছে-

(1) Daucus carota seed (গাজর বীজ) ১০৩.৪৫ মিগ্রা।

(2) Cucumis melo seed (খরমুজ বীজ) ১০৩.৪৫ মিগ্রা।

(3) Foeniculum vulgare (মৌরি) ১০৩.৪৫ মিগ্রা।

(4)Trachyspermum ammi (জৈন) ১০৩.৪৫ মিগ্রা।

(5) Crocus sativus (জাফরান) ১৭.২৫ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত ।

আরও পড়ুন – কিডনীর ক্যানসার

ঔষধ সেবনবিধি : ১ বা ২ চা চামচ দৈনিক  সকালে ও রাত্রে (২ বার )অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

আরও পড়ুন – এন – ১৮ (কিডনী ও ব্লাডার ড্রপস)

বিশেষ সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔষধ সংরক্ষণ : আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্লাস্টিক কন্টেইনারে  রয়েছে ১০০ গ্রাম ঔষধ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev