মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

এন – ৭৪  (বিছানায় প্রস্রাব বন্ধের ড্রপস)

আরোগ্য হোমিও হল / ২১৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৪:৪০ অপরাহ্ন
এন – ৭৪  (বিছানায় প্রস্রাব বন্ধের ড্রপস)।

এন – ৭৪  (বিছানায় প্রস্রাব বন্ধের ড্রপস)।

Calcarea Phos N – 74 Bed Wetting Drops

প্রস্তুতকারী : আল-নূর মেডিকা (প্রাঃ) লিঃ, লাহোর পাকিস্তান।

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।

কার্যকারিতা : নৈশকালীন মুত্র রোগীদের জন্য অত্যান্ত কার্যকর, শয্যা মুত্র রোগীতে ও দুর্বল মুত্রথলী সবল করতে অধিক কার্যকর। দুর্বল স্নায়ু জনিত মুত্র নালীর দুর্বলতা ক্যালসিয়ামের অভাব ও অনীহার করণে শিশুদের বিছানায় প্রস্রাব করা রোগে অতি কার্যকলী।

 

সেবন বিধি : ছোট শিশুদের ৮ থেকে ১০ ফোঁটা করে প্রতিদিন সকাল-দুপুর ও রাত্রে (তিনবার)। কিছু উন্নতি হলে ২ থেকে ৩ সপ্তাহ পর দৈনিক ২ বার। বয়স্ক শিশুরা ১০ থেকে ১৫ ফোঁটা করে প্রতিদিন সাকাল-দুপুর-রাত্রে। বয়স্করাও দৈনিক সকাল-দুপুর রাত তিনবার সেবন করতে হবে।

বিশেষ:দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

বিশেষ সর্তকতা : বিশেষ করে গর্ভবতী মহিলারা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছারা ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : এন – ৭৪ ঔষধে কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev