বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

এইচ আর – ৯৯ (সর্দি এবং ফ্লু ইনফ্লুয়েঞ্জায় কার্যকর)

আরোগ্য হোমিও হল / ১৫০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৩:২১ অপরাহ্ন
এইচআর - ৯৯ (সর্দি এবং ফ্লু ইনফ্লুয়েঞ্জায় কার্যকর)

এইচ আর – ৯৯ (সর্দি এবং সর্দি, সর্দি, ফ্লু ইনফ্লুয়েঞ্জায় কার্যকর)

ক্যাটাগরি : এইচআর – ৯৯ মাসুদ /কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ/পাকিস্তান।

প্রস্তুত প্রণালী : হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী  প্রস্তুত।

এইচ আর – ৯৯ ঔষধের কার্যকারিতা : এটি সর্বোত্তমভাবে ভারসাম্যপূর্ণ সূত্র যা ফ্লু-এর বিরুদ্ধে লড়াই করে আপনার ইমিউন সিস্টেমকে অপ্টিমাইজ করে তুলে। ইহার উপাদানগুলি সর্বোত্তম ভারসাম্যপূর্ণ মিশ্রণ যার ক্রমবর্ধমান প্রভাব সাধারণ সর্দি এবং ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে একটি বিস্তৃত-স্পেকট্রাম অ্যাকশন তৈরি করতে সক্ষম।

এইচ আর – ৯৯ ঔষধের মিশ্রণ :
ক্যালি বাইক্রোম (Kali Bichrom) – নাকের গোড়ায় কষ্ট, প্রদাহ সামনের সাইনাস পর্যন্ত প্রসারিত হয়, এবং পূর্ণতা থাকে ইত্যাদি।

ইচিনেসিয়া অ্যাংগুস্টিফোলিয়া (Echinacea Angustifolia) – আলসারযুক্ত গলা ব্যাথা, দুর্গন্ধযুক্ত স্রাব নিঃসরণ, ঝিল্লির গঠন প্রসারিত হয় ইত্যাদি।

আরও জানতে ক্লিক করুণ – কেন্ট ০৩ (সর্দি এবং কাশি রোগে কার্যকার)

জাস্টিসিয়া আধাতোদা (Justicia adhatoda) – সারা বুকে স্টারনাল অঞ্চল থেকে শুকনো কাশি। প্যারোক্সিসমাল কাশি, শ্বাস-প্রশ্বাসে শ্বাসরোধকারী বাধা সহ ইত্যাদি।

ন্যাট্রাম কার্বোনিকাম (Natrum Carbonicum) – নাকের ধ্রুবক কোরিজা বাধা, পশ্চাৎ অনুনাসিক ক্যাটার্হ, গলা থেকে প্রচুর শ্লেষ্মা বের হয়, অনুনাসিক ক্ষরণের খারাপ গন্ধ। খারাপ, সামান্য খসড়া ইত্যাদি।

আরও জানতে ক্লিক করুণ – র‌্যাক্স নং- ৬১ (জ্বর)

হাইড্রাস্টিস ক্যানাডেনসিস (Hydrastis Canadensis) – পশ্চাৎ নর থেকে গলা পর্যন্ত পুরু, শক্ত নিঃসরণ, জলযুক্ত, উত্তেজক স্রাব, ওজায়েনা, সেপ্টামের আলসারেশন সহ ইত্যাদি।

সাঙ্গুইনারিয়া ক্যানাডেনসিস (Sanguinaria Canadensis) – অনুনাসিক পলিপি, কোরিজা, তারপরে ডায়রিয়া, ক্রনিক রাইনাইটিস, ঝিল্লি শুষ্ক ও ঘনবসতিপূর্ণ ইত্যাদি।

আরও জানতে ক্লিক করুণ – কেন্ট ০৮ (ইনফ্লুয়েঞ্জা জ্বরে কার্যকর)

এইচ আর – ৯৯ ঔষধ সেবন বিধি : ২০ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। শিশুরা ৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। ৩ মাস চলবে।

আরও জানতে ক্লিক করুণ – ব্রোলাক্স কফ সিরাপ (নতুন-পুরাতন কাঁশি ও ব্রংকাইটিস)

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

আরও জানতে ক্লিক করুণ – ব্রোলাক্স কফ সিরাপ (নতুন-পুরাতন কাঁশি ও ব্রংকাইটিস)

পার্শ্বপ্রতিক্রিয়া : এইচআর – ৯৯ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev