শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন

এইচ আর – ৮৬ (হিট স্ট্রোকে কার্যকরী)

আরোগ্য হোমিও হল / ৯১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৪৭ পূর্বাহ্ন
এইচ আর – ৮৬ (হিট স্ট্রোকে কার্যকরী)

এইচ আর – ৮৬ (হিট স্ট্রোকে কার্যকরী)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ, পাকিস্তান।

প্রস্তত প্রণালী : এইচআর মাসুদ/ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

ব্যবহার :  এইচ আর -৮৬ হিট স্ট্রোকের চিকিৎসায় ব্যবহার করা হয়।

 এইচ আর – ৮৬ ঔষধের কার্যকারিতা : শরীরের তাপমাত্রা বৃদ্ধি, মুখের ফ্লাশ, ডিহাইড্রেশন, কনজেশন, মাথাব্যথা, মানসিক বিরক্তি সহ মাথা ঘোরা, বমি বমি ভাব এবং বমি সহ সানস্ট্রোকের লক্ষণগুলির জন্য এইচ আর – ৮৬ কার্যকর।

আরও পড়ুন –

 এইচ আর – ৮৬ ঔষধের লক্ষণ ও কার্যকারিতা :
গ্লোনোইনাম (Glonoinum) : মাথায় তাপ, সানস্ট্রোকের প্রভাব, কনজেস্টিভ মাথাব্যথার জন্য দুর্দান্ত প্রতিকার, অতিরিক্ত তাপ থেকে মস্তিষ্কের হাইপারেমিয়া ইত্যাদি।

বেলাডোনা (Belladona) : বেলাডোনার রোগী সবসময় গরম, লাল ত্বক, ফ্লাশ করা মুখ, ঝলমলে চোখ, স্পন্দিত ক্যারোটিড, উত্তেজিত মানসিক অবস্থার সাথে জড়িত ইত্যাদি।

অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টাল (Anacardium orientale) : বুক ধড়ফড়, দুর্বল স্মৃতিশক্তি সহ। ভার্টিগো। কপালে মানসিক পরিশ্রমের পরে চাপে ব্যথা আরও খারাপ হওয়া, occiput, মন্দির, শীর্ষবিন্দু ইত্যাদি।

এইচআর – ৮৬ ঔষধ সেবন বিধি : ২০ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। শিশুরা ৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : এইচআর – ৮৬ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev