বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

কেন্ট ০৯ (কিডনি ও ব্ল্যাডার পাথর রোগে কার্যকর)

আরোগ্য হোমিও হল / ২০৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৬:২২ পূর্বাহ্ন

কেন্ট ০৯ (কিডনি ও ব্ল্যাডার পাথর রোগে কার্যকর)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ, পাকিস্তান।

প্রস্তত প্রণালী : কেন্টে ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

কেন্ট ০৯ ঔষধের ব্যবহার : কেন্ট ০৯ ঔষধের ব্যবহার : কিডনিও মূত্রাশয় বা বা ব্ল্যাডার পাথর রোগের চিকিৎসায় ব্যবহার হয়।

কেন্ট ০৯ক কম্বিনেশন ঔষধ প্রস্তুত :

১/ এপিস মেলিফিকা (Apis mellifica) O

২/ বার্বেরিস ভালগেরিস (Berberis vulg) O

৩/ ক্যান্থারিস (Cantharis) D3

৪/  ক্যালকুলারেন (Calculusren) D5

৫/ সলিডাগো ভিগোর (Solidago vigor) D8

৬/ রুবিয়া (Rubia) D2

৭/ সার্সাপেরিলা (Sarsaparilla) D3

৮/ প্লাম্বাম আয়োটাম (Plumbum Iodatum) D8

এ ধরণের আরও ঔষধ দেখতে এখানে ক্লিক করুণ – এন – ০৭ (লিভার ও গলব্লাডার ড্রপস)

কেন্ট ০৯ ঔষধের কম্বিনেশন ঔষধের লক্ষণ :

ক/ কিডনিতে তীব্র ব্যথা।

খ/ নেফ্রাইটিস, রেনাল ক্যালকুলি।

গ/ ভেসিক্যাল ডায়াথেসিস।

ঘ/ ইউরিক অ্যাসিড ডায়াথেসিস।

ঙ/ইউরোজেনিটাল ট্র্যাক্ট।

চ/ পিত্ত নালীতে একটি জ্বালা

ছ/ প্রদাহজনক অবস্থা।

জ/সিস্টাইটিস ও সিস্টোপাইলাইটিস।

ঝ/ বিলিয়ারি ক্যালকুলাস।

ঞ/ প্রস্রাবে জ্বলা।

এ ধরণের আরও ঔষধ দেখতে এখানে ক্লিক করুণ- র‌্যাক্স নং- ১৮ (ডান কিডনী পাথর)

কেন্ট ০৯ ঔষধ সেবন বিধি : ১৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতিদিন সকাল-দুপুর-রাত (৩ বার) সেবন করতে হবে। শিশুরা ৭/৮ ফোঁটা করে প্রতিদিন ৩ বার সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। অবস্থা বুঝে চিকিৎসক তিন ঘন্টা পর পর দিতে পারেন।

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

এ ধরণের আরও ঔষধ দেখতে এখানে ক্লিক করুণ- র‌্যাক্স নং- ২৬ (গলব্লাডারে পাথর)

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : কেন্ট ০৯ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev