শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

জওয়ারিশ তমর হিন্দী – Jowarish Tamar hindi বমিরোধক, রুচিবর্ধক এবং হজমকারক

আরোগ্য হোমিও হল / ২২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১:৩৮ অপরাহ্ন
জওয়ারিশ তমর হিন্দী – Jowarish Tamar hindi

জওয়ারিশ তমর হিন্দী – Jowarish Tamar hindi বমিরোধক, রুচিবর্ধক ও হজমকারক

ক্যাটাগরি :  বমি ও বমিভাব রোধক, ইউনানী মহৌষধ ঔষধ।

ঔষধধের  বিবরণ দেখুন

জওয়ারিশ তমর হিন্দী (Jowarish Tamar hindi)

কার্যকারিতা : বমিরোধক, রুচিবর্ধক ও হজমকারক ইত্যাদি।

প্রস্তুত প্রণালী : তেতুল, আগর কাঠ, ছোট এলাচ, বড় এলাচ, পুদিনা, জায়ফল, লবঙ্গ ইত্যাদি উদ্ভিজ্জ উপাদানের সমন্বয়ে প্রস্তুত ইউনানী ঔষধটি প্রস্তুত করা হয়েছে।

ঔষধটির নির্দেশনা : বমি ও বমিভাব, হৃদকম্প, পিত্তজনিত ডায়রিয়া ইত্যাদি।

বায়ো কম্বিনেশন ২৫

 

ঔষধের বর্ণনা : জওয়ারিশ তমর হিন্দী (Jowarish Tamar hindi) ঔষধটি পরিপাকতন্ত্রের শক্তি ও কার্যক্ষমতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতায়  অত্যন্ত কার্যকরী। ইহা এতে ব্যবহৃত তেতুল বমিরোধক ও রুচিবর্ধক। আগর কাঠ লিভারের গোলযোগ দূরকারক, পাকস্থলীর শক্তিবর্ধক, স্নায়ু শক্তিবর্ধক। ছোট এলাচ হজমকারক, বায়ুনাশক ও বমি প্রতিরোধক। বড় এলাচ রুচিবর্ধক, পিত্তরস নিঃসারক, লিভারের প্রতিবন্ধকতা অপসারক। পুদিনা বমি ও বমিভাব দূরকারক এবং হজমকারক ইত্যাদি ।

আরও পড়ুন –  আর ৫২ (বমি বমি ভাব)

 উপাদান: প্রতি ৫ গ্রামে রয়েছে-

(1) Tamarindus indica (তেতুল) ১.৩৩ গ্রাম।

(2) Aquilaria agallocha (আগর) ৩৩.৫০ মিগ্রা।

(3) Elettaria cardamomum (ছোট এলাচ) ৩৩.৫০ মিগ্রা।

(4) Amomum subulatum (বড় এলাচ) ৩৩.৫০ মিগ্রা।

(5) Mentha arvensis (পুদিনা) ৩৩.৫০ মিগ্রা।

(6) Syzigium aromaticum (লবঙ্গ) ৩৩.৫০ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত।

আরও পড়ুন –  র‌্যাক্স নং- ৭৫ (অরুচি এবং বমি)

ঔষধ সেবনবিধি : ১ থেকে ২ চা চামচ দৈনিক ২ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই ।

বিশেষ সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন।

ঔষধ সংরক্ষণ : আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্লাস্টিক কন্টেইনারে ১০০ গ্রাম ঔষধ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev