শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

ক্যালি বাইক্রম (Kali Bichrom 12)

আরোগ্য হোমিও হল / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৫:২৮ পূর্বাহ্ন

ক্যালি বাইক্রম -১২

Kali Bichrom -12

সাইনোসাইটিস ও মাথা ব্যাথায় কার্যকর।

ভুমিকা : Kali Bichrom -12 -১২ একটি জেনেরিক নাম। এটি হোমিওপ্যাথিক পটেন্সি ঔষধ। যা সাইনোসাইটিস ও মাইগ্রেন এ অত্যান্ত কার্যকর।

কার্যকারিতা : নতুন ও পুরাতন সাইনোসাইটিস, রাইনাইটিস, মাইগ্রেন, মাথা ব্যাথা ও মাথা ঘোরা, পুরাতান সর্দি স্রাব, স্বাদ ও ঘ্রান শক্তির লোপ পাওয়া এবং ক্যালি বাইক্রম এর অন্যান্য লক্ষণে  ইহা কার্যকর।

আর পড়ুন –  আর ৪৯ (সাইনোসাইটিস, পলিপাস, ক্যাটাহ) 

সেবন বিধি : প্রাপ্ত বয়স্করা ১০ থেকে ১৫ ফোঁটা ঔষধ সামান্য পানিসহ দিনে ৩ বার অপ্রাপ্ত বয়স্করা ৫ থেকে ১০ ফোঁটা অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরার্মশে ব্যাবহার করতে হবে।

সতর্কতা : আলো বাতাস সুগন্ধ-দুগন্ধ হতে দুরে শিশুদের নাগালের বাইরে ঠান্ডা ও শুস্ক স্থানে রাখুন।

 

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev