শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

এইচ আর – ৯১ (স্নায়বিক বিরক্তি, উদ্বেগ)

আরোগ্য হোমিও হল / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৩৬ অপরাহ্ন

এইচ আর – ৯১ (স্নায়বিক বিরক্তি, উদ্বেগ)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ,  পাকিস্তান।

প্রস্তত প্রণালী : এইচ আর – ৯১ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

কার্যকারিতা : এইচ আর – ৯১ ঔষধ স্নায়বিক বিরক্তি, উদ্বেগ, মানসিক চাপ এবং অনিয়মিত হৃদস্পন্দনের জন্য অত্যন্ত কার্যকর।

এইচ আর – ৯১ ঔষধের কার্যকারিতা :
ক্র্যাটেগাস অক্সিয়াকান্থ (Crataegus Oxyacantha) : মায়োকার্ডাইটিস ব্যর্থ, ক্ষতিপূরণ হৃদযন্ত্রের অনিয়ম। উচ্চ ধমনী উত্তেজনা, কার্ডিয়াক উপসর্গ সহ রোগীর মেজাজ খিটখিটে ইত্যাদি।

আরও পড়ুন – এন – ১৫ (নার্ভ টনিক ড্রপস)

ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস (Cactus Grandiflorus) : বুক ধড়ফড় বিষণ্ণতা, এবং উদ্বেগ ইত্যাদি।
ডিজিটালিস পুরপুরিয়া (Digitalis Purpurea): স্নায়বিক ব্যথা, হিংস্র ধড়ফড়, নাড়ি দুর্বল, অনিয়মিত, বিরতিহীন এবং অস্বাভাবিক ইত্যাদি।

কলমিয়া লাতিফোলিয়া (Kalmia Latifolia) : দুশ্চিন্তায় হৃৎপিণ্ডের ধড়ফড় । সামনের দিকে ঝুঁকলে আরও খারাপ লাগে। টাকাইকার্ডিয়া, ঘন ঘন নাড়ি স্পন্দন ইত্যাদি।

হাইপারিকাম পারফোরেটাম (Hypericum perforatum) : স্নায়ুর সাথে এর চমৎকার সখ্যতা দেখা যায়, এটি স্নায়ুকে শিথিল করে।

স্ট্রোফ্যান্টাস হিসপিডাস (Strophanthus Hispidus) : স্পন্দন দ্রুত হৃৎপিণ্ডের ক্রিয়া খুব দুর্বল, দ্রুত অনিয়মিত নাড়ি, পেশী দুর্বল ইত্যাদি।

ওলেন্ডার (oleander) : বুক ধড়ফড়, দুর্বলতা এবং বুকে একটি খালি অনুভূতি হয়।

এইচ আর – ৯১ ঔষধ সেবন বিধি : ২০ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। শিশুরা ৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

আরও পড়ুন –  র‌্যাক্স নং- ২৪ (মানসিক দূর্বলতা)

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : এইচআর – ৯১ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev