বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

ইফিলন (Asthma) হাঁপানি রোগে কার্যকর

আরোগ্য হোমিও হল / ২২৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৭:১৩ পূর্বাহ্ন

ইফিলন

ওরাল ড্রপ

মুখে সেব্য তরল ঔষধ

পরিচিতি : ইফিলন, পাঁচটি প্রাকৃতিক কার্যকরী উপাদান সমম্বয়ে এটি তৈরি।

কার্যকারিতা : এ্যাজমা (বুকের জমানো কফসহ), শ্বাস কষ্ট, সশব্দ নি:শ্বাস, শ্বাসকৃচ্ছতা, বুকে ব্যাথায় ইফিলন অত্যন্ত কার্যকর। বংশানুক্রমিক, প্রাকৃতিক বা রাসায়নিক এলার্জি, জীবাণুঘটিত কারণে এ্যাজমা হয়ে থাকে। এক্ষেত্রে ইফিলন খুবই কার্যকর। ইফিলন, হোমিও বিজ্ঞানের একটি অতি কার্যকরী এ্যাজমা নিবারক ঔষধ।

আরও পড়ুন – র‌্যাক্স নং – ১১২ (হৃদরোগ/শ্বাসকষ্ট)

উপদান : প্রতি মিলি এ আছে :

গ্রিন্ডেলিয়া আর          : ০.১৫ মিলি

ইফিড্র ভাল                 : ১.৫০ মিলি

ইপিকাক ৩ এক্স          : ০.৫০মিলি

লোবেলিয়া ইন ৩ এক্স : ০.৫০ মিলি

জাস্টিসিয়া ১ এক্স        : 0.৫০ মিলি

আরও পড়ুন শ্বাসযন্ত্রের পীড়া (Respiratory Organ)

সেবনবিধি : প্রাপ্ত বয়স্কদের ১০ ফোঁটা করে দিনে ৩ থেকে ৪ বার, শিশুদের ৩ থেকে ৫ ফোঁটা করে দিনে ৩ থেকে ৪ বার অথাবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।

পার্শ্ব প্রতিক্রিয়া : সঠিক সমাত্রায় সেবনে এ পর্য্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

ভেষজ বিরুদ্ধতা : সঠিক মাত্রায় সেবনে এ পর্য্যন্ত ভেষজ বিরুদ্ধতার কোন তথ্য পাওয়া যায়নি।

সকর্ততা : আলো থেকে দুরে, শুস্ক ও শীতলস্থানে, শিশুদের নাগালের নাগালের বাইওে রাখুন।

সক্রিয় অংশ : Vasicine, Lobeline Lelobine.

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev