রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

কান (Ears)

আরোগ্য হোমিও হল / ৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
জ্বর লক্ষণ (Febrile Symptoms)
বায়োকেমিক রেপার্টরী সূচী পত্র

কান (Ears)

বায়োকেমিক রেপার্টরী।

ডাঃ আবু হোসেন সরকার।

 

 

কান (Ears)

কানের প্রদাহ—ফেরাম ফস ।

কোন কিছু গিলিবার সময় কানের মধ্যে শব্দ—নেট্রাম মিউর ।

শ্বাস-প্রশ্বাসকালে কানের মধ্যে অত্যন্ত বেদনা—কেলি মিউর ।

কানের মধ্যে কর্তনবৎ যন্ত্রনা—কেলি সালফ ।

কানের নীচে কর্তনবৎ যন্ত্রনা—কেলি সালফ

কানের ব্যথা বর্ষাকালে বৃদ্ধি—নেট্রাম সালফ ।

কানের মধ্যে গভীর আরক্ততা–ফেরাম ফস।

কানের চারিদিকে হাড়ের তীক্ষ্ণ বেদনা—ক্যালকেরিয়া ফস, ফেরাম ফস।

বায়ো কম্বিনেশন ২৫

কানের ছিদ্রের স্ফীতি—সাইলিসিয়া ।

দুর্বল রক্তহীন ব্যক্তির কানের পীড়া–ফেরাম ফস, ক্যালকেরিয়া ফস ।

কানের মধ্যে জ্বালা অনুভব—নেট্রাম ফস ।

কানের মধ্যে গুন গুন শব্দ— কেলি ফস, ম্যাগনেসিয়া ফস।

কানের পুরাতন সর্দি-কেলি মিউর ।

কানের বাইরে ঠাণ্ডানুভব—ক্যালকেরিয়া ফস ।

বাতের জন্য কানের পীড়া-ক্যালকেরিয়া ফস ।

আরও পড়ুন –  কানের পীড়া

কানের মধ্যে পূজ সঞ্চয় হেতু বধিরতা—ক্যালকেরিয়া সালফ, ফেরাম ফস, সাইলিসিয়া, কেলি মিউর।

কান হইতে জলের ন্যায় পদার্থ স্রাব—কেলি সালফ ।

গাঢ় পূজের ন্যায় স্রাব—ক্যালকেরিয়া সালফ ।

রক্তমিশ্রিত পূঁজ স্রাব–কেলি ফস, ক্যালকেরিয়া সালফ ।

পূজের ন্যায় স্রাব—ক্যালকেরিয়া ফস, কেলি সালফ, নেট্রাম মিউর ।

সাবসহ প্রচণ্ড ব্যথা—ফেরাম ফস ।

অপরিষ্কার স্রাব নিঃসরণ—কেলি ফস।

উজ্জ্বল হরিদ্রাবর্ণের স্রাব নিঃসরণ—কেলি ফস ।

কানের মধ্যে চুনের ন্যায় পদার্থ সৃষ্টি হইলে—ক্যালকেরিয়া ফ্লোর ।

কানের চারিদিকে ছোট ছোট উদ্ভেদ—ক্যালকেরিয়া সালফ ।

বাতের রোগীদের কানের ব্যথা—ক্যালকেরিয়া ফস ।

গণ্ডমালা রোগীদের কানের ব্যথা—ক্যালকেরিয়া ফস ।

কানের  যন্ত্রণা তৎসহ জ্বালা পোড়া ভাব—ফেরাম ফস ।

কানের  যন্ত্রণা তৎসহ  হলুদবর্ণের স্রাব—কেলি সালফ ।

আরও পড়ুন – এইচ আর – ৫৯ (কানের ব্যথায় কার্যকর)

কানের  যন্ত্রণা তৎসহ  স্নায়বিক দুর্বলতা—ম্যাগনেশিয়া ফস ।

কানের  যন্ত্রণা তৎসহ  কোন পদার্থ ভিতরে আছে এবং বাহির হইতে চায় এমন ভাব— নেট্রাম ফস ।

কানের  যন্ত্রণা তৎসহ গ্লাণ্ডের স্ফীতি—কেলি মিউর ।

কানের  যন্ত্রণা তৎসহ দপদপানি—ফেরাম ফস।

কানের  যন্ত্রণা তৎসহ  জিহ্বায় সাদা বর্ণের লেপ—কেলি মিউর ।

কানের  যন্ত্রণা তৎসহ  আর্দ্র ঋতুতে বৃদ্ধি—নেট্রাম ফস ।

কানের মধ্যে দপ্ দপ্ শব্দ গণনা করা যায়—ফেরাম ফস।

মাষ্টয়েড অস্থিতে ক্ষত—সাইলেসিয়া ।

মাষ্টয়েড অস্থির আবরণীতে পীড়া—ক্যালকেরিয়া ফ্লোর, সাইলিসিয়া ।

কানের মধ্যে পাথরের মত বস্তু জমা আছে—ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস।

কানের মধ্যে দানাময় পদার্থ—কেলি মিউর ।

কানের প্রদাহ এবং বধিরতা–ফেরাম ফস ।

স্নায়ুশূলের জন্য বধিরতা—ম্যাগনেসিয়া ফস ।

কর্ণগ্রন্থি স্ফীতির বধিরতা—কেলি মিউর ।

টনসিলের প্রদাহের বধিরতা—ক্যালকেরিয়া ফস ।

আরও পড়ুন – র‌্যাক্স নং ১১৯ (কানের সমস্যা)

গলার ভিতর প্রদাহের বধিরতা—কেলিসালফ ।

কর্ণকুহরের স্ফীতির বধিরতা—নেট্রাম মিউর, সাইলিসিয়া ।

পূঁজ হওয়ার জন্য বধিরতা—ক্যালকেরিয়া সালফ, কেলিসালফ, সাইলিসিয়া ।

বহিঃ কর্ণে ঠাণ্ডানুভব—ক্যালকেরিয়া ফস।

মধ্যকানের পুরাতন সদ্দি—কেলি মিউর, কেলি সালফ, নেট্রাম মিউর ।

নাক ঝাড়িলে কানের মধ্যে কড় কড় শব্দ— কেলি মিউর ।

কিছু গিলিবার সময় কানের মধ্যে কড় কড় শব্দ—নেট্রাম মিউর।

কানের ভিতর কর্তনবৎ বেদনা—ফেরাম ফস।

কানের ভিতরের দিকটা লালবর্ণের—ফেরাম ফস।

কোন প্রদাহ জনিত কারণে কানে কম শোনা—ফেরাম ফস ।

ইউষ্টেসিয়ান টিউবের স্ফীতি—কেলি মিউর, কেলি সালফ, সাইলিসিয়া ।

ভিতর কান স্ফীতি—কেলি মিউর ।

কানের চারিদিকের গর্ভের স্ফীতি—কেলি মিউর ।

আরও পড়ুন – কেন্ট ৩৬ (কানের সমস্যায় কার্যকর)

কানের ভিতরের গর্তের স্ফীতি—কেলি সালফ ।

বধিরতা শ্রবণ-শক্তির হ্রাস—কেলি ফস ।

গরম ঘরে বধিরতা বৃদ্ধি—কেলি সালফ ।

কানের ভিতর ফোলার জন্য বধিরতা বৃদ্ধি—নেট্রাম মিউর, সাইলিসিয়া ।

কর্ণ পটহের আর্দ্রভাব—কেলি মিউর।

কর্ণ পটহের সদ্দিভাব—নেট্রাম মিউর, কেলি সালফ, কেলি মিউর ।

কর্ণ পটহের স্ফীতি—নেট্রাম মিউর, সাইলেসিয়া ।

কর্ণ পটহের ক্ষত—কেলি মিউর ।

এক কান লাল ও উত্তপ্ত এবং চুলকায়—নেট্রাম ফস ।

কানের মধ্যে অত্যন্ত বিরক্ত বোধ—সাইলিসিয়া।

কানের মধ্যে যেন ঘন্টা বাজে—নেট্রাম সালফ ।

কানের মধ্যে গর্জন—নেট্রাম মিউর, সাইলিসিয়া ।

কান যেন বন্ধ হইয়া থাকে—কেলি মিউর ।

কান হইতে রক্তপাত—ফেরাম ফস ।

আরও পড়ুন – মুলেন অয়েল Q (কর্ণ কিউর)

ভীষণ শব্দে কানের তালি লাগা খুলিয়া যায়—সাইলিসিয়া ।

কানের ভিতর দানা দানা উদ্ভেদ—কেলি মিউর ।

গোলমাল আদৌ সহ্য করিতে পারে না—সাইলিসিয়া, কেলি ফস ।

ঘুমাইলে কানে শব্দ হয়—কেলি ফস ।

কোন কিছু চিবানকালে কানে শব্দ হয়—নেট্রাম মিউর ।

কানের চারিদিকে ছোট ছোট উদ্ভেদ – ক্যালকেরিয়া সালফ ।

বাহ্যিক কর্ণের স্ফীতি –সাইলিসিয়া, কেলি মিউর ।

ধাক্কা লাগিয়া কানের প্রদাহ এবং ব্যথা—ফেরাম ফস।

কানে শো শো শব্দ—ফেরাম ফস, কেলি মিউর, কেলি ফস।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev