বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

ওমেও পাইলস মলম

আরোগ্য হোমিও হল / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩, ৬:০৩ পূর্বাহ্ন
ওমেও পাইলস মলম

ওমেও পাইলস মলম
Omeo Piles Ointment

ক্যাটাগরি : হামদর্দ।

শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য।

কার্যকারিতা : ওমিও পাইলস মহম- মলের সময় মলদ্বারে ব্যথা, মলদ্বার পূর্ণতাসহ লালশিটে, মলদ্বার এলাকায় জ্বালাপোড়া এবং চুলকানি থাকে।

ওমেও পাইলস মলম এর রচনা :
হ্যামেলিস ভার্জিনিকা : ২.৫% মলমদ্বারে ঘা এবং কাঁচা মনে হয় ঘাটা কাঁচা অনুভত। অর্শ্বরোগে প্রচুর রক্তপাত হয়, ব্যথা করে। জ্বালা করে। আমাশয় মলদ্বারে স্পন্দন।

হাইড্রোস্টিস ক্যানাডেনসিস : ১.৫%। কোষ্ঠকাঠিন্য, পেটে ডুবে যাওয়ার অনুভুতিসহ নিস্তেজ মাথাব্যথা। মলের সময়, মলদ্বারে ব্যথা করে। মলের পরে, দীর্ঘস্থায়ী ব্যথা থাকে। অর্শ্বরোগ।

ইস্কুলাস হিপ :  ২.৫%। মলদ্বার কাঁচা, ঘা। মলের পরে অনেক খুন ব্যথা, মলদ্বারে জ্বালাপোড়াসহ ঠান্ডা লাগা অনুভুত হয়।

রতানহিয়া :  ১.০% । মলদ্বারের পরে কয়েক ঘন্টা ধরে মলদ্বারে ব্যথা হয় এবং জ্বালাপোড়া থাকে। মলদ্বার মনে হয় সংকুচিত গেছে । মলদ্বারে শুকনো এবং তাপ লাগার মত মনে হয়, হঠাৎ ছুরির মতো মনে হয় মলদ্বারে সেলাই করছে।

পেওনিয়া অফিসিয়ালিস : ১.০%। মলের পরে মলদ্বারে অত্যান্ত জ্বলন, তারপর অভ্যান্তরীণ শীতলতা। ফিস্টুলা, ডায়ারিয়া, মলদ্বারে জ্বালাপোড়া ও অভ্যন্তরীণ শীতলতা। মলদ্বার বেদনা দায়ক আলসার, পেরিনিয়ামে আপত্তিকর আর্দ্রতা থাকে।

Viburnum Prunifoliu : ১.৫%। রক্তক্ষরণ জনিত, রক্তপাতের পাইলস।

ব্যবহার বিধি : ওমেও পাইলস মলম শুধুমাত্র বাহ্যিক ভাবে ব্যবহারে জন্য। প্রতিদিন দিনে দুইবার পরিস্কার করে আক্রান্ত স্থানে লাগান।

সাবধানতা : শীতল ও শুস্ক, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev