শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

উদর এবং মল (Abdomen and Stool)

আরোগ্য হোমিও হল / ২৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন
জ্বর লক্ষণ (Febrile Symptoms)
বায়োকেমিক রেপার্টরী সূচী পত্র

উদর এবং মল (Abdomen and Stool)

বায়োকেমিক রেপার্টরী।

ডাঃ আবু হোসেন সরকার।

 

উদর এবং মল (Abdomen and Stool)

কোষ্ঠকাঠিন্য পর্যায়ক্রমে—নেট্রাম মিউর, নেট্রাম ফস ।

কোষ্ঠকাঠিন্য আর্দ্রতার অভাব হেতু—নেট্রাম মিউর ।

কোষ্ঠকাঠিন্য তৎসহ মেরুদণ্ডের পীড়া—সাইলিসিয়া ।

কোষ্ঠকাঠিন্য অন্ত্রের ক্রিয়াশক্তির অভাব—নেট্রাম মিউর ।

কোষ্ঠকাঠিন্য ময়লাবৃত জিহ্বা—কেলি মিউর

উদরাময় চিনি খাইবার পর—ক্যালকেরিয়া সালফ ।

বায়ো কম্বিনেশন ২৫

উদরাময় চর্বিযুক্ত খাদ্যের পর—কেলি মিউর ।

উদরাময় বর্ষাকালে – নেট্রাম সালফ, ক্যালকেরিয়া ফস।

উদরাময় টিকা দিবার পর—সাইলিসিয়া, কেলি মিউর ।

উদরাময় ফল খাইবার পর–ক্যালকেরিয়া ফস।

উদরাময় এবং কোষ্ঠকাঠিন্য পর্যায়ক্রমে—নেট্রাম মিউর ।

উদরাময় পিত্তযুক্ত—নেট্রাম সালফ ।

উদরাময় অত্যাধিক অম্ল খাইবার ফলে—নেট্রাম ফস ।

আরও পড়ুন –  শিশুর ওলাউঠা বা পাতলা পায়খানা

উদরাময় ঋতু পরিবর্তনের ফলে—ক্যালকেরিয়া সালফ, ক্যালকেরিয়া ফস ।

উদরাময় দুর্গন্ধযুক্ত মল—কেলি ফস, ক্যালকেরিয়া ফস ।

উদরাময় সবুজ মল—ক্যালকেরিয়া ফস, নেট্রাম সালফ ।

উদরাময় শিশুদের–ক্যালকেরিয়া ফস, নেট্রাম ফস, সাইলিসিয়া ।

উদরাময় অসাড়ে—নেট্রাম মিউর ।

উদরাময় বেদনাহীন—কেলি ফস ।

উদরাময় পূজের মত—ক্যালকেরিয়া সালফ, কেলি সালফ।

উদরাময় চালধোয়া জলের মত—কেলি ফস।

উদরাময় টকগন্ধযুক্ত—নেট্রাম সালফ ।

উদরাময় জলের মত—নেট্রাম মিউর, ফেরাম ফস, নেট্রাম সালফ ।

আরও পড়ুন – মলাশয়ের ক্যানসার

উদরাময় অজীর্ণ মল—ফেরাম ফস, ক্যালকেরিয়া ফস।

উদরাময় পায়ের ডিমে খিলধরা-ম্যাগনেসিয়া ফস ।

উদরাময় দুর্বলতা ও অবসন্নতার ভাব বর্তমান— কেলি ফস, ক্যালকেরিয়া ফস।

অর্শ ভিতরে ভীষণ যন্ত্রণা করিলে—নেট্রাম মিউর ।

অর্শ রক্তস্রাবী—ক্যালকেরিয়া ফ্লোর, ফেরাম ফস, কেলিমিউর ।

অর্শ রক্তস্রাবহীন—কেলি সালফ, ক্যালকেরিয়া ফ্লোর।

অর্শ পুরাতণ—ক্যালকেরিয়া ফস ।

অর্শ কর্তনবৎ বেদনা এবং জ্বালাপোড়া ভাব—ম্যাগনেসিয়া ফস ।

অর্শ অত্যন্ত বেদনাযুক্ত—কেলি ফস, সাইলিসিয়া ।

অর্শ চুলকানি যুক্ত— কেলি ফস ।

অর্শ ভিতরে বলি—ক্যালকেরিয়া ফ্লোর, কেলি সালফ ।

আরও পড়ুন – র‌্যাক্স নং- ১৩ (পাইলস এবং অর্শ)

অর্শ রসস্রাবী—ক্যালকেরিয়া ফস, সাইলিসিয়া ।

অর্শ তৎসহ অন্ত্রচ্যুতি—ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর।

অর্শ বংশানুগ উদরাময় সহ—নেট্রাম সালফ ।

আমাশায় জ্বরযুক্ত—ফেরাম ফস।

আমাশায় মল পূজের মত—ক্যালকেরিয়া সালফ।

আমাশায় আমযুক্ত—কেলি ফস ।

আমাশায় মল পিচ্ছিল—কেলি মিউর ।

আমাশায় অত্যন্ত যন্ত্রণাযুক্ত—ম্যাগনেসিয়া ফস ।

আমাশায় আক্ষেপযুক্ত ও প্রস্রাব বন্ধ—ম্যাগনেসিয়া ফস ।

উদরশূল—ম্যাগনেসিয়া ফস ।

আরও পড়ুন –  রেক্টালিন (অর্শ রোগের জন্য)

উদরশূল খেঁচুনিযুক্ত—ম্যাগনেসিয়া ফস ।

উদরশূল পেটে বায়ু সঞ্চয়—নেট্রাম সালফ ।

উদরশূল পেট পাথরের মত শক্ত—ম্যাগনেসিয়া ।

উদরশূল পেট বড় হওয়া—সাইলিসিয়া ।

উদরশূল ঢেকুরে উপশম হয় না—ম্যাগনেসিয়া ।

উদরশূল গরমে, মর্দনে উপশম—ম্যাগনেসিয়া ফস ।

উদরশূল সম্মুখের দিকে ঝুকিলে উপশম—কেলি ফস ।

উদরশূল খাইবার উপক্রমে উপশম—ক্যালকেরিয়া ফস ।

উদরশূল পেটে খিল ধরার ন্যায়—ম্যাগনেসিয়া ফস ।

মল পিত্তযুক্ত—নেট্রাম সালফ ।

মল কালো—কেলি সালফ ।

আরও পড়ুন –  এইচ আর – ২৩ (অর্শ্ব রোগে কার্যকর)

মল  রক্ত মিশ্রিত—কেলি মিউর, ক্যালকেরিয়া সালফ, কেলি ফস।

মল দুর্গন্ধযুক্ত—সাইলিসিয়া

মল মাটির ন্যায় বর্ণ—কেলি মিউর ।

মল  প্রচুর—ফেরাম ফস, ক্যালকেরিয়া ফস ।

মল সরের ন্যায়—নেট্রাম ফস ।

মল নির্গমণে কষ্ট –  নেট্রাম মিউর, নেট্রাম সালফ ।

মল  শুষ্ক এবং কষ্টকর—নেট্রাম মিউর ।

মল জোরের সঙ্গে নির্গত হয়—ম্যাগনেসিয়া ফস ।

মল জেলির ন্যায় থোবা থোবা—নেট্রাম ফস ।

মল সকালবেলা তরল—নেট্রাম মিউর, নেট্রাম সালফ ।

মল নিঃসরণে শব্দ—ক্যালকেরিয়া ফস ।

মল প্রচুর পরিমাণে—ক্যালকেরিয়া ফস ।

আরও পড়ুন –  র‌্যাক্স নং- ৪ (ডায়রিয়া)

মল পূঁজযুক্ত—ক্যালকেরিয়া সালফ, ক্যালকেরিয়া ফস ।

মল হঠাৎ নিঃসরণ—ফেরাম ফস, নেট্রাম ফস ।

মল সংগে অভুক্তদ্রব্য নিঃসরণ—ফেরাম ফস ।

মল খাবার সময় নিঃসরণ—কেলি ফস ।

মল নিঃসরণে কুন্থন—নেট্রাম ফস ।

শিশুদের উদরশূলে পা দুইটি উপরে তুলিয়া দেয়—ম্যাগনেসিয়া ফস ।

কলেরা–ফেরাম ফস, কেলি ফস, কেলি সালফ ।

কলেরা শিশুদের—ক্যালকেরিয়া ফস, ফেরাম ফস।

কলেরা তৎসহ পেটে খিল ধরা—ম্যাগনেসিয়া ফস ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev