মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন

এন – ১০০ (মাইগ্রেন এবং স্নায়ুশূল ড্রপস)

আরোগ্য হোমিও হল / ২৬১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ৪:০০ অপরাহ্ন

এন – ১০০ (মাইগ্রেন এবং স্নায়ুশূল ড্রপস)

N – 100 (Mag Phos) Mitraine and other neuralgia

প্রস্তুতকারী : আল-নূর মেডিকা (প্রাঃ) লিঃ, লাহোর পাকিস্তান।

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।

কার্যকারিতা : খিচুনি রোগে এন – ১০০ অত্যান্ত কার্যকর ঔষধ, স্নায়ুপীড়া, শিরঘুর্ণন, বিভিন্ন প্রকার স্নায়ুশূল, এক পাশ্বীয় মাথাব্যথা, মাইগ্রেন জনিত মাথা ব্যথা, দন্তশূল, অসহ্য কানের স্নায়ুশূল ও মুখের স্নায়ুশল ইত্যাদিতে এন – ১০০ অত্যান্ত কার্যকরী।

 

সেবন বিধি : তরুণ রোগের এর ক্ষেত্রে ১০ ফোঁটা ঔষধ একঢোক পরিমাণমত পানি মিশিয়ে এক ঘন্টা পরপর তারপর সেবন করুণ, তারপর কিছুটা উন্নতি হলে দুই ঘন্টা পরপর। আরো উন্নতি হলে দৈনিক ৩ থেকে ৪ বার সেবন করতে হবে। পুরাতান রোগের ক্ষেত্রে ১০ ফোঁটা করে পানিতে একঢোক পানিতে  মিশিয়ে দৈনিক সকালে- দুপুর-বৈকাল- রাতে অথবা সকালে-রাত্রে খাবার ১৫ মিটিন আগে অথবা খাওয়ার ১৫ মিনিট পরে ঔষধ সেবন করতে হবে।

 বিশেষ সর্তকতা : বিশেষ করে গর্ভবতী মহিলারা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছারা ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

 বিশেষ:দ্রষ্টব্য :  চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ সেবন করবেন না কারণ এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক  চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্ব প্রতিক্রিয়া : এন-১০০ ঔষধে কোন পার্শ্বতিক্রিয়া আছে বলে জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev