শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

ওয়েথিয়া (wwyethia)

আরোগ্য হোমিও হল / ৩৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮:২৪ অপরাহ্ন
ব্যারাইটা কার্ব-Baryta Carb
হোমিও বই

ওয়েথিয়া (wwyethia)

চলতি নাম – পয়জন- উইড (Poison-Wced)

ডা: ইউলিয়াম বরিক

গলগহ্বরের উপর বিশেষ ক্রিয়া। গলকোষ-প্রদাহের উৎকৃষ্ট ঔষধ। বিশেষতঃ উহা যদি গর্ভণু সংক্রান্ত হয়। গায়ক ও ব্যাক্তিদের গলগহ্বরের প্রদাহ। অর্শ রোগেও উপযোগিতা।  আছে। প্রতিশ্যায় লক্ষণ জ্বরের অরুরুপ অবস্থা নাসাবন্ধের পশ্চাভাগে চুলকানি।

মস্তক : স্নায়ুবিকাত, অস্বস্থি, অবসন্নতা, মাথা ঘোরা। মস্তকে রক্তের উচ্ছাস। কপালে তীব্র বেদনা।

মুখগহ্বর : পুড়িয়া যাওয়ার ন্যায় অনুভূতি। গলনালীর নীচে পর্যন্ত উত্তাপ বোধ। তালুর উপরে চুলকানি।

গলগহ্বর : অবিরত গলা ঝাড়ে, ও খেঁকারি দেয়। নাসিকার পশ্চাৎ রুন্ধ্রের শুস্কতা, গলা ঝাড়িলেও উপশম হয় না। গলগহ্বর স্ফীত বোধ হয়। উপজিহ্বা শুস্ক ও জ্বালাকর। গিলিতে কষ্ট হয়। অনুক্ষণ লাল গিলিবার প্রবৃত্থি। অলজিহ্বা বড় মনে হয়।

আরও পড়ুন – বায়ো-কম্বিনেশন ১৫ (গাইনি সমস্যা)

পাকস্থলী— চাপ বোহ। বায়ু  উদ্গার ও হিক্কা পর্যায়ক্রমে আসে। বমি বমিভাব ও বমন।

উদরগহ্বর :   ডানদিকে পঞ্জরাস্থির নীচে বেদনা।

মল— রাক্সিকালে কালবর্ণ, পাতলা বাহ্য। গুহারারে চুলকানি। কোষ্ঠ-বন্ধতা,  তৎসহ অর্শবলি, কিন্তু রক্তস্রাব হয় না।

শ্বাসযন্ত্র—উপজিহ্বা সুড় সুড় করিয়া শুষ্ক থকথকে কাশি। বায়ুনালী- সমূহে জ্বালা অনুভব। কথা বলিলে বা গান করিলে স্বরভঙ্গ হয়। গলগহ্বর শুস্ক  ও উত্তপ্ত। শুস্ক হাঁসানি।

জননেন্দ্রিয় : বাম ডিম্বাশয়ে বেদনা, উহা হাঁটু পর্যন্ত বিস্তৃত হয়। জরায়ুতে বোলনা,  বেদনান্বিত  স্থান হাত দিয়া দেখাইয়া দিতে পারে।

হস্ত-পদাদি : পৃষ্ঠে বেদনা, ঐ বেদনা মেরুদণ্ডের শেষ পর্যন্ত বিস্তৃত হয় দক্ষিণ বাহুতে বেদনা, হাত ও হাতের কব্জিতে আড়ষ্টতা। সর্বাঙ্গে কামড়ানি ব্যথা।

জ্বর : বেলা ১১টায় শীত বোধ। শীতের সময় বরক জল পান করিতে চায়। উত্তাপের সময় তৃষ্ণা থাকে না। রাত্রিকালে প্রচুর ধর্ম। বর্ষকালে মাথা ব্যথা।

সম্বন্ধে তুলনীয় – এরাম, স্যাঙ্গুই, ল্যাকে।

মানত্রা – ১ম হইতে ও শক্তি।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev