রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন

ক্যানসার রোগীর স্নান

আরোগ্য হোমিও হল / ২০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
যত্ন (THE CARE)

ঔষধ স্নান (Medicated bath)

হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য

ডা: অরবিন্দ সরকার

আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে আলোচনা করবো “ ঔষধ স্নান (Medicated bath)” নিয়ে আজকে জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।

ক্যানসার চিকিৎসা পরিপূর্নতা গ্রহণ যোগ্য হবেনা যদি না রোগীকে Epsom salt যাকে Mag Sulph. বলে, তা দিয়ে স্নান না করান হয়। ক্যানসার রোগীর শরীরে একধরনের কালো দাগ পরে যাকে মা্েচিতা বরা হয়। উক্ত দাগের কারণে শরীর বাহির থেকে কোন অক্সিজেন পেতে পারে না। কারণ সিবাওসীস গ্লাণ্ড গলো বন্ধ থাকে। রক্ত দুষণ বন্ধ করার জন্য Magnasium একান্ত প্রয়োজন। যা Mag Sulph এর মধ্যে থাকে। উহা রক্তের বিষ এর কার্য
কারিতা নষ্ট (Neutralize) করে দেয়।

বায়ো কম্বিনেশন ২৫

যদি রোগির বাড়ীতে রাত টিউব থাকে, ১ পাউন্ড ম্যাগ সালফ সমান্য গরম জলে বিশিয়ে রাতে ঘমাইবার পূর্বে ডাল করে স্নান করতে হবে সপ্তাহের কমপক্ষে দুইবার। তিন বা চার বার করালে কোন ক্ষতি নেই। যদি বাত টিউব না থাকে তাহলে বিষ আউন্স জলে ১ আউন্স বা ১ বালতী জন দুই টেবিল চামন ম্যাগ সালফ মিশিয়ে ভাল করে স্নান করাতে হবে। রোগীর শরীর হতে যতক্ষণ মাইস্তা না উঠে ততক্ষণ মর্শণ কাপর দিয়ে ঘসে পরিস্কার করে দিতে হবে। একজন মহিলা রোগী এই স্নানের পর বলছেন তার এত আনন্দ লাগে যে বাচ্ছা যেন তার মায়ের কোলে বিশ্রাম দিচ্ছে।

আরও পড়ুন –বৃদ্ধি- উপশ্রম (বায়োকেমিক রেপাটরী)

যে কোন পুরাতন রোগে এ স্নান করানো যাবে। তাবে কোন চর্মরোগীকে এ ধরনের স্নান করানো যাবে। তাতে তার উচ্চ তাপ অতি অল্প সময়েই কমে যাবে। যখন রোগী বরং অবসন্নতা অনুভব করবে তখন তাকে এই স্নানের কাজ পরিপূর্ণ হয়েছে মনে করতে হবে এবং আর স্নানের প্রয়োজনীয়তা নেই। যে কোন ধারণের ক্যান্সার রোগী চিকসার একটি অংশ হিসাবে গুরুত্বপূর্ণ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev