বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন

কেন্ট ১২ (অনিয়মিত মাসিক রোগে কার্যকর)

আরোগ্য হোমিও হল / ২১০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৩৪ অপরাহ্ন

কেন্ট ১২ (অনিয়মিত মাসিক রোগে কার্যকর)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ, পাকিস্তান।

প্রস্তুত প্রণালী : কেন্ট ফার্মাকোফিয়া অনুযায়ী প্রস্তুত।

কেন্ট ১২ ঔষধের ব্যাবহার : অনিয়মিত মাসিক রোগে চিকিৎসায় ব্যবহার হয়।

কার্যকারিতা : বিষণ্নতা, মহিলাদের মাসিক ব্যাধি, অনিয়মিত মাসিক, হরমোনের কার্যকরী ব্যাঘাত, প্যারামেট্রোপ্যাথিয়া, স্পাস্টিকা ইত্যাদি লক্ষণে কার্যকরী।

কেন্ট ১২ কম্বিনেশন প্রস্তুত।

১/ এলেট্রিস্ ফ্যারিনোসা (Aletris Farinosa) O

২/ গসিপিয়াম হার্বেসিয়াম (Gossypium Herbaceum) D4

৩/ ম্যাগ্নেসিয়া ফসফরিকাম (Magnesia Phosphoricum) D4

৪/ পলিগনাম ভার্জিনিয়াম (Polygonum virginianum) D2

৫/ সিপিয়া (Sepia) D3

৬ ভাইবার্নাম ওপিউলাস (Viburnum opulus) D2

কেন্ট ১২ ঔষধের রক্ষণ :

ক/অনিয়মিত মাসিক

খ/ মাসিক ব্যাধি।

গ/ নারী চক্রের ব্যাঘাত।

ঘ/ প্যারামেট্রোপ্যাথিয়া।

ঙ/ স্পাস্টিকা, বিষণ্নতা।

চ/ হরমোনের কার্যকরী ব্যাঘাত।

ছ/ স্পাস্টিকা

কেন্ট ১২ ঔষধ সেবন বিধি : ১৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতিদিন সকাল-দুপুর-রাত (৩ বার) সেবন করতে হবে। শিশুরা ৭/৮ ফোঁটা করে প্রতিদিন ৩ বার সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। অবস্থা বুঝে চিকিৎসক তিন ঘন্টা পর পর দিতে পারেন।

এ ধরনে ঔষধ জানেতে এখানে ক্লিক করুণ – এন – ১০ (অনিয়মিত সাসিকের ড্রপস)

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

এ ধরনে ঔষধ জানেতে এখানে ক্লিক করুণ – র‌্যাক্স নং- ৬ (শ্বেত প্রদর)

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : কেন্ট ১২ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev