বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

কেন্ট ৬৪ (জ্বর ও কাশিতে কার্যকর)

আরোগ্য হোমিও হল / ২৩৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ৫:৪৬ অপরাহ্ন

কেন্ট ৬৪ (জ্বর ও কাশিতে কার্যকর)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যথিক ঔষধ পকিস্তান।

প্রস্তুতপ্রণালী: কেন্ট ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত|

কেন্ট  ৬৪ ঔষধের কার্যকারিতা : অ্যাজমা ও স্পাসমোডিক কাশি, শুকনো কাশি, চুলকানি, মিউকাস মেমব্রেন লাল, ফোলা, ফোলা টনসিল পুরু ঝিল্লিতে কার্যকরী।

কেন্ট  ৬৪ ঔষধ মিশ্রণ :
1/ Aralia Racemosa আরালিয়া রেসমোসা ডি ১
2/ Arsenicum Iodatum (আর্সেনাম আয়োডাটাম) ডি ১
3/ Lobelia Inflata (লোবেলিয়া ইনফ্লাটা) ডি ৬
4/ Luffa Operculata (লুফা অপারকুলাটা) ডি ১২

কেন্ট  ৬৪ ঔষধের লক্ষণ : খড় জ্বর। রোগীর শরীরের সর্বত্র অ্যালার্জি। ত্বক এবং শ্লেষ্মা ঝিল্লিতে অ্যালার্জি। গ্ল্যান্ডুলা ফোলা জলযুক্ত নাক। অ্যালার্জির কারণে জ্বালা ও কাশি। খরার প্রতি অত্যন্ত সংবেদনশীল, বাতাসের ন্যূনতম স্রোত হাঁচি এবং প্রচুর জলযুক্ত স্রাব। শুকনো কাশি, স্প্যাসমোডিক কাশিসহ হাঁপানি (এ্যাজমা)। গলায় সুড়সুড়ি করিয়া কাশি। খড়ের জ্বরে সহিত ঘন ঘন হাঁচি এবং গিটারনামের পিছনে জ্বালা করে।

আরও পড়ুন : র‌্যাক্স নং- ৯ (ইনফ্লুয়েঞ্জা) 

এছাড়াও মিউকাস মেমব্রেন লাল, ফোলা, চুলকানি এবং জ্বলন্ত ইনফ্লুয়েঞ্জা। নাকের মধ্যে টিস্যু ফুলা। নাকে জ্বালা এবং ঝিঁঝিঁ পোকা ন্যায় অনুভুতি, হাঁচি দিতে অবিরাম ইচ্ছা করে, নাক ফোলা। ফ্যারিনক্সে জ্বলন, ফ্যানস থেকে ঠোঁট পর্যন্ত টনসিল ও পুরু ঝিল্লি ফোলা। শুষ্ক ও থেমে যাওয়া নাসারন্ধ্র দিয়ে হ্যাকিং কাশি। কাশিলে অল্প কফ উঠে, কাশি কঠিন কফ সহ শুকনো কাশি। চরম হাঁপানির আক্রমনের ফলে দুর্বলতা ও শ্বাস-প্রশ্বাস কম।

কেন্ট ০১ ঔষধ সেবন বিধি : ১৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতিদিন সকাল-দুপুর-রাত (৩ বার) সেবন করতে হবে। শিশুরা ৭/৮ ফোঁটা করে প্রতিদিন ৩ বার সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। অবস্থা বুঝে চিকিৎসক তিন ঘন্টা পর পর দিতে পারেন।

আরও পড়ুন : র‌্যাক্স নং – ৮

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিত্সকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : কেন্ট  ৬৪ ঔষধ সেবনে কোন পাশর্^প্রতিক্রিয়া নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev