গলার ক্যানসার (Throat Cancer)
“হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য”
ডাঃ অরবিন্দ সরকার
গলার ক্যানসার ততক্ষণ আরোগ্য সাধ্য যতক্ষণ গলার গ্লান্ড সমূহ বেশীভাবে জড়িত না হয়ে পড়ে এবং রোগী খাদ্য ও ঔষধ গিলে খেতে পারে। চিকিৎসক গলার উপর হাত রাখলেই গলায় গ্রান্ড সমূহের স্ফীতি ও তাদের আকার অনুভব করিতে পারবে। গলায় তীব্র তীর বিদ্ধবৎ যন্ত্রনা, গলাটা ভর্তি বোধ, গিলতে কষ্ট, স্বাসে দুর্গন্ধ, জিহ্বায় ময়লা হলদে কোটিং আর ঐ হলদে কোটিং এর নিচে গাঢ় লাল বর্ণের দেখা যায়। রোগ নির্ণয় করা বেশী কষ্ট সাধ্য নয়। এন্ডোসকপিক টেষ্ট এর দ্বারা রোগ সঠিক নির্ণয় করা যায়।
গলার ক্যানসারের চিকিৎসা :-
ডাঃ কেন্টের মতে- কার্বো-এ্যানি, লিডাম- ট্যারেন্টুলা ।
নারের মত :- গলা ও ফেরিংসের ক্যানসার স্কিারাস-কার্বো-এ্যানি। ল্যারিংস-আর্জ-নাই, ক্যালক, হিপার, মার্ক-কর, নাই-এসি, থুজা, ব্যারাই-কার্ব।
ফাইটোলেক্কা :– স্তনের স্কিরাস ক্যানসার, ঠোঁটের ও মুখের ক্যানসার। ডাঃ জোন্স বলেন আমি ক্যানসার চিকিৎসায় অতি মূল্যবান ঔষধ বলে মনে করি। এটি বেশী স্তনের ক্যানসারে ব্যবহৃত হয়। স্তনটি শক্ত যেন জমা মাখন, যন্ত্রনাপ্রদ কালচে লাল বর্ন। আমি যখন ব্যবহার করি এর টিংচার ৫ ফোটা মাত্রায় ৩ ঘন্টা অন্তর ব্যবহার করি। গলার ক্যানসারে সব ঔষধ অপেক্ষা শ্রেষ্ঠ। জরায়ুর ফাইব্রয়েড টিউমার বসিয়ে দিতে এটি অদ্বিতীয়। জরায়ুর ক্যানসারে এর আরোগ্য ক্ষমতাকে সর্বদাই বিশ্বাস করি। শক্তি- ১x, ৩, ৬, ৩০, ২০০ থেকে উচ্চতর।
আরও পড়ুন – শিশুর ডিপথিরিয়া
পাইজেলিয়া :- ইসোফেগাস ক্যানসার। পাইলোরাস অথবা রেকটামের ক্যানসার, ঐদ্বার সংকুচিত হয়ে যায়। এর সাথে সর্বদা প্রচন্ড চাপ দেওয়া যন্ত্রনা, কোমর থেকে তীরের মত নিচের দিকে পাবনা পর্যন্ত যায়। জরায়ুর ক্যানসার সহ গোটাতল পেটের গহ্বরে চাপ দেওয়া যন্ত্রনা বা নিচের দিকে তীর বিদ্ধবৎ ছুটে যায়। প্রসব দ্বারে জ্বালাযুক্ত উত্তাপ, চাপবোধ, পূর্নবোধ দাড়ালে বৃদ্ধি, নড়াচড়ায় অনিচ্ছা । শক্তি- ৬, ১২, ৩০ ।
ব্যাপটিশিয়া (Baptisia) :- মুখের ক্যানসার ক্ষত । ইসোফেগাসের ক্যানসার। গলার ক্ষতের ভবিষ্যৎ চিহ্ন, যন্ত্রনা হীনতা। ইসোফেগাসে সংকোচন অনুভব, পাকস্থলী পর্যন্ত । তরল খাদ্য গলধঃকরণ করতে পারে। (ক্লার্ক)।
স্পাইজেলিয়া (Spigelia) : – একমাত্র উপযোগী আরোগ্য ইসোফেগাসের ক্যানসারে- স্পাইজেলিয়া । ইসোফেগাসের নালী চিকন আকার ধারন করে, সর্বক্ষন তীব্র যন্ত্রনা এবং চাপবোধ যন্ত্রনা, ধাবিত হয় পিঠে এবং গুলিবিদ্ধের মত যন্ত্রনা উরুতে । (টি, এস, লায়ার)।
আরও পড়ুন – র্যাক্স নং- ৩ (গ্রন্থিপ্রদাহ)
মারকিউরিয়াস ক্রোম (Murcurius-chrom):- ন্যারিংশের ক্যানসার এ, দুষ্ট সিফিলিস গলাতে এবং ল্যারিংসে, পুনঃ পুনঃ মার্কিক্রোম ব্যবহারের জন্য উপদেশ দেন। (ডাঃ গিসোভিউয়াস)।
আর্জেন্টিনাম-নাইট্রিকাম (Argentinum Nitricu :- গলার ক্যানসার রোগি অনুভব করে সেখানে একটি আছে, গলার বেদনা ।
উদাহরণ :- রোগীর নাম- মোসাম্মৎ আরো বেপন, সঙ্গী-স এছাহাক মাতব্বর, গ্রাম- পাণ্ডুয়া ইউনিয়ন, দ পটুয়াখালী সদর, জেলা- পটুয়াখালী, ২০৭-২০০০ ইং সনে আমার নিকট চিকিৎসার জন্য আসেন। তার বার রিপোর্ট পড়িয়া জানলাম Oesophagus এর Squeamus Cancer হয়েছে।
লক্ষণ ছিল :– বাম কর্ণের গোরা হতে পলা পর্যন্ত কোলা, কোন শক্ত খাদ্য গিলতে পারে না। তরল বাদ্য পিপকে গেলেও হ নাক দিয়ে বের হয়ে যায়। লালা পরে। বসি আসে। পাইলে শরীর কাঁপে। বুকের মধ্যে জ্বালা করে। অকাইয়া গেছে। পদার মধ্যে কট কট করে কামড় মারে। স্মৃতি শক্তি হীনতা। কোষ্ট বদ্ধতা ।
আরও পড়ুন – র্যাক্স নং- ৩৫ (টনসিল)
আমি তাকে-নিম্নের ঔষধ প্রদান করি।
Rx- Sulpher – 200/1 dose (BT)
সকালে খালী পেটে খাওয়ার নির্দেশ।
১ম দিন পর-
Baryta Carb-200/1 dram(BT)
১ ফোটা দিনে ২ বার সেব্য।
Spigellia-Q/1 dram(BT)
৩ ফোটা দিনে ৩ বার সেব্য ।
Phytolecca-Q/ 1 dram ৩ ফোটা দিনে ৩ বার সেব্য ।
Conium Q / 1 dram(BT)
৩ ফোটা দিনে ৩ বার সেব্য ।
Acid-nit 6/1 dram(BT)
১ ফোটা দিনে ২ বার সেব্য ।
Cal. Fluor 6x/1 oz(BT)
৪টি বড়ি দিনে ৪ বার সেব্য ।
Mag. phos. 6x/1oz (BT)
৪টি বড়ি দিনে ৪বার সেব্য ।
Cal. Phos 6x/10z(BT)
Kali Phos 6x/10z(BT)
Fer.. Phos 6x/10z(BT)
Nat.. Phos 6x/10z(BT)
প্রতি শিশি হতে- ৩ টি বড়ি দিনে ৩ বার সেব্য ।
এই ঔষধ সেবনের ৭ দিনের মধ্যেই রোগীনি সুস্থ হতে শুরু করেন।
প্রতিমাসে ২ বার রোগীনির সাথে আলাপ করি এবং সে ভাল হবেন এই উৎসাহ দেই।
তিন মাস ঔষধ সেবনে সে সম্পূর্ন সুস্থ হয়ে গেছেন ।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।