কেন্ট ৬২ (নিম্ন রক্তচাপে কার্যকর)
ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যথিক ঔষধ পকিস্তান।
প্রস্তুতপ্রণালী : কেন্ট ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত
কার্যকারিতা : হাঁটার সময় মাথা ঘোরা, চরম দুর্বলতা, অতিরিক্ত কাজ থেকে মাথাব্যথা, শীর্ষস্থানে চাপ, খুব দুর্বল হৃদযন্ত্র ইত্যাদি।
কেন্ট ৬২ ঔষধ মিশ্রণ :
1/Aconite Nap (একোনাইট ন্যাপ) D30
2/ Cactus Grandiflorus (ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস) D3
3/ Cratacgus (ক্র্যাটেগাস) D3
4/ China (চায়না) D6
5/ Lycopodium (লাইকোপোডিয়াম) D6
6/ Phos phorus (ফসফরাস) D6
7/ Pulsatilla (পালসেটিলা) D6
8/ Pulsatilla (পালসেটিলা) D6
9/ Rauwolfia Serpentina (রাউওল্ফিয়া সর্পিন্টিনা) D3
কেন্ট ৬২ ঔষধের লক্ষণ : রোগী মাথা ঘোরে ও হালকা মাথাব্যথা। উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ। বিভিন্ন সমস্যার কারণে হাইপোটেনশন। এথেরোম্যাটাস ধমনী এবং দুর্বল হৃদয়। কনজেশন ফলে রক্তের অনিয়মিত বন্টনের কারণে হার্টের সংকোচন। কার্ডিয়াক অক্ষমতা কম। আর্টেরিওস্ক্লেরোসিসে হার্টের দুর্বলতা।
এছাড়াও রোগীর ঠান্ডা ঘাম, নাড়ি দুর্বল ও অনিয়মিত। চরম দুর্বলতা করে, খুব দুর্বল হার্ট। হাঁটার সময় মাথা ঘোরা। বেশি কাজ করলে মাথাব্যথা, শীর্ষে চাপ। দাঁড়িয়ে থাকা অবস্থায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো হয়। বুক ব্যাথা করে রক্তে ইউরিয়া নাইট্রোজেনের উচ্চতা।
কেন্ট ০১ ঔষধ সেবন বিধি : ১৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতিদিন সকাল-দুপুর-রাত (৩ বার) সেবন করতে হবে। শিশুরা ৭/৮ ফোঁটা করে প্রতিদিন ৩ বার সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। অবস্থা বুঝে চিকিৎসক তিন ঘন্টা পর পর দিতে পারেন।
বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিত্সকের সাথে পরামর্শ করুন।
বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।
পার্শ্বপ্রতিক্রিয়া : কেন্ট ৬২ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই।
ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।