শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন

এইচ আর – ৮৮ (বিরক্তির চিকিৎসায় কার্যকরী)

আরোগ্য হোমিও হল / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৪:২৭ অপরাহ্ন
এইচ আর - ৮৮ (বিরক্তির চিকিৎসায় কার্যকরী)

এইচ আর – ৮৮ (বিরক্তির চিকিৎসায় কার্যকরী)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ, পাকিস্তান।

প্রস্তত প্রণালী : এইচআর মাসুদ/ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

এইচ আর – ৮৮ ঔষধের ব্যবহার : বিরক্তির চিকিৎসার জন্য একটি কার্যকরী

এইচ আর – ৮৮ ঔষধের কার্যকারিতা : মানসিক ও শারীরিক অবস্থার পরিবর্তন, বিরক্তি, একাগ্রতার অভাব, ঘুমের অভাব, জোরে কথা বলা, মানসিক চাপের পরিবর্তনের লক্ষণগুলি কমাতে সাহায্য করে।

এইচ আর – ৮৮ ঔষধের লক্ষণ :

অ্যাকটিয়া রেসমোসা (Actea Racemosa) : মন্দ স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে বিষণ্নতা. অবিরাম কথা বলে। প্রলাপ ঞৎবসবহং নিজেকে আহত করার চেষ্টা করে।

মেলিলোটাস আলবা (Melilotus Alba) : মন স্থির করতে না পাড়ায় পালিয়ে লুকিয়ে যেতে চায়। মনে করে সবাই তার দিকে তাকিয়ে আছে, জোরে কথা বলতে ভয় পায় এবং মানুষের মাঝে থেকে পালিয়ে যেতে চায়।

আরও পড়ুন –  এন – ১৪ (অনিদ্রা ও নার্ভের ড্রপস)

রাউলফিয়া সার্পেন্টিনা (Rauwolfia serpentine) : অ্যালকালয়েড, রিসারপাইন এবং সার্পেন্টাইন এটি,রক্তচাপ নিয়ন্ত্রণ করে।

পিসিডিয়া ইরিথ্রিনা (Piscidia Erythrina) : ব্যাথা, স্নায়ুতন্ত্র, মাইগ্রেন, উদ্বেগ, টেনশন, প্যানিক ডিসঅর্ডার ও অনিদ্রার জন্য ব্যবহার করা হয়।

প্যাসিফ্লোরা ইনকার্নাটা (Passiflora incarnate) : স্নায়ুতন্ত্রের উপর এর শান্ত প্রভাব আছে। অনিদ্রা, স্বাভাবিক ঘুম, তীব্র ম্যানিয়া তৈরি করতে পারে।

এইচআর – ৮৮ ঔষধ সেবন বিধি : ২০ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। শিশুরা ৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

আরও পড়ুন – এন – ১০০ (মাইগ্রেন এবং স্নায়ুশূল ড্রপস)

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : এইচআর – ৮৮ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev