বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

এইচ আর – ৫২ (থাইরোটক্সিকোসিসের চিকিৎসায় কার্যকর) হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ

আরোগ্য হোমিও হল / ১৩৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ৪:২৯ অপরাহ্ন
এইচ আর - ৫২ (থাইরোটক্সিকোসিসের চিকিৎসায় কার্যকর)

এইচ আর – ৫২ (থাইরোটক্সিকোসিসের চিকিৎসায় কার্যকর)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ, পাকিস্তান।

প্রস্তত প্রণালী : এইচআর মাসুদ/হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

র‌্যবহার : এইচ আর – ৫২ (হাইপার থাইরিও) থাইরোটক্সিকোসিসের চিকিৎসায় ব্যবহার করা হয়।

এইচ আর – ৫২ (হাইপার থাইরিও)। থাইরোটক্সিকোসিসের বর্ণনা :

ক/ এইচ আর – ৫২ থাইরয়েড বিষাক্ততার জন্য এটি একটি চমৎকার প্রতিকার।

খ/ হাইপারথাইরয়েড ফাংশনের কারণে হৃদস্পন্দন বৃদ্ধিতে অত্যান্ত কার্যকর।

গ/ হাইপারপারফিউশন এবং ওজন কমানোর জন্য ব্যবহার করা হয়।

ঘ/ উদ্বেগ এবং নার্ভাসনেস জন্য ব্যবহার করা হয়।

ঙ/ পেটের সমস্যা এবং আলগা মল নিরাময় করতে সাহায্য করে।

চ/ থাইরোটক্সিকোসিসের কারণে চোখ বুলাতে সহায়ক।

আরও পড়ুন – থাইরয়েড ক্যানসার

এইচ আর – ৫২ হাইপারথাইরয়েডিজম :
থাইরয়েড গ্রন্থি হল একটি ছোট গ্রন্থি। দেখতে প্রজাপতি আকৃতির গ্রন্থি যা ঘাড়ের সামনে অবস্থিত। এটি টেট্রা আয়োডোথাইরোনিন (T4) এবং ট্রাইয়োডোথাইরোনিন (T3) তৈরি করে, যা দুটি প্রাথমিক হরমোন যা কোষ কীভাবে শক্তি ব্যবহার করবে তা নিয়ন্ত্রণ করে। থাইরয়েড গ্রন্থি এই হরমোন নিঃসরণের মাধ্যমে বিপাক নিয়ন্ত্রণ করে থকে। হাইপারথাইরয়েডিজম হল থাইরয়েডের একটি অবস্থা যা হাইপারথাইরয়েডিজম ঘটে যখনই থাইরয়েড খুব বেশি T4, T3 বা উভয়ই করে।

এইচ আর – ৫২ হাইপারথাইরয়েডিজম কারণ :
বিভিন্ন কারণে হাইপারথাইরয়েডিজম হতে পারে।

১/ গ্রেভস ডিজিজ : এটি একটি অটোইমিউন অবস্থা।

২/ নোডুলার থাইরয়েড রোগ : থাইরয়েড গ্রন্থিতে নুডুলস নামে পরিচিত পিণ্ডগুলি তৈরি হয়। কেন তারা বিকাশ করে তা এখনও স্পষ্ট নয়।

৩/ অতিরিক্ত আয়োডিন গ্রহণ: থাইরয়েড গ্রন্থি রক্ত থেকে আয়োডিন বের করে। আয়োডিন আসে সামুদ্রিক খাবার, রুটি ও লবণের মতো খাবার থেকে। থাইরয়েড

গ্রন্থি থাইরয়েড হরমোন তৈরি করতে আয়োডিন ব্যবহার করতে হয়।

৪/ ওষুধ: হার্টের সমস্যার চিকিৎসায় ব্যবহৃত বেশ কিছু ওষুধে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। থাইরয়েড ফাংশন পরিবর্তন ট্রিগার করতে পারে।

৫/ থাইরয়েডাইটিস : থাইরয়েডের সাধারণত একটি প্রদাহ যা প্রায়ই ভাইরাল সংক্রমণের ফলে হয়ে থাকে। এ সব লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, গলা ব্যথা, গিলতে ব্যথা, সাধারণ ব্যথা এবং ঘাড়ে ব্যথা ইত্যাদি।

৬/ ফলিকুলার থাইরয়েড ক্যান্সার : বিরল ক্ষেত্রে, অতিরিক্ত সক্রিয় থাইরয়েড ক্যান্সারের কারণে হতে পারে।

আরও পড়ুন –  র‌্যাক্স নং- ৫৯ (থাইরয়েড হরমোন বৃদ্ধিজনিত সমস্য)

এইচ আর – ৫২ হাইপারথাইরয়েডিজম সাধারণ লক্ষণ:

ক/ ক্ষুধা পরিবর্তন (কম বা বৃদ্ধি)।

খ/ ঘুমাতে অসুবিধা বা অনিদ্রা

গ/ ক্লান্তি অনুভব করে।

ঘ/ নিঃশ্বাসের দুর্বলতা।

ঘ/ পেশীর দূর্বলতা।

ঙ/ মানসিক অশান্তি।

চ/ বর্ধিত ঘাম।

ছ/ তাপ অসহনশীল।

জ/ হৃদস্পন্দন।

ঝ/ দৃষ্টি পরিবর্তন।

ঞ/ ওজন হ্রাস বা ওজন বৃদ্ধি।

আরও পড়ুন – থাইরয়েডিনাম ৬X (থাইরয়েড গ্রন্থিতে কার্যকর)

এইচ আর – ৫২ হাইপারথাইরয়েডিজম ইঙ্গিত:
থাইরোটক্সিকোসিস একটি সিনড্রোম যা অতিরিক্ত থাইরয়েড হরমোনের কারণেই ঘটে থাকে। উপসর্গ বা লক্ষণগুলি হরমোনের উচ্চতার মাত্রা, হরমোনের স্তর বৃদ্ধির হার এবং রোগীদের স্বতন্ত্র পরিবর্তনের উপর নির্ভর করে থাকে। থাইরোটক্সিকোসিসের সাধারণ লক্ষণগুলি যেমন – অত্যধিক ঘাম, তাপ সহনশীলতা, মলত্যাগ বৃদ্ধি, ক্লান্তি, কম্পন, দ্রুত হৃদস্পন্দন, ওজন কম বা ওজন বৃদ্ধি, এবং হতাশা, ঘনত্ব হ্রাস, অনিয়মিত এবং স্বল্প মাসিক প্রবাহ। থাইরোটক্সিকোসিসের সমস্ত কারণ এবং লক্ষণগুলি দূর করে।

এইচ আর – ৫২ ঔষধ সেবন বিধি : ২০ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। শিশুরা ৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। সুস্থ হলে প্রতিদিন ৩ বার সেবন করুন। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : এইচ আর – ৫২ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev