শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন

কেন্ট ৩০ মলম (রিমিটয়েড ও আর্থ্রাইটিসে কার্যকর)

আরোগ্য হোমিও হল / ১৪০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ৩:২৭ অপরাহ্ন

কেন্ট মলম ৩০ (রিমিটয়েড ও আর্থ্রাইটিসে কার্যকর)

ক্যাটাগরি : কেন্ট ৩০ কম্বিনেশন হোমিওপ্যাথিক মলম, পাকিস্তান।

প্রস্তুতপ্রাণলী : কেন্ট ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।

কেন্ট ৩০ ব্যবহার : মলমটি রিমিটয়েড আর্থ্রাইটিস, গাঁট-ফোলানো বাত রোগের উৎকৃষ্ট ঔষধ। এটি শুধু বাহ্যিক ব্যবহারের জন্য।

কেন্ট মলম ৩০ এর লক্ষণ : রিউমাটয়েড ও আর্থ্রাইটিস অধিকাংশ ক্ষেত্রে কষ্টদায়ক। বিশেষ করে আঙুলের সন্ধি, কবজি এবং পায়ের সন্ধিতে এ রোগ হয়। তবে দেহের যে কোনো সন্ধিই আক্রান্ত হতে পারে। এটি সন্ধির ক্রমবর্ধনশীলতায় জটিলতা সৃষ্টির ফলে মারাত্মক শারীরিক অক্ষমতার কারণ হতে পারে। রোগটি সাধারণত তুলনামূলকভাবে অল্প বয়স্ক মানুষের দেহে বেশি দেখা যায়। তবে যে কোনো বয়সী মানুষই এ রোগে আক্রান্ত হতে পারে। রিউমাটয়েড বা আর্থ্রাইটিসে পুরুষদের তুলনায় মহিলারাই আক্রান্ত প্রায় চার গুণ বেশি।
এ রোগের লক্ষণের মধ্যে রয়েছে আঙুল ও পায়ের পাতার ক্ষুদ্র জোড়া গুলিতে ব্যথা এবং জড়তার ফলে ক্রমে ক্রমে সন্ধিস্থান গুলি দীর্ঘস্থায়ী অবসন্নতার শিকার হয়। এ ছাড়া অন্যান্য লক্ষণের মধ্যে উল্লেখযোগ্য হলো- ব্যথা, জড়তা, ক্লান্তি, অস্বাচ্ছন্দ্য বোধ এবং সংশ্লিষ্ট সন্ধির নড়াচড়া করার অক্ষমতা। ডায়াবেটিক ও বয়স্ক লোকরা আত্রান্ত আর্থ্রাইটিস বেশী। রক্তে মাত্রাতিরিক্ত ইউরিক (uric acid) এসিড গেটেবাতের ((gout) এর জন্যে দায়ী।

কেন্ট ৩০ থিউমেটিক আর্থ্রাইটিস এবং (মলম) প্রস্তুত

১/ বেলেডোনা (Belladona) D3

২/ কষ্টিকাম (Causticum) D3

৩/ ক্যালকেরিয়া ফস (Cale phos) D6

৪/ ইকুইসেটাম হাইমেল (Equisetum Hyemale) D3

৫/ ইগ্নেসিয়া অ্যামারা Ignatia Amara) D2

৮/পালসেটিলা (Pulstilla) D3

৭/ প্ল্যান্টাগো মেজর (Plantago Major) D2

কেন্ট ৩০ মলম ব্যবহার বিধি : প্রতিদিন সকাল-রাত ব্যবহার করতে হবে।

বিশেষে দ্রষ্টব্য : মলমটি ব্যবহারের পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে গ্রহণ করুণ।

পার্শ্বপ্রতিক্রিয়া : কেন্ট ৩০ মলম ব্যবহারে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev