রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন

কেন্ট ৫৫ (মৃগী রোগে কার্যকর)

আরোগ্য হোমিও হল / ২৩৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৩:৪২ অপরাহ্ন
কেন্ট ৫৫ (মৃগী রোগে কার্যকর)

কেন্ট ৫৫ (মৃগী রোগে কার্যকর)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।

প্রস্তুত প্রণালী : কেন্ট ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।
 ব্যবহার : কেন্ট  ৫৫ ঔষধ মৃগী রোগের চিকিৎসার জন্য ব্যবহাহার হয়।
বিশেষ লক্ষণ : অঙ্গ-প্রত্যঙ্গের দারুণ ক্লান্তি, তলপেটে ক্র্যাম্প, মুখে ফেনা ও পড়ে যায়। জ্ঞান হাড়ায়।

কেন্ট ৫৫ ঔষধ মিশ্রণ :

১/ বেলাডোনা (Belladonna) D10

২/ বুফো রানা (Bufo Rana) D30

৩/ কুপরাম মেট (Cuprum met) D12

৪/ পালস্যাটিলা (Pulsatilla) D30

৫/ সালিসিয়া (Silicea) D8

৬/ জিঙ্কাম মেট (Zincum met)

কেন্ট ৫৫ ঔষধের লক্ষণ : মৃগীরোগ বা খিঁচুনি। পেশী দৃঢ়তা ও ঝাঁকুনি। রোগীর হঠাৎ জ্ঞান হারিয়ে যাওয়ার সহিত খিঁচুনি এবং ব্যথা। মুখ ত্বক লাল হয়ে যায়। রোগী মানসিক অবস্থা উত্তেজিত , সমস্ত শরীরের ইন্দ্রিয়ের হাইপারেস্থেসিয়া, প্রলাপ বকে অস্থিও, ঘুম, খিঁচুনি। তখন রোগীর মুখ ও গলা শুকিয়ে যাওয়া।

এপিলেপটিক খিঁচুনি এবং বমি বমি ভাব এবং বমি করে। চেতনা হ্রাস. পায়ের পাশে বা পিছনে পড়ে যায়, প্রচণ্ড কম্পন এবং তাপ সহ ভার্টিগো। পূর্ণতা, বিশেষ করে কপালে। হাঁটতে হাঁটতে অঙ্গে-প্রত্যঙ্গ সহ শুটিং ব্যথা। অঙ্গ-প্রত্যঙ্গে ঝাঁকুনি দেয়। ঘুমের সময় বা রাতে খিঁচুনি হয়। রোগী খুব অধৈর্য, নার্ভাস, নির্বোধ। অঙ্গ-প্রত্যঙ্গে ক্র্যামস। স্পাসমোডিক স্নেহ, ক্র্যাম্প, খিঁচুনি। মৃগীরোগ প্রথমে হাঁটুতে আভা শুরু হয়, হাইপোগ্যাস্ট্রিয়ামে উঠে অজ্ঞান হয়ে যায়, মুখ দিয়ে ফেনা উঠে এবং পড়ে যায়। পেশীর মোচড়ানো, অঙ্গ-প্রত্যঙ্গের একটি বড় ক্লান্তি।

কেন্ট ৫৫ সেবন বিধি :১৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতিদিন সকাল-দুপুর-রাত (৩ বার) সেবন করতে হবে। শিশুরা ৭/৮ ফোঁটা করে প্রতিদিন ৩ বার সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। অবস্থা বুঝে চিকিৎসক তিন ঘন্টা পর পর দিতে পারেন।

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিত্সকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : কেন্ট ৫৫ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev