রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ

ক্যানসার এর প্রকার ভেদ

আরোগ্য হোমিও হল / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:১৯ অপরাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ক্যানসার বইয়ের সূচি পত্র

ক্যানসার এর প্রকার ভেদ

“হোমিও চিকিৎসায় কান আরোগ্য”

ডাঃ অরবিন্দ সরকার

যে কোন স্থানে বা যন্ত্রে একপ্রকার গৌলিক পদার্থ জন্মে তা বর্ধিত হয় ও উক্ত বর্ধন মধ্যে নানা প্রকারের অসংযুক্ত নিউক্লিনিয়াসই ক্রমশঃ বর্ধিত হয়ে থাকে। এর দ্বারা লিম্ফেটিক বিধান আক্রান্ত হয়ে নানা স্থানে এক প্রকার নতুন অর্বুদাদি উৎপন্ন ও সেখানে ক্ষত সৃষ্টি করে ক্রমশঃ শরীর দূর্বল করতে থাকে। এতে শরীর শুষ্ক, ক্ষয় এবং দুর্বল হয় এবং রক্ত সঞ্চালনে বিকৃতি সৃষ্টি করে সহজেই শরীরকে নষ্ট করে।

যে সৌত্রিক পদার্থ জমে এবং বর্ণিত হয় তা প্রকারভেদে নিন্মের অবস্থায় দেখান হলো :-

১। স্কিরাস (Scirrhus):- এই প্রকার ক্যান্সার স্ত্রীলোকদের স্ত নে, জরায়ুতে,স্ত্রী ও পুরুষ উভয়ের পাকস্থলী, সরলান্তে, চর্মে দেখা যায়। এটি খুবই শক্ত ও দৃঢ় অস্ত্রের দ্বারা কাটলে ঈষৎ নীল বর্ণ
দেখা যায় ।

২। মেডুলারী অথবা এনসেফেলয়েড (Medullary or Encephaloid) :- এটিকে কাটলে মস্তিষ্কের ন্যায় স্তর সমূহ দেখা যায়। এটি সাদা বা লোহিতাভ বর্ণ। অস্থি, অন্ডকোষ, চক্ষু, যকৃত, গ্রীবা, ফুসফুস, মূত্রযন্ত্র ও মস্তিষ্ক এর দ্বারা আক্রান্ত হয়। এটি স্কিরাস অপেক্ষা দুঃসাধ্য পীড়া।

৩। কোলইড (Colloid) :– এটি কাটলে এর মধ্যে কোমল গদের মত পদার্থ থাকে। অস্ত্র, পাকস্থলী, ওমেন্টাম ও অন্যান্য স্থানে এই প্রকারের ক্যানসার পীড়া হয় ।

আও পড়ুন – ক্যানসার ইমিউনিটি

৪। এপিথেলিয়েল (Epithelial) :- এটি রস মেডুলারী অপেক্ষা সহজসাধ্য পীড়া। পুরুষদের এই পীড়া বেশী এবং চর্ম ও শ্লৈষ্মিক ঝিল্লীর সংযোগ স্থলেই প্রথমে আরম্ভ হয়। মুখের কোন, চোখের পাতা, বাহ্যেদ্বার, স্ত্রীজননেন্দ্রিয় পুংজননেন্দ্রিয়, অন্তঃকোষ প্রভৃতি স্থানে উৎপন্ন হয়। তার মধ্যে চোখের পাতায়, নীচের ঠোটেই সচরাচর দেখা যায়। চর্ম, জিহ্বা, জরায়ুর মুখেও এই পীড়া হয়ে থাকে। অন্তঃকোষে হলে চিমনী সুইপার ক্যানসার বলে।

৫। ওস্টিওইড (Osteoid) :- এটি অতি বিরল পায়ের ফিমার অস্থির নিন্মদিকে হয়ে থাকে। এটি কষ্টদায়ক ও এর যন্ত্রনা অত্যন্ত তীক্ষ্ণ, তীব্র, ও শীঘ্র বর্ধিত হয়। এটি একটি অর্বুদ সদৃশ, উক্ত অর্বুদ, অস্থির মত কঠিন। এই ক্যানসার পীড়া অতিশয় কঠিন, প্রায় আরোগ্য হয়না। পীড়িতের বয়স কম, স্বাস্থ্য অব্যাহত হলে ও প্রথম আক্রমণ অনেক দিনের না হলে আরোগ্য হয়ে থাকে।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev