মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন

কেন্ট ৩৭ (হাড়ের পেশীর স্নায়ু রোগে কার্যকর)

আরোগ্য হোমিও হল / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৩:১৩ অপরাহ্ন
কেন্ট ৩৭ (হাড়ের পেশীর স্নায়ু রোগে কার্যকর)

কেন্ট ৩৭ (হাড়ের পেশীর স্নায়ু রোগে কার্যকর)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ, পাকিস্তান।

প্রস্তুত প্রণালী : কেন্ট ফার্মাকোপিয়া অনুযায়ী হোমিওপ্যাথিক ঔষধ প্রস্তুত।

কার্যকারিতা : কেন্ট ড্রপ ৩৭ হাড়ের পেশীর স্নায়ুর সমস্যার চিকিৎসায় অত্যান্ত কার্যকর।

কেন্ট ৩৭ ঔষধের ব্যবহার : স্নায়ু, পা এবং চোয়ালের এক্সোস্টোসিস, ফ্র্যাকচার, পেশী, হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা, বাত ইত্যাদি নিরাময়ের জন্য ব্যবহার হয়ে থাকে।

কেন্ট ৩৭ কম্বিনেশন ঔষধ প্রস্তুত ।

১/ এসাফোটিডা (Asafoetida) D6

২/ অরাম মেটালিকাম (Aurum Metallicum) D12

৩/ এরেনিয়া ডাইয়েডিমা (Aranea diadema) D12

৪/ ক্যালমিয়া ল্যাটিফোলিয়া (Kalmia Latifolia) D8

৫/ হেকলা লাভা (Hekla lava) D12

৬/ Mercurius praeci pitatus ruber D12

৭/ নেট্রাম সালফিউরিকাম (Natrum sulphuricum) D12

৮/ লাইকোপোডিয়াম ক্লাভাটাম (Lycopodium clavatum) D30

৯/ সিম্ফাইটাম অফিসিনেল (Symphytum) D5

কেন্ট ৩৭ ঔষধের লক্ষণ : হাড়ে ব্যথা, হাড় ফ্র্যাকচার, পা এবং চোয়ালের এক্সোস্টোসিস, জয়েন্ট প্রদাহ, হাঁটুর জয়েন্টে ব্যথা, পেশী এবং স্নায়ুর বাত, হাড় আবৃত ঝিল্লির প্রদাহ ইত্যাদি লক্ষণে ব্যবহার হয়।

কেন্ট ৩৭ সেবন বিধি : ১৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতিদিন সকাল-দুপুর-রাত (৩ বার) সেবন করতে হবে। শিশুরা ৭/৮ ফোঁটা করে প্রতিদিন ৩ বার সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। অবস্থা বুঝে চিকিৎসক তিন ঘন্টা পর পর দিতে পারেন।

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিত্সকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : কেন্ট ৩৭ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev