শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন

এইচ আর – ৯৪ (ত্বকের বলিরেখা কমাতে কার্যকর)

আরোগ্য হোমিও হল / ৬৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ২:০০ অপরাহ্ন

এইচ আর – ৯৪ (ত্বকের বলিরেখা কমাতে কার্যকর)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ,/পাকিস্তান।

প্রস্তত প্রণালী : এইচআর মাসুদ/ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

এইচ আর – ৯৪ ঔষধের কার্যকারিতা :

ক/ প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টিসমৃদ্ধ প্রাকৃতিক ভেষজগুলির একটি অনন্য মিশ্রণ থাকায় ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে|

খ/ বলিরেখা কমাতে সাহায্য করে ও একটি তরুণ সতেজ চেহারা দেয়।

গ/ ত্বকে স্থিতিস্থাপকতা ও দৃঢ়তা প্রদান করে।

ঘ/ ব্রণ ও কালো দাগ কমাতে সাহায্য করে।

ঙ/ টক্সিন এবং ব্ল্যাক হেডস দূর করে ত্বক পরিষ্কার করে।

এইচ আর – ৯৪ ঔষধের লক্ষণ :

বারবেরিস অ্যাকুইফোলিয়াম (Berberis Aquifolium) – বারবেরিস অ্যাকুইফোলিয়ামের স্বাস্থ্য উপকারিতা : মুখের রং উন্নত করে। হাইপারপিগমেন্টেশন সমস্যাগুলির চিকিৎসার জন্য সক্রিয় প্রতিকার করে যেমান – ব্রণ, এবং ব্রণের কালো মাথা দূর করে। ত্বকের চুলকানি দূর করে।

আয়োডিয়াম (Iodium) – আয়োডিয়ামের স্বাস্থ্য উপকারিতা : ত্বকের রং উন্নত করে। ত্বক পরিষ্কার করে। মেলানিন উৎপাদনের পরিবর্তন বরে। সূর্যালোক বা ভারী মেটার মতো আয়নাইজিং বিকিরণের এক্সপোজার দ্বারা প্রভাবিত রঙের স্বর উন্নত করতে সাহায্য করে।

সরসাপারিলা স্যাপোনিন (Sarsaparilla saponin) – সরসাপারিলা স্যাপোনিন সমৃদ্ধ যা এন্ডোটক্সিনের সাথে আবদ্ধ করে ও তাদের শরীর থেকে সরিয়ে দিতে সাহায্য করে। সোরিয়াসিসের লক্ষণগুলি উন্নত করতে সাহায্য করে। প্রস্রাব বা ঘামের মাধ্যমে বিষাক্ত পদার্থের নির্গমনকে প্রচার করে। এটি তরল ধারণ, ফোলাভাব দূর করতেও সাহায্য করে।

এইচ আর – ৯৪ ঔষধ সেবন বিধি : ২০ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। শিশুরা ৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন।


এইচ আর – ৯৪ ঔষধ সেবন বিধি : ২০ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। শিশুরা ৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : এইচআর – ৯৪ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev