শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সেনচুরিন – CENTURIN মস্তিষ্কের কর্মক্ষমতা ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে কার্যকরী জওয়ারিশ মুছ্তগী – Jowarish Mustagi প্রাকৃতিক হজমকারক ও বায়ুনাশক জওয়ারিশ কমূনী – Jowarish Kamuni অম্লাধিক্য, হিক্কা এবং বদহজম রোগে কার্যকরী হলার‍্যান্ট – HOLARANT দীর্ঘমেয়াদী আমাশয় ডায়রিয়া নিরাময়ে অত্যন্ত কার্যকর হান্টার –HANTAR ডায়রিয়া এবং পেপটিক আলসার নিরাময়ে কার্যকর ডিসনি – DYSNI আমাশয় ও ডায়রিয়া নিরাময়ে কার্যকরী হামদর্দ ও আর এস – Hamdard O R S খাওয়ার স্যালাইন জওয়ারিশ আমলা – JOWARISH AMLA পাকস্থলীর শক্তিবর্ধক এবং বায়ুনাশক জওয়ারিশ জালীনূস – Jowarish Jalinoos বায়ুনাশক, হজমকারক এবং লিভারের শক্তিবর্ধক  জওয়ারিশ বিসবাসা –Jowarish bisbasa পাকস্থলীর শক্তিবর্ধক ও হজমকারক

কেন্ট ৫৮ (টনসিলে কার্যকর)

আরোগ্য হোমিও হল / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ১:১৩ অপরাহ্ন
কেন্ট ৫৮ (টনসিলে কার্যকর)

কেন্ট  ৫৮ (টনসিলে কার্যকর)

ব্যবহার : টনসিনসিল রোগীদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়।

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ, পাকিস্তন।

প্রস্তত প্রাণালী : কেন্ট ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

কেন্ট  ৫৮ ব্যবহার : কার্যকারিতা: তীব্র টনসিলাইটিস, কঠিন ডিগ্লুটিশন, তালু ফুলে যাওয়া, গলা সংকুচিত হয়, টনসিল বড় হয় ইত্যাদিতে কাজ করে।

কেন্ট ড্রপ ৫৮ ঔষধ মিশ্রণ :

১/ এপিস মেল (Apis Meltifica) D4,

২/ আর্নিকা মন্ট (Arnica Montana) D4

৩/ বেলেডোনা (Belladonna) D4

৪ হিপার সালফার (Hepar Sulphuris) D6

৫/ মারকিউরিয়াস সাইনাটাস (Mercurius Cynatus) D8

৬/ ফাইটোলক্কা (Phytolacca Americana) D4

কেন্ট ৫৮ ঔষধের লক্ষণ : জ্বর, সিম্ফ্যাটিক ডায়াথেসিস, টনসিলাইটিস বা টনসিল। গলা ফোলা, গলার ভিতরে ও বাইরে টনসিল ফোলা ও লাল, টনসিলের আলসার। নাক লাল, ফোলা ও স্ফীত। কান স্ফীতসহিত ব্যথা, তীব্র টনসিলাইটিস করণে নরম তালু ফুলা এবং ইউভুলা। টনসিল বড় হয়ে যাওয়ার করণে গলা সংকুচিত, স্ক্র্যাপিং সংবেদনশীল অবনতি, পেশী খুব সংবেদনশীল।

এছাড়া গিলে ফেলার সময় গলার ব্যথা কান পর্যন্ত প্রসারিত হয়। সামান্য খরায় জ্বর ও সর্দি। গলা ব্যথা অনুভূতি, গিলে ফেলার সময় কানের নরম অংশগুলির নেক্রোটিক ধ্বংস খুব কঠিন ইত্যাদি লক্ষণে কার্যকরী।

কেন্ট ৫৮ ঔষধ সেবন বিধি :১ ৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতিদিন সকাল-দুপুর-রাত (৩ বার) সেবন করতে হবে। শিশুরা ৭/৮ ফোঁটা করে প্রতিদিন ৩ বার সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। অবস্থা বুঝে চিকিৎসক তিন ঘন্টা পর পর দিতে পারেন।

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিত্সকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : কেন্ট ড্রপ ৫৮ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev