সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন

এইচ আর – ৯২ (হার্টে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে )

আরোগ্য হোমিও হল / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ৩:১৭ অপরাহ্ন
এইচআর - ৯২ (হার্টে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে )

এইচ আর – ৯২ (হার্টে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে )

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ/ পাকিস্তান।

প্রস্তত প্রণালী : এইচআর মাসুদ/ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

ব্যবহার : এইচ আর ৯২ ঔষধ সার্কুলোনম, আপনার হার্টে সঞ্চালন সক্রিয় করতে ব্যবহার করা হয়।

এইচ আর – ৯২ ঔষধের কার্যকারিতা:

ক/ কার্ডিওভাসকুলার পেশী শক্তিশালী করে।

খ/ রক্তচাপ পরিমিত রাখে।

গ/ ধমনীতে কঠোরতা এবং উত্তেজনা থেকে মুক্তি দেয় ও তাদের নমনীয় করে তুলতে সাহায্য করে।

এইচ আর – ৯২ ঔষধের লক্ষণ :
সর্ব প্রথমে হার্টের ক্রিয়াকে ত্বরান্বিত করে, রক্তচাপ অনেক বেড়ে যায়, রক্তনালীগুলির সংকোচন বেড়ে যায়।

আর্নিকা মন্টানা (Arnica Montana) : পালস দুর্বল এবং অনিয়মিত। ফ্যাটি হার্ট এবং হাইপারট্রফি ইত্যাদি।

অ্যাড্রেনালিনাম (Adrenalinum) : সাধারণ পেশীতন্ত্র প্রভাবিত হয়, একটি সামান্য উদ্দীপনা দীর্ঘায়িত সংকোচন তৈরি করতে পারে।

আর্সেনিকাম আয়োডাটাম (Arsenicum Iodatum) : প্রচণ্ড ক্ষয়ক্ষতি। আর্টেরিওস্ক্লেরোসিস, মায়োকার্ডিয়াল অবক্ষয় এবং বার্ধক্য।

অরাম মেটালিকাম (Aurum metallicum):  হৃৎপিণ্ড. হৃৎপিণ্ডের উদ্বেগজনক ধড়ফড়, ভিতর থেকে ধড়ফড করে বুক পর্যন্ত।

স্ট্রোফ্যান্টাস হিসপিডাস (Strophanthus Hispidus) : Cvjm খুব দ্রুত। হার্টের ক্রিয়া খুব দুর্বল, দ্রুত অনিয়মিত নাড়ী, পেশী দুর্বলতা এবং অপর্যাপ্ততার কারণে।

স্পিগেলিয়া অ্যান্থেলমিয়া (Spigelia Anthelmia) : হিংস্র ধড়ফড়। পূর্বের ব্যথা, কম্পিত নাড়ি।

এইচ আর – ৯২ ঔষধ সেবন বিধি : ২০ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। শিশুরা ৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : এইচ আর – ৯২ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev