রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ

মুখাভ্যন্তর (Mouth)

আরোগ্য হোমিও হল / ৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১০:২৫ অপরাহ্ন
জ্বর লক্ষণ (Febrile Symptoms)
বায়োকেমিক রেপার্টরী সূচী পত্র

মুখাভ্যন্তর (Mouth)

বায়োকেমিক রেপার্টরী।

ডাঃ আবু হোসেন সরকার।

 

মুখাভ্যন্তর (Mouth)

আলজিহ্বার প্রদাহ—ফেরাম ফস, নেট্রাম মিউর ।

আলজিহ্বা ঝুলিয়া পড়া—নেট্রাম মিউর। 

আলজিহ্বার অর্বুদ—নেট্রাম মিউর ।

মুখে জারী ঘা—কেলি মিউর, নেট্রাম মিউর ।

স্তন্যদাত্রীর মুখ ক্ষত—কেলি মিউর ।

মুখের মধ্যে গলিত ক্ষত—কেলি ফস ।

মুখের মধ্যে সাদা ক্ষত—কেলি মিউর ।

মুখে আঠাল মাটির ন্যায় লালা—নেট্রাম সালফ ।

মুখের মধ্যে দূষিত ক্ষত—কেলি ফস, সাইলিসিয়া।

চোয়াল বন্ধ হইয়া যাওয়া—ম্যাগনেসিয়া ফস ।

ঠোঁটের ভিতর ক্ষত–ক্যালকেরিয়া সালফ ।

আরও পড়ুন – মুখমন্ডল, মুখ এবং ঠোটের ক্যানসার

মাড়ীর প্রদাহ—ফেরাম ফস।

মুখের স্বাদ অম্লযুক্ত–নেট্রাম ফস, নেট্রাম মিউর, সাইলিসিয়া ।

মুখের মধ্যে ঘা—কেলি মিউর।

মুখের মধ্যে ঘা (সোহাগা ব্যবহারের জন্য)—–নেট্রাম সালফ ।

মুখের মধ্যে ঘা হইতে লালা নিঃসরণ—নেট্রাম মিউর ।

পিংগলবর্ণের ঘা— কেলিফস।

মুখে তিক্ত স্বাদ—নেট্রাম সালফ, কেলি মিউর ।

মুখের ভিতর ফোস্কা মুক্তার মত—নেট্রাম সালফ, কেলি মিউর।

শ্বাস প্রশ্বাসে অত্যন্ত দুর্গন্ধ—কেলি ফস, নেট্রাম মিউর।

ঠোঁট ফাটা তৎসহ জ্বালা—নেট্রাম মিউর ।

ঠোঁট ফাটা তৎসহ উত্তপ্তবোধ—কেলি সালফ ।

আরও পড়ুন – কেন্ট ৪৭ (মুখের আলসারে কার্যকর)

মুখে বিরক্তিকর স্বাদ—ক্যালকেরিয়া ফস ।

মাড়ির স্ফোটক—ক্যালকেরিয়া ফ্লোর, কেলি মিউর, সাইলিসিয়া।

মাড়ির স্ফোটক হইতে রক্তপাত—ক্যালকেরিয়া সালফ ।

মুখের গ্রন্থি প্রদাহ—নেট্রাম মিউর ।

শিশুদের মুখে সাদা ঘা—কেলি মিউর ।

শিশুদের মুখে হলুদবর্ণের প্রলেপ–নেট্রাম ফস ।

শিশুদের মুখে কোন বেদনাহীন ঘা—ক্যালকেরিয়া ফ্লোর।

শিশুদের মুখে কোন আকুঞ্চিত—ম্যাগনেসিয়া ফস ।

শিশুদের মুখে কোন ফাটা—নেট্রাম মিউর ।

আরও পড়ুন – হেক্লা লাভা ৩x (দাঁত ও মুখ গহ্বরে কর্যকরী)

শিশুদের মুখে ঘা—সাইলিসিয়া ।

ঠোঁট শুষ্ক—কেলি সালফ ।

ঠোঁটের মাঝখানে ফাটা—নেট্রাম মিউর ।

মুখের ভিতর গরম—কেলি সালফ ।

মুখ হইতে লালা পড়া—নেট্রাম মিউর, কেলি ফস ।

মুখের কোন দুইটি ব্যথা—ম্যাগনেসিয়া ফস ।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev