বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

ওলিয়াম জ্যাক ৩x (শরীর অপুষ্টি, ক্ষয়রোগে কার্যকরী)

আরোগ্য হোমিও হল / ২২০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ২ জুন, ২০২৩, ৭:৫৪ পূর্বাহ্ন

ওলিয়াম জ্যাক ৩x
Oleum Jec 3x

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক টাইটুরেশন ঔষধ।

ওলিয়াম জ্যাক ৩x প্রস্তুত প্রাণালী : ইউ.এস. হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

উপাদান : ওলিয়াম জেকোরিস এসেল্লি (হোমিওপ্যাথকি ঔষধ)।

ওলিয়াম জ্যাক ৩x এর কার্যকারিতা : শরীর কৃশতা, অবসাদ, শরীর অপুষ্টি, ক্ষয়রোগ, জ্বর জলগন্ড, বাতরোগ, যকৃতের ব্যথা, যক্ষ্ণা , স্বরভঙ্গ, হাঁটু-কনুইয়ের ব্যথায় অত্যান্ত উপকারী। শরীর সবল, স্বাস্থ্য বৃদ্ধি, হাড় মজবুত, সুস্থ্যদাঁত ও চর্ম এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিতে ওলিয়াম জ্যাক ৩x খুব কার্যকর।

এছাড়ও স্বাস্থ্য রক্ষায় সব বয়সের জন্য সক্রিয় ভূমিকা রাখে ওলিয়াম জ্যাক ৩x। দৈহিক ক্লান্তি, ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা দুর করে, হুপিং কাশি, যকৃত বেদনা, নিশাঘর্ম এবং শিশুদের বিকলাঙ্গের ক্ষেত্রেও ওলিয়াম জ্যাক ৩x ব্যবহৃত হয়।

 

ওলিয়াম জ্যাক ৩x  এর পার্শ্বপ্রতিক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তার পরেও যদি কোনরুপ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ
গ্রহন করুন।

ওলিয়াম জ্যাক ৩x এর ভেজষ মিথিস্ক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ ঔষধের এ পর্য্যন্ত কোন ভেজষ মিথিস্ক্রিয়া প্রমান নেই।

ওলিয়াম জ্যাক ৩x এর সেবন বিধি : শিশুরা ১টি করে ট্যাবলেট এবং বয়স্কদের জন্য ২টি করে ট্যাবলেট প্রতিদিন (সকাল-দুপুর- বৈকাল-রাত) অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

বিশেষ দ্রষ্টব্য : যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

ওলিয়াম জ্যাক ৩x ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

উপস্থানা : এম্বার বোতলে ট্যাবলেট আকারে পরিবেশন করা হয়।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েবসাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন তা লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev