শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন

ক্যানসার ছড়াবার উপায়

আরোগ্য হোমিও হল / ৩৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ক্যানসার বইয়ের সূচি পত্র

ক্যানসার ছড়াবার উপায়

“হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য”

ডাঃ অরবিন্দ সরকার

১/ সরাসরি অনুপ্রবেশ (Infiltration) :- কোষের মধ্যবর্তী অংশ দিয়ে ক্যানসার কোষেরও এমিবার মত গতি আছে। শিষ্ট স্ফীতির কোষের বা সাধারন কোষের কিন্তু কোন গতি নেই। এরা নড়াচড়া করতে পারে না, কারণ একে অপরের সঙ্গে দৃঢ় সংঘবদ্ধ যেন প্লাষ্টার দিয়ে জোড়া ।

২/ লসিকা নালী দিয়ে :- এই নালী দিয়ে সহজেই প্রবেশ করে, নলের মধ্যে দিয়ে ক্রমশ এগিয়ে যায়, পরিব্যাপ্ত হয় অথবা জমাট বেঁধে গিয়ে শ্রোতধারায় এক স্থান থেকে অন্যস্থানে নীত হয় ও সেখানে অবরোধ সৃষ্টি করে (Embolism)।

৩। রক্তবাহী নালিকায় : সরাসরি ঢুকতে পারে বা বক্ষগহ্বরের লসিকানল (Thorasicduct) দিয়ে রক্তের সঙ্গে মিলতে পারে। ৪। ৪।৪/ শ্বাসনালী :- অন্ত্র প্রভৃতি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। মূত্রনালী বেয়ে মূত্রাশয়ে গ্রথিত হয় ।

আরও পড়ুন – স্মায়ুঘটিত টিউমার

৫/ পেটের ভিতর আবরক পর্দার মধ্যে দিয়ে (Serous coat) :- এক স্থান থেকে অন্য স্থানে যেমন ডিম্বাশয় থেকে মলাশয়ের উপর ।

৬/ অন্যত্র গ্রথিত হওয়া : শল্য চিকিৎসার সময় হতে পারে যদি একবার অপারেশন করা যন্ত্রপাতি দ্বিতীয়বার ব্যবহার হয়।

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev