বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

এইচ আর – ১০০ (শিশুর দাঁত ও কোলিক ব্যথা কার্যকর)

আরোগ্য হোমিও হল / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৩:২২ অপরাহ্ন

এইচ আর – ১০০ (শিশুর দাঁত ও কোলিককার্যকর)

ক্যাটাগরি : এইচআর ১০০ মাসুদ/ প্যাথিককম্বিনেশন হোমিও ঔষধ/ পাকিস্তান।

প্রস্তুত প্রণালী : হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী কম্বিনেশন প্রস্তুত।

ব্যবহার : শিশুদের দাঁত ও কলিক ব্যাথায় ব্যবহার করা হয়।

কার্যকারিতা : মাড়ির ফোলাভাব কমিয়ে দাঁতের ব্যথা, শিশুদের কোলিক ব্যথা, বিলিয়ারি কোলিক ইত্যাদিতে কার্যকরী।

এইচ আর ১০০ ঔষধের লক্ষণ :

ক/ দাঁতের সমস্যার জন্য সেরা হোমিওপ্যাথিক ঔষধ।

খ/ মাড়িরর ফোলাভাব কমিয়ে দাঁতের ব্যথা উপশম করে।

গ/ বাচ্চাদের কোলিক ব্যথায় অত্যান্ত উপকারী।

এইচআর – ১০০ কম্বিনেশন ঔষধের লক্ষণ :
১/ ক্যামোমিলা (Chamomilla) – শিশুর অস্থিরতা, অস্থিরতা ও কোলিক ব্যথা।  মলদ্বারের ব্যথা। দাঁত বের হওয়া সময় ডায়রিয়া ইত্যাদি লক্ষণে ব্যবহার হয়।

২/ ফেরাম ফসফরিকাম (Ferrum Phosphoricum) : খাবার হজম না হওয়া, খাবারের পর বমি হওয়া। মল জলযুক্ত, রক্তাক্ত, হজম হয় না। আমাশয়ের প্রথম পর্যায়, প্রচুর পরিমাণে রক্ত বের হয় ইত্যাদি।

৩/ ক্যাল্কেরিয়া ফসফরিকাম (Calcarea Phosphoricum) : দেরী দাঁতন করা, সমস্যা নির্দেশিত. অ্যানিমিক শিশুরা প্রস্রাব, চঞ্চল, ঠাণ্ডা পায়খানা এবং দুর্বল হজম হয় না ইত্যাদি।


এইচ আর ১০০ ঔষধ সেবন বিধি : বয়স্করা ২০ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। শিশুরা ৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। ৩ মাস চলবে।

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : এইচআর ১০০ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev