শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন

এইচ আর – ৫৩ (থাইরয়েডের চিকিৎসায় কার্যকর)

আরোগ্য হোমিও হল / ১০৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ৪:২০ অপরাহ্ন
এইচ আর - ৫৩ (থাইরয়েডের চিকিৎসায় কার্যকর)

এইচ আর – ৫৩ (থাইরয়েডের চিকিৎসায় কার্যকর)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ, পাকিস্তান।

প্রস্তত প্রণালী : এইচআর মাসুদ/হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

ব্যবহার : এইচ আর – ৫৩ (হাইপো থাইরিও) হাইপোথাইরয়েডিজমের চিকিৎসায় ব্যবহার করা হয়।

এইচ আর – ৫৩ (হাইপো থাইরিও) হাইপোথাইরয়েডিজমের বর্ণনা :

ক/ এইচ আর – ৫৩ থাইরয়েডের কম কার্যকলাপের জন্য সর্বোত্তম প্রতিকার ঔষধ।

খ/ হাইপোথাইরয়েডিজমের কারণে হতাশা ও ওজন বৃদ্ধিতে কার্যকর।

গ/ শুষ্ক ত্বক বা মাথাব্যথায় অত্যান্ত কার্যকর।

ঘ/ স্মৃতির সমস্যা এবং মানসিক অবসাদে ব্যবহার করা হয়।

ঙ/ মহিলাদের মাসিক সমস্যার জন্য ব্যবহার করা হয়।

এইচ আর – ৫৩ (হাইপো থাইরিও) ভূমিকা : হাইপারথাইরয়েডিজম: হাইপোথাইরয়েডিজম হল যখন থাইরয়েড গ্রন্থি শরীরের চাহিদা মেটাতে পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করে না। থাইরয়েড নিষ্ক্রিয় থাকে। থাইরয়েড হরমোন বিপাক নিয়ন্ত্রণ করে থাকে, বা শরীর যে ভাবে শক্তি ব্যবহার করে। থাইরক্সিনের মাত্রা যদি কম হল তবে শরীরের অনেক কাজ ধীর গতি হয়ে যায়। থাইরয়েড হরমোনের উৎপাদন থাইরয়েড-উত্তেজক হরমোন (TSH) দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, যা পিটুইটারি গ্রন্থি দ্বারা উৎপাদন হয়।

আরও পড়ুন – কেন্ট ৪২ (কোলেস্টেরলের চিকিৎসায় কার্যকর)

এইচ আর – ৫৩ (হাইপো থাইরিও) হাইপোথাইরয়েডিজমের কারণ :

১/ হাশিমোটোর থাইরয়েডাইটিস : হাইপোথাইরয়েডিজমের সবচেয়ে সাধারণ কারণ হাশিমোটোর থাইরয়েডাইটিস।

২/ ঘাড়ের অঞ্চলে বিকিরণ থেরাপি : নির্দিষ্ট কিছু ক্যান্সারের চিকিৎসার জন্য, যেমন – লিম্ফোমা, ঘাড়ে বিকিরণ প্রয়োজন। বিকিরণ থাইরয়েড কোষগুলি ক্ষতি করে।

৩/ তেজস্ক্রিয় আয়োডিন চিকিত্সা : এই চিকিত্সা সাধারণত এমন ব্যাক্তিদের জন্য নির্ধারিত যাদের অত্যধিক থাইরয়েড গ্রন্থি রয়েছে, যা হাইপারথাইরয়েডিজম নামে পরিচিত।

৪/ কিছু ওষুধের ব্যবহার : হৃদরোগের সমস্যা, মানসিক সমস্যা এবং ক্যান্সারের চিকিৎসার জন্য কিছু ওষুধ কখনও কখনও থাইরয়েড হরমোনের উৎপাদনকে প্রভাবিত করে।

৫/ থাইরয়েড সার্জারি : থাইরয়েড অপসারণের অস্ত্রোপচার করলে।

৬/ জন্মের সময় থাইরয়েডের সমস্যা : কিছু শিশু থাইরয়েড গ্রন্থি নিয়ে জন্মগ্রহণ করে। যা সঠিকভাবে বিকাশ করে না বা সঠিকভাবে কাজ করতে পারে না।

৭/ পিটুইটারি গ্রন্থির ক্ষতি।

৮/ খাবারে আয়োডিন খুব কম থকে।

আরও পড়ুন – র‌্যাক্স নং- ৬৮ (খর্বতা)

এইচ আর – ৫৩ (হাইপো থাইরিও) হাইপোথাইরয়েডিজমের সাধারণ লক্ষণ :

ক/ ক্লান্তি ও দুর্বলতা।

খ/ ওজন বৃদ্ধি হতে থাকে।

গ/ কোষ্ঠকাঠিন্য।

ঘ/ বিষণ্ণতা।

ঙ/ পেশী ব্যথা ও দুর্বলতা।

চ/ শুষ্ক এবং আঁশযুক্ত ত্বক।

ছ/ কামশক্তি কম (যৌন ড্রাইভ)

জ/ ব্যথা ও অসাড়তা।

ঝ/ অনিয়মিত পিরিয়ড বা ভারী পিরিয়ড হয়।

এইচ আর – ৫৩ হাইপোথাইরয়েডিজমের ইঙ্গিত :
হাইপোথাইরয়েডিজমের প্রধান কারণগুলির মধ্যে পিটুইটারি গ্রন্থি রোগ, হাশিমোটোর থাইরয়েডাইটিস, থাইরয়েড ধ্বংস, থাইরয়েডাইটিস, ওষুধ, লিম্ফ্যাটিক, মারাত্মক আয়োডিনের ঘাটতি ইত্যাদি। হাইপোথাইরয়েডিজমের সাধারণ লক্ষণগুলি যেমন – ওজন বৃদ্ধি, ক্লান্তি, বিষণ্ণতা, অত্যধিক তন্দ্রা, ঠান্ডা অসহিষ্ণুতা, শুষ্ক চুল, ত্বক, পেশী ক্র্যাম্প, কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি, ঘনত্ব হ্রাস, এবং পা ফুলে যাওয়া, চোখ ফোলা , ক্রমাগত শুষ্ক ও গলা ব্যথা, শরীরের চুল পড়ে যাওয়া ইত্যাদি থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করে এবং হাইপোথাইরয়েডিজমের লক্ষণ গুলি নির্মূল করে।

এইচ আর – ৫৩ হাইপোথাইরয়েডিজমের ফার্মাকোলজি :
হাইপোথাইরয়েডিজম (আন্ডারঅ্যাক্টিভ থাইরয়েড) এমন একটি অবস্থা যেখানে থাইরয়েড গ্রন্থি নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে না। কারকুমা লংগা রয়েছে, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং থাইরয়েডকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে পারে, অ্যাডাপ্টোজেন এবং থাইরয়েডের রাসায়নিক চাপ থেকে উপশম করে। ইমিউনোমোডুলেটরি বৈশিষ্ট্যও রয়েছে যা কোষের অটোইমিউন ধ্বংস প্রতিরোধ করে। তাছাড়া, ঋঁপঁং ঠবং রয়েছে, এটি সহজে শোষিত আয়োডাইড আয়নগুলি আয়োডিন দিয়ে শরীরকে পুনরায় পূরণ করে। এই আয়োডাইড আয়নগুলি থাইরয়েড দ্বারা গ্রহণ করা হয়। যখন তারা থাইরয়েড হরমোনের সংশ্লেষণে ব্যবহৃত হয়। আয়োডিনের একটি চমৎকার উৎস ও আয়োাডিনের অভাবজনিত গলগন্ড এবং হাইপোথাইরয়েডিজমের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

এইচ আর – ৫৩ ঔষধ সেবন বিধি : ২০ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। শিশুরা ৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। সুস্থ হলে প্রতিদিন ৩ বার সেবন করুন। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : এইচ আর – ৫৩ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev