বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

ক্যান্সার রোগীর খাদ্য

আরোগ্য হোমিও হল / ৬৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৬:৫৪ অপরাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ক্যানসার বইয়ের সূচি পত্র

ক্যান্সার রোগীর খাদ্য

হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য

ডা: অরবিন্দ সরকার

আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে আলোচনা করবো `ক্যান্সার রোগীর খাদ্য“ নিয়ে আজকে জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।

আমরা অনেকে প্রচুর এবং ঘন ঘন মাংস আহার করি। মাংস স্বাভাবিক ভাবে মল আাকারে যথা নিস্কাশন হয় না, ফলে রক্তে পক্রিকের পরিমাণ বাড়ায়। কাজেই ক্যানসার সংক্রান্ত ব্যাক্তি অবশ্যই নিরামেষাশী হবে। সকল প্রাকার ফল, গুটি জাতীয়, সমীম, জাতীয় এবং দুগ্ধজাত খাদ্য খাবে। ঘোল হবে ক্যানসার রোগীর সর্বউৎকৃষ্ট খাবার। দধি খাওয়া যাবে। শ্রেস্ট পানিয় হলো বিসুদ্ধ জল। মাছ, ডিম, দুধ খেলে তা অবশ্যই দুপুরের পূর্বে খেতে হবে। প্রোটিন জাতীয় খাদ্য ঘুমের বেঘাত ঘটায় ডিম না খাওয়াই ভাল কারণ কোষ্ঠকাঠিন্য হতে পারে।

বায়ো কম্বিনেশন ২৫

আবশ্যই রোগীকে সজুজ পাতার রস খাওয়াতে হবে। যেমন – তেলা কচু পাতার, অবহহরের পাতায় রস ১ কাপ থেকে ১ গ্লাস পর্যন্ত প্রতিদিন সকালে খাওয়াতে হবে। প্রচুর ফল খাওয়াতে হবে। এতে রোগীর হজম শক্তি বেড়ে যাবে এবং জীবনী শক্তিও বেড়ে যাবে। তবে টক ফলে মিষ্টি নিশিয়ে খাওয়ান যাবে না। মদ বা এ্যালকোহল, কফি অবশ্যই পরিত্যাজন্য।

আরও পড়ুন – ম্যাগনেশিয়া ফসফোরিকাম

দেহকে বিষমুক্ত রাখার জন্য :
১/ য়িমিত মল ত্যাগে জন্য Epsom Salt ব্যবহার এটি হলো Mag Sulph.
২/ অনশন শুধু গাজরের রস খাওয়ান (মাঝে মাঝে)।
৩/ এক কাপ গরম জলে খানিকটা কাগজীর রস ও লবন দিয়ে দুই বার খাওয়া।
৪/ গভীর স্বাদ গ্রহণ অভ্যাস কিছুক্ষনের জন্য এবং প্রত্যহ ব্যাাম।
৫/ গরম জলে স্নান এবং রেডির তেল ও অলিভ ওয়েল অর্ধেক মিশিয়ে গায়ে পায়ে বেশ ভাল করে ঘর্ষণ করা।
৬/ নিয়ন্ত্রিত ব্যায়াম প্রত্যহ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev