শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন

গ্রাফাইটিস (চর্ম রোগের জন্য)

আরোগ্য হোমিও হল / ১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৬:৩৩ পূর্বাহ্ন

Graphites
অয়েন্টমেন্ট
চর্ম রোগের জন্য

ভুমিকা : গ্রাফাইটিস একটি জেনেরিক নাম। এটি হোমিওপ্যাথিক অয়েন্টমেন্ট। যা যে কোন প্রকার চর্মরোগে কার্যকর। এটি ইন্ডিয়ান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

উপদান : গ্রাফাইটিস, ভেসলিন, লিকুইড প্যারাফিন, স্ট্যারিক এসিড ইত্যাদি।

কার্যকারিতা : একজিমা, দাউদ, খোস পাঁচড়া এবং অন্যান্য চর্মরোগে কার্যকর। কাটা ঘা এবং পুরাতন ক্ষত ইত্যাদি রোগে খুব ভালভাবে কাজ করে।

ব্যবহার বিধি : শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। আত্রন্ত স্থানে পরিস্কার করে প্রতিদিন ৩ থেকে ৪ বার ব্যবহার করতে হবে।

পার্শ্ব প্রতিক্রিয়া : কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

সতর্কতা : আলো বাতাস সুগন্ধ-দুগন্ধ হতে দুরে শিশুদের নাগালের বাইরে ঠান্ডা ও শুস্ক স্থানে রাখুন। ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করুন।

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev